
Class 6 Agriculture 6th Week Assignment Answer. ক্লাস ৬ এর কৃষিশিক্ষা ষষ্ঠ সপ্তাহের এসাইনমেন্ট সমাধান। Krishi Sikkha 6 Soptaher Assignment Er Uttor ba Somadhan. 2nd & Last Agriculture Assignment Solve 2020.
Class 6 Agriculture 6th Week Assignment Question & Solution
অধ্যায় ও বিষয়বস্তুর শিরােনাম
তৃতীয় অধ্যায়: কৃষি উপকরণ
পাঠ-১ মাটির গঠন
পাঠ-২ মাটির প্রকারভেদ
পঞ্চম অধ্যায়: কৃষিজ উৎপাদন
পাঠ-১ উদ্যান ফসলের পরিচিত ও অর্থনৈতিক গুরুত্ব
এ্যাসাইনমেন্ট / নির্ধারিত কাজ ২
সৃজনশীল প্রশ্ন: ১) ষষ্ঠ শ্রেণির কৃষি শিক্ষা ক্লাসে মাটি বিষয়ে শিক্ষক বললেন, সব ধরনের ফসল একই ধরনের মাটিতে চাষ করা সম্ভব নয়। আলু, গম, পাট, তরমুজ, বাদাম, বাধাকপি ইত্যাদি ফসলগুলাে চাষের জন্য ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের মাটি প্রয়ােজন হয়। শিক্ষক আরও বললেন এমন এক ধরনের মাটি আছে যার অর্ধেক বালিকণা আর বাকি অর্ধেক পলিকণা ও কীদা যুক্ত হয়।
ক) উদ্দীপকের প্রদত্ত ফসলগুলো চাষের উপযােগী মাটির প্রকারভেদ অনুযায়ী তালিকা তৈরি কর।
মূল্যায়ন নির্দেশক
১। ক)
তালিকা তৈরিতে সঠিকতা
নির্ভুল তথ্য উপস্থাপন
খ)
বিষয়বস্তুর সঠিক ধারণা প্রদান
পাঠ্যপুস্তক ও উদ্দীপকের আলােকে ধারণার সঠিক ব্যাখ্যা।
বিষয়বস্তুর ধারণার আলােকে সংশ্লেষণ/বিশ্লেষণ/যুক্তি উপস্থাপন
২।
তালিকা তৈরিতে সঠিকতা
নির্ভুল তথ্য উপস্থাপন
প্রতিটির কমপক্ষে দুটি করে অর্থনৈতিক গুরুত্ব উল্লেখ ।