Bangabandhu Sheikh Mujib Quiz

কত সালে শেখ মুজিব বেরিবেরি রোগে আক্রান্ত হন?

শেখ মুজিবুর রহমান তখন সপ্তম শ্রেণির ছাত্র। তিনি খেলাধুলা করতেন, গান করতেন এবং ভালো ব্রতচারী করতেন। হঠাৎ বেরিবেরি রোগে আক্রান্ত হয়ে তাঁর হার্ট দুর্বল হয়ে পড়ে। বাবা শেখ লুৎফর রহমানের সঙ্গে কলকাতায় যান চিকিৎসা করাতে। কলকাতার বড় বড় ডাক্তার শিবপদ ভট্টাচার্য, এ কে রায় চৌধুরীসহ আরও অনেককেই দেখান এবং চিকিৎসা চলতে থাকে। এভাবে প্রায় দুই বছর চিকিৎসা চলে।

প্রশ্নঃ কত সালে শেখ মুজিব বেরিবেরি রোগে আক্রান্ত হন?

১। ১৯৩৪ সালে

২। ১৯৪৩ সালে

৩। ১৯৩২ সালে

৪। ১৯৩৫ সালে

উত্তরঃ ১৯৩৪ সালে শেখ মুজিব বেরিবেরি রোগে আক্রান্ত হন।

Bangabandhu Sheikh Mujib Quiz (3rd December 2020)

Sheikh Mujibur Rahman was then a seventh class student. He played sports, sang and behaved well. Suddenly he contracted beriberi and his heart became weak. He went to Calcutta with his father Sheikh Lutfar Rahman for treatment. The great doctor of Calcutta Shivpad Bhattacharya, AK Roy Chowdhury and many others were shown and the treatment continued. Thus the treatment lasted for about two years.

Q: In what year did Sheikh Mujib become infected with beriberi?

1. In 1934

2. In 1943

3. In 1932

4. In 1935

Answer: In 1934, Sheikh Mujib contracted beriberi.

Leave a Reply