সংবাদ পাইলাম, কাবুলিওয়ালার সহিত যৌক্তিকতা নিরুপণ

Class 7 Bangla Assignment Answer, Government Assignment, Bangla 1st paper Assignment, Bangla 2nd Paper Assignment, বাংলা এ্যাসাইমেন্ট, সপ্তম শ্রেণির এ্যাসাইমেন্ট, ৭ম শ্রেণির বাংলা এ্যাসাইমেন্ট সমাধান, এ্যাসাইমেন্ট ১০০% সঠিক উত্তর, 1st Week Class 7 Bangla Assignment Answer 2021, DSHE Assignment 2021

কোভিড-১৯ পরিস্থিতিতে ২০২১ শিক্ষাবর্ষের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ ও মূল্যায়ন নির্দেশ শ্রেণি: ৭ম

Assessment-Concept

Assignment Info

  • এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ: ০১
  • অধ্যায় ও বিষয়বস্তুর শিরােনাম: গদ্য
  • পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তু: কাবুলিওয়ালা রবীন্দ্রনাথ ঠাকুর
  • এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ: যৌক্তিকতা নিরুপণ
  • নির্দেশনা: শিক্ষার্থীরা বাংলা ব্যাকরণ ও নির্মিতি বইয়ের সাধুরীতির ৪-৫টি বৈশিষ্ট্য লিখবে। উল্লিখিত পাঠ থেকে সর্বনাম, ক্রিয়াপদ, অব্যয় ও তৎসম শব্দের দৃষ্টান্ত চিহ্নিত করবে। যৌক্তিকতা সহ উপসংহার লিখবে।

Solve-Share

1st Week Class 7 Bangla Assignment Answer 2021

Class-7-Bangla-Assignment

প্রশ্ন: সংবাদ পাইলাম, কাবুলিওয়ালার সহিত যৌক্তিকতা নিরুপণ

নিচে উল্লিখিত অংশটি সাধুরীতিতে রচিত। উপযুক্ত কারণ দেখিয়ে তার যৌক্তিকতা তুলে ধর। ‘সংবাদ পাইলাম, কাবুলিওয়ালার সহিত মিনির এই যে দ্বিতীয় সাক্ষাৎ তাহা নহে, ইতােমধ্যে সে প্রায় প্রত্যহ ‘আসিয়া পেস্তা বাদাম ঘুষ দিয়া মিনির ক্ষুদ্র হৃদয়টুকু অনেকটা অধিকার করিয়া লইয়াছে।

উত্তরঃ নিচের ৭ম শ্রেণির বাংলা ১ম সপ্তাহের এ্যাসাইমেন্ট এর ১০০% সঠিক সমাধান দেওয়া হলো।

সাধুরীতির কয়েকটি বৈশিষ্ট্য সর্বনাম, অব্যয় পদ, তৎসম শব্দের উদাহরণ 

215245-Kalerkantho-2020-02-21-1

সাধুরীতির পাঁচটি বৈশিষ্ট্য হলো-

সাধু ভাষারীতি সর্বজনগ্রাহ্য লেখার ভাষা।
এ ভাষারীতি সুনির্দিষ্ট ব্যাকরণের নিয়ম মেনে চলে।
সাধু ভাষারীতিতে সর্বনাম, ক্রিয়া, অব্যয় ও অনুসর্গের পূর্ণরূপ ব্যবহৃত হয়।
এ ভাষা গুরুগম্ভীর ও আভিজাত্যপূর্ণ।
এ ভাষা অপেক্ষাকৃত দুর্বোধ্য এবং এর গতি মন্থর।

উল্লিখিত পাঠে-

সর্বনাম পদঃ- এই, তাহা, সে।
ক্রিয়া পদঃ- পাইলাম, আসিয়া, ঘুষ দিয়া, করিয়া, লইয়াছে।
অব্যয় পদঃ- যে।
তৎসম শব্দঃ- সাক্ষাৎ, সহিত, প্রত্যহ ইত্যাদি।

সাধুরীতির কয়েকটি বৈশিষ্ট্য সর্বনাম, অব্যয় পদ, তৎসম শব্দের উদাহরণ। যৌক্তিকতা ও উপসংহার-

উপরে উল্লেখিত অংশটি সাধু রীতিতে রচিত। কারণ, আমরা জানি সাধু ভাষায় ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপ পূর্ণাঙ্গ। যেমন- তাহা, পাইলাম, আসিয়া, ঘুষ দিয়া, করিয়া, লইয়াছে ইত্যাদি। উল্লিখিত অংশটি সুনির্ধারিত ব্যাকরণের অনুসারী। সাধু ভাষারীতির বৈশিষ্ট্য থেকে বলা যায়, উপরে উল্লেখিত অংশটি সাধু রীতিতে রচিত।

মূল্যায়ন রুব্রিক্স

  • ১. অতি উত্তম- ১। বিষয়বস্তুর সঠিকতা, ২। যথাযথ দৃষ্টান্ত, ৩। বানান শুদ্ধতা, ৪। মৌলিকতা/নিজস্বতা
  • ২. উত্তম- ১টির ক্ষেত্রে ঘাটতি
  • ভালো- ২-৩টির ঘাটতি
  • অগ্রগতি প্রয়োজন- সকলক্ষেত্রেই ঘাটতি

DSHE Assignment 2021

Leave a Reply