Class 6 15th Week Assignment Answer 2021
Class 6 Science 15th Week Assignment 2021
বিষয়: বিজ্ঞান, অ্যাসাইনমেন্ট নম্বর: ০৪, ৬ষ্ঠ শ্রেণির ১৫তম সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট,
অধ্যায় ও অধ্যায়ের শিরােনাম: অধ্যায়-পঞ্চম; সালােকসংশ্লেষণ।
অ্যাসাইনমেন্ট:
অর্ক ছােট একটা টবে পেঁয়াজ লাগিয়ে জানালার পাশে রােদের আলােতে রেখে দিয়েছে। কিছুদিন পর এর সবুজ পাতা গজিয়ে বেশ বড় হয়েছে। সে বেশ পুলকিত হয়ে প্রতিদিন এটি পর্যবেক্ষণ করছে। তার বড় ভাই তাকে জানালাে যে, এখানে একটি বিশেষ প্রক্রিয়া ঘটছে যার মাধ্যমে পরিবেশে অক্সিজেন ছড়াচ্ছে। এ বিষয়টি পরীক্ষণের জন্য হাইড্রিলা উদ্ভিদ ব্যবহার করে অক্সিজেন বের হওয়ার ঘটনা দেখা যাবে।
১. এই বিশেষ প্রক্রিয়াটির নাম কী? কেন এটি শুধু সবুজ উদ্ভিদেই ঘটে?
২. সামগ্রিক প্রক্রিয়াটি দেখাও এবং অক্সিজেন বের হওয়ার, পরীক্ষাটি করার জন্য হাইড্রিলা উদ্ভিদ ব্যবহার করার সুবিধা ব্যাখ্যা কর।
৩. এই প্রক্রিয়াটি না ঘটলে প্রাণিকূলের জন্য হুমকিস্বরুপ হবে কিনা- যৌক্তিকতা নিরুপন কর।
শিখনফল/বিষয়বস্তু:
ক. পাঠ ১-২: উদ্ভিদ কীভাবে খাদ্য প্রস্তুত করে।
খ. পাঠ ৩-৬: সালােকসংশ্লেষণ পদ্ধতি।
গ. পাঠ ৭ : জীব জগতে সালােকসংশ্লেষণের তাৎপর্য ও গুরুত্ব।
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):
১. শিক্ষার্থীরা বিশেষ প্রক্রিয়াটির নাম উল্লেখ করবে এবং যৌক্তিককারণ উল্লেখপূর্বক ব্যাখ্যা করবে।
২. সামগ্রিক প্রক্রিয়াটি সমীকরণের মাধ্যমে দেখাবে এবং পরীক্ষণে হাইড্রিলা উদ্ভিদ ব্যবহার করা হওয়ার কারণ ব্যাখ্যা করবে।
৩. যৌক্তিকতা উল্লেখপূর্বক মতামত লিখবে।
2021 Class 6 Science 15th Week Assignment Answer
Class 6 15th Week Work and Life Oriented Education Assignment
বিষয়: কর্ম ও জীবনমুখী শিক্ষা, অ্যাসাইনমেন্ট নম্বর: ০৩, ৬ষ্ঠ শ্রেণির ১৫তম সপ্তাহের কর্ম ও জীবনমুখী শিক্ষা অ্যাসাইনমেন্ট
অধ্যায় ও অধ্যায়ের শিরােনাম:অধ্যায়-প্রথম; কর্মেই আনন্দ
অ্যাসাইনমেন্ট: তােমার পরিবারের কায়িকশ্রম ও মেধাশ্রমের একটি তালিকা প্রস্তুত কর। এর মধ্যে কোন ধরণের শ্রমকে তুমি অধিক গুরুত্বপূর্ণ বলে মনে। করাে? কেন?
শিখনফল/বিষয়বস্তু:
ক. পাঠ ১-২: কায়িক শ্রমের পরিচয়।
খ. পাঠ ১৩-২৫: কায়িক শ্রম ও এর অনুশীলন।
গ. পাঠ ২৬: মেধাশ্রম পাঠ ২৭-৩১: মেধাশ্রম ও এর অনুশীলন।
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):
১. কায়িক শ্রম ও মেধাশ্রমের ধারণা দিবে।
২. তার পরিবারের কায়িকশ্রম ও মেধাশ্রমের কাজগুলাে ভাগ করে সাজাবে।
৩. তার পরিবারের কোন ধরণের কাজকে সে অধিক গুরুত্বপুর্ণ বলে মনে করে? তা যুক্তিসহ লিখবে।