Bangabandhu Sheikh Mujib Quiz

সেই সমিতির নাম কী?

১৯৩৭ সালে গোপালগঞ্জ মিশন স্কুলে ভর্তির পর শেখ মুজিবুর রহমানকে পড়ানোর জন্য গৃহশিক্ষক হিসেবে কাজী আবদুল হামিদকে রাখা হয়। তিনি গোপালগঞ্জে একটি সমিতি গঠন করেন, যার মাধ্যমে গরিব ছেলেদের সাহায্য করা হতো। এজন্য মুষ্টি ভিক্ষার চাল উঠানো হতো মুসলমান বাড়ি থেকে। প্রত্যেক রবিবার থলি নিয়ে বাড়ি বাড়ি থেকে চাল উঠানো হতো এবং এই চাল বিক্রি করে গরিব ছেলেদের বই, পরীক্ষা ও অন্যান্য খরচ দেওয়া হতো। ঘুরে ঘুরে জায়গিরও ঠিক করে দিতেন কাজী আবদুল হামিদ। শেখ মুজিবকে অনেক কাজ করতে হতো তাঁর সঙ্গে। হঠাৎ যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে কাজী আবদুল হামিদ মারা গেলে ওই সেবা সমিতির ভার নেন শেখ মুজিব এবং অনেক দিন তিনি এটি পরিচালনা করেন।

প্রশ্নঃ সেই সমিতির নাম কী?

১। মুসলিম সেবা সমিতি

২। স্বাধীনতা সংঘ

৩। টুঙ্গিপাড়া স্পোর্টস ক্লাব

৪। মুসলিম ক্লাব

উত্তরঃ সেই সমিতির নাম মুসলিম সেবা সমিতি।

Bangabandhu Sheikh Mujib Quiz

After admission in Gopalganj Mission School in 1936, Kazi Abdul Hamid was hired as a tutor to teach Sheikh Mujibur Rahman. He formed an association in Gopalganj through which poor boys were helped. For this, a handful of begging rice was taken from Muslim houses. Every Sunday, rice was picked up from house to house in sacks and sold to the poor boys for books, exams and other expenses. Kazi Abdul Hamid used to fix the jagir in turn. Sheikh Mujib had a lot to do with him. When Kazi Abdul Hamid died suddenly of tuberculosis, Sheikh Mujib took charge of the service association and he managed it for many days.

Q: What is the name of the association?

1. Muslim Service Association

2. Independence Association

3. Tungipara Sports Club

4. Muslim Club

Answer: The name of that association is Muslim Service Society.

Leave a Reply