Bangabandhu Sheikh Mujib Quiz

শেখ মুজিব স্কুলের কোন সমস্যার কথা হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে জানান?

১৯৩৮ সালে তৎকালীন অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরে বাংলা এ কে ফজলুল হক ও শ্রমমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী গোপালগঞ্জ যান। এ উপলক্ষ‌্যে স্বেচ্ছাসেবক বাহিনী তৈরির দায়িত্ব পড়ে ১৮ বছরের কিশোর শেখ মুজিবের ওপর। সভা শেষে সোহরাওয়ার্দী যান মিশন স্কুল দেখতে। স্কুলের ছাত্রদের পক্ষে তাঁকে সংবর্ধনা দেন শেখ মুজিব। স্কুল পরিদর্শন শেষে সোহরাওয়ার্দী যখন ফিরছিলেন, হাঁটতে হাঁটতে তাঁর সঙ্গে লঞ্চঘাট পর্যন্ত এগিয়ে যান শেখ মুজিব। এ সময় তাঁদের মধ্যে পরিচয় হয়। সোহরাওয়ার্দী তাঁর নাম-ঠিকানা লিখে নেন এবং পরবর্তীতে চিঠি লিখেন।

প্রশ্নঃ মিশন স্কুল পরিদর্শনের সময় শেখ মুজিব স্কুলের কোন সমস্যার কথা হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে জানান?

১। ছাদ থেকে পানি পড়া এবং ছাত্রাবাসের সমস্যা

২। নিয়মিত ক্লাস না হওয়া

৩। খেলার মাঠ না থাকা

৪। খেলাধুলার সামগ্রী না থাকা

উত্তরঃ মিশন স্কুল পরিদর্শনের সময় শেখ মুজিব স্কুলের ছাদ থেকে পানি পড়া এবং ছাত্রাবাসের সমস্যার কথা হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে জানান।

Bangabandhu Sheikh Mujib Quiz

In 1936, the then Prime Minister of undivided Bengal Sher-e-Bangla AK Fazlul Haque and Labor Minister Hossain Shahid Suhrawardy visited Gopalganj. On this occasion, 18-year-old Sheikh Mujib was given the responsibility of forming a volunteer force. At the end of the meeting Suhrawardy went to see the mission school. Sheikh Mujib gave him a reception on behalf of the students of the school. When Suhrawardy was returning after visiting the school, Sheikh Mujib walked with him to the launch ghat. At this time they were introduced. Suhrawardy wrote down his name and address and later wrote a letter.

Q: During the inspection of the mission school, did Sheikh Mujib inform Hossain Shaheed Suhrawardy about any problem of the school?

1. Water leaks from the roof and dormitory problems

2. Not having regular classes

3. Not having a playground

4. Lack of sporting goods

Answer: During the inspection of Mission School, Sheikh Mujib informed Hossain Shaheed Suhrawardy about water falling from the roof of the school and the problem of dormitory.

Leave a Reply