১৬ই  ডিসেম্বর  বিজয়  দিবসের  শুভেচ্ছা  বার্তা

১৬ই  ডিসেম্বর  আমাদের  বিজয়  দিবস  এবং  এই  গৌরবোজ্জ্বল  এবং  বাঙালির  জীবনে  এত  গৌরবের  দিনে  সবাইকে  শুভেচ্ছা  জানানো  প্রয়োজন।  বিজয়  দিবসে  আমরা  একে  অন্যকে  শুভেচ্ছা  জানানোর  জন্য  বিভিন্ন  ধরনের  শুভেচ্ছা   বার্তা  খুঁজেথাকি।  আমরা  আপনাদের  জন্য  নিয়ে  এসেছি  ১৬ই  ডিসেম্বর  বিজয়  দিবসের  বেশ  কিছু  শুভেচ্ছা  বার্তা।  এই  শুভেচ্ছা  বার্তাগুলো  দ্বারা  বিজয়  দিবসে  আপনি  আপনার  কাছের  প্রিয়জন  আপনজন  এবং  আপনার  শুভাকাঙ্ক্ষীদের  শুভেচ্ছা  জানাতে  পারবেন।  বিজয়  দিবসের  এই  শুভেচ্ছা  বার্তাগুলো  আমাদের  বাঙালিকে  পরিচয়  করিয়ে  দেবে  আমাদের  অতীত  ঐতিহ্যের  ও  ইতিহাসের  সাথে।  পরিচয়  করিয়ে  দেবে  সেই১৯৭১  সালের  রক্তক্ষয়ী  যুদ্ধের  মাধ্যমে  আমরা  যে  গৌরবের  স্বাধীনতার  স্বাদ  পেয়েছি।

১৬ ডিসেম্বর উপলক্ষে বক্তব্য

১৬ই  ডিসেম্বর  বিজয়  দিবসের  কিছু  শুভেচ্ছা  বার্তা  তুলে  ধরা  হলো।  যেগুলো  আপনি  শেয়ার  করতে  পারেন  আপনার  বন্ধু   প্রিয়জন  এবং  শুভাকাঙ্ক্ষীদের  সাথে।

১.”এক  সাগর  রক্তের  বিনিময়ে;  বাংলারস্বাধীনতা  আনলে  যারা,  আমরা  তোমাদের  ভুলবো  না।”

২. লাল- সবুজের  পতাকা  মানে  আমার  স্বপ্ন,  আমার  স্বাধীনতা,  আমার  ভালোবাসা।

৩. লাল – সবুজের  পতাকা  মানেই  তুমি,  আমি,  আমরা  কেউ  আর  বিচ্ছিন্ন  নই;  আমরা  এক, আমরা  বাঙালি,  আমরা  বাংলাদেশী,  আমরা  স্বাধীন।

৪. ৭  জন  বীরশ্রেষ্ঠ,  ৩০য়লক্ষাধিক  শহীদ,  একটি  লাল  সবুজের  পতাকা=বাংলাদেশ।

৫. একটি  নাম  শেখ  মুজিবুর  রহমান  মানেই  তোমার  আমার  স্বাধীনতা;  আমাদের  বাংলাদেশ।

৬. একটি  বাংলাদেশ  তুমি  জাগ্রত  জনতার,  সারা  বিশ্বের  বিস্ময়;  তুমি  আমার  অহংকার।

বিজয় দিবসের ছবি ডাউনলোড

৭. আমরা  বাঙালি,  আমরা  বাংলাদেশী,  আমরা  একে  অন্যের  সাথে  এতটাই  জড়িয়ে  আছি  যে;  আমরা  একটি  ফুলকে  বাঁচানোর  জন্যেও  যুদ্ধ  করতে  পারি।  আর  এ  তো  আমাদের  স্বাধীনতা  আমাদের  বিজয়।এর  চেয়ে  গৌরব  আমাদের  আর  কি  হতে  পারে।

৮. যে  মাটিতে  সোনার  ফসল  ফলে,  যে  মাটি  তোমার  আমার  কথা  বলে,  সে  মাটি  অন্যের  হতে  দিতে  পারে  কি  করে?  যার  ফলেই  আজআমাদের  স্বাধীনতা,   আমাদেরবিজয়, আমরা  গর্বিত।

৯. যে  মাটি  মায়ের  মতো  কথা  বলে,  মায়ের  মতো  মমতায়  জড়িয়ে  রাখে,  সে  মাকে  আমরা  অন্যের  হাতে  তুলে  দিই  কি  করে ? আমরা  স্বাধীনতা  চেয়েছি,  আমরা  জয়  করতে  পেরেছি। ‘শুভ  বিজয়  দিবস’ ।

১০. ১৬ইডিসেম্বর  শুধু  ক্যালেন্ডারের  পাতায়  একটি  নির্দিষ্ট  তারিখ  নয়,  এটি  পুরো  বাঙালি,  পুরো  বাংলাদেশী,  পুরো  বাংলাদেশ,  আমাদের  বিজয়।

১১.  যদিবিজয়  বলতে  কিছু  বুঝে  থাকি  তবে  তা  বাংলাদেশের  বিজয়  দিবস।  যা  শুনলেই  আমাদের  গায়ে  কাঁটা  দেয়;  আমরা  সিউড়ে  উঠি।  ৩০  লক্ষাধিক  বাঙালি  সন্তান  জীবন  দিয়েছেন  আমাদের  এই  মাটির  জন্য,  আমরা  তোমাদের  ভুলবো  না।

১১.  অমর  হোক,  অমর  হোক,  বিজয়  দিবস  অমর  হোক।

বিজয়  দিবস,  বিজয়  দিবস,  অমর  হোক  অমর  হোক।

১২. ১৬ইডিসেম্বর  আমাদের  বিজয়  দিবস।কোন  কিছুর  বিনিময়েই  আমরা  তা  ভুলবো  না।  আমরা  আমাদের  হৃদয়ের  লালিত  পালিত  করবো,  ছড়িয়ে  দেবো  আমাদের  শিরা  উপশিরায়।  আমাদের  প্রজন্মের  পর  প্রজন্ম  জানবে  আমাদের  এই  গৌরবোজ্জ্বল  ইতিহাস  গৌরবের  কথা।  সবাইকে  ১৬  ই  ডিসেম্বর  বিজয়  দিবসের  শুভেচ্ছা।

১৬ই  ডিসেম্বর  বিজয়  দিবসের  শুভেচ্ছা  বক্তব্য

১৬ই  ডিসেম্বর  বিজয়  দিবসের  শুভেচ্ছা  বক্তব্য  সম্পর্কে  জানা  প্রয়োজন।  বিজয়  দিবস  উপলক্ষে  ১৬ই  ডিসেম্বর  স্কুল  কলেজ  বিভিন্ন  শিক্ষা  প্রতিষ্ঠানসহ  বিভিন্ন  এনজিও  এবং  বিভিন্ন  প্রতিষ্ঠানে  বিভিন্ন  মানুষকে  ১৬ই  ডিসেম্বর  বিজয়  দিবসের  শুভেচ্ছা  বক্তব্য  প্রদান  করতে  হয়।

 এখানে  আপনি  বিজয়  দিবসের  বক্তব্য  প্রদান  করার  জন্য  সংক্ষেপে  ১৯৭১  সালের  ৯  মাস  রক্তক্ষয়ী  যুদ্ধের  মাধ্যমে   ৩০  লক্ষ  শহীদের  প্রাণের  বিনিময়ে  ঠিক  যেভাবে  আমরা  আমাদের  স্বাধীনতা  পেয়েছি,  আমরা  বিজয়  অর্জন  করেছি  আমাদের  গৌরব  ও  সাফল্যের  কথা  পর্যায়ক্রমে  বর্ণনা  করবেন।  আপনার  শুভেচ্ছা  বক্তব্য  দুই  থেকে  পাঁচ- সাত  মিনিট  পর্যন্ত  হতে  পারে।  তবে  খেয়াল  রাখতে  হবে  তথ্য  নির্ভুল  এবং  যা  অডিয়েন্সকে  আকর্ষণ  করবে।  আপনার  বক্তব্য  শুনে  যেন  পরবর্তী  প্রজন্ম  অনেক  বেশি  উৎসাহী  হয়  আমাদের  বাংলা  বাঙালির  ইতিহাস,  আমাদের  স্বাধীনতা,  আমাদের  বিজয়  দিবসসম্পর্কে  জানতে।

এখানে  আপনি  কিছু  ছোট  ছোট  ১৬ই  ডিসেম্বরের  বিজয়  দিবসের  শুভেচ্ছা  বার্তাও  তুলে  ধরতে  পারেন।

১৬ই  ডিসেম্বর  বিজয়  দিবসের  শুভেচ্ছা  ব্যানার

১৬ই  ডিসেম্বর  বিজয়  দিবস  উপলক্ষেবিভিন্ন  প্রতিষ্ঠান  কর্তৃক  র‍্যা্যালির   আয়োজন  করা  হয়  এবংর‍্যালির  প্রথম  সারিতে  একটি  শুভেচ্ছা  ব্যানার  নেয়া  হয়।  এই  শুভেচ্ছা  ১৬ই  ডিসেম্বর  বিজয়  দিবসের  শুভেচ্ছা  ব্যানারে  আপনি  ১৬ই  ডিসেম্বর  নিয়ে  বিজয়  দিবস  উপলক্ষে  ছোট  ছোট  শুভেচ্ছা  বার্তা  দিতে  পারেন।  যেগুলো  আমরা  উপরেই  উল্লেখ  করেছি।  এই  শুভেচ্ছা  বার্তা  প্রদানের  মাধ্যমে  ১৬ই  ডিসেম্বর  বিজয়  দিবসের  শুভেচ্ছা  ব্যানার  অনেক  বেশি  আকর্ষণীয়  হয়,  যা  সহজেই  সবার  নজর  কাড়ে।

উপসংহার

১৬ই  ডিসেম্বর  আমাদের  বিজয়  দিবস।  ১৬ই  ডিসেম্বর  বিজয়  দিবস  ২০২২  এইবার  শুক্রবার  পড়েছে।  এই  বিজয়  দিবস  উপলক্ষে  পুরো  বাংলাদেশ  সেজে  উঠবে  রঙিন  হয়ে।  আমরা  বিজয়ের  উল্লাসে  মেতে  উঠবো  সবাই।  সবাই  যেন  অনেক  বেশি  অনুপ্রাণিত  হয়  এই  বিজয়  দিবস  উদযাপন  করতে  তাই  আমরা  সবাইকে  ১৬ই  ডিসেম্বর  বিজয়  দিবস  শুভেচ্ছা  বার্তা  পাঠাতে  চাই।  আমাদের  বর্তমান  ও  পরবর্তী  প্রজন্মকে  উৎসাহিত  করতে  চাই  আমাদের  এই  বিজয়  দিবস  উপলক্ষে  আনন্দ  আয়োজন  করতে।শুভবিজয়  দিবস,  অমর  হোক  অমর  হোক।

১৬ইডিসেম্বর  বিজয়  দিবস  সম্পর্কে  কিছু  কথা

১৬ই  ডিসেম্বর  বাঙালির  জীবনে  একটি  গৌরবে  গাঁথা  অবিস্মরণীয়  ঘটনা।  আমাদের  বাংলাদেশীদের  জীবনে   যতগুলো  অবিস্মরণীয়  গৌরবোজ্জ্বল  ও  ঐতিহাসিক  ঘটনা  রয়েছে   তার  মধ্যে  সর্বোত্তম  অবিস্মরণীয়  এবং  গৌরবোজ্জ্বল  ঘটনা  হচ্ছে  আমাদের  বিজয়  দিবস।

৯  মাস  রক্তক্ষয়ী  যুদ্ধের  পর  ৩০  লক্ষাধিক  শহীদের  প্রাণের  বিনিময়ে  ১৬ই  ডিসেম্বর,  ১৯৭১  সালে  আমরা  পেয়েছি  আমাদের  স্বাধীনতা,  আমাদের  বিজয়।  আমরা  পেয়েছি  স্বাধীন  দেশের  লাল-সবুজের  পতাকা, পেয়েছি  স্বাধীনতার  স্বাদ।  এই  যে  এক  অনুভূতি  যা  কয়েক  কথার  মধ্যে  ব্যক্ত  করা  সম্ভব  নয়।  আমাদের  নতুন  প্রজন্মের  কাছে  আমাদের  এই  গৌরবোজ্জ্বল  বিজয়  দিবস  সম্পর্কে  অবগত   করতে  হবে।

Total Views: 32 ,