
Class 8 Agriculture 6th Week Assignment Answer. ক্লাস ৮ / অষ্টম শ্রেণীর এর কৃষিশিক্ষা ষষ্ঠ সপ্তাহের এসাইনমেন্ট সমাধান। Oshtom Srenir Krishi Sikkha 6 Soptaher Assignment Er Uttor ba Somadhan. Class Eight 2nd & Last Agriculture Assignment Solve 2020.
Class 8 Agriculture 6th Week Assignment Question & Solution
অধ্যায় ও বিষয়বস্তুর শিরােনাম
পঞ্চম অধ্যায়: (কৃষিজ উৎপাদন) পাঠ-৯ মিশ্র (মাছ) চাষের জন পুকুর প্রস্তুতি
ষষ্ট অধ্যায়: (বনায়ন) পাঠ- ২ নার্সারি তৈরির কৌশল
এ্যাসাইনমেন্ট / নির্ধারিত কাজ ২
সৃজনশীল প্রশ্ন:
১। সখিপুর গ্রামের মিনারা বেগম বাড়ির পাশের ৫ শতক জমির পুকুরে রুই, কাতলা, সিলভার কার্প ও কার্পিও জাতের মাছ চাষের উদ্যোগ নেন। এজন্য তিনি মৎস্য কর্মকর্তার পরামর্শ নিয়ে প্রয়ােজনীয় চুন, সার প্রয়ােগ করে পুকুর প্রস্তুত করেন।
ক) মিনারা বেগম পুকুরে কি পরিমাণ ইউরিয়া সার প্রয়ােগ করেছিলেন? নির্ণয় কর।
খ) মিনারা বেগমের উদ্যোগটি মূল্যায়ন কর।
২। পলিব্যাগে চারা তৈরী সুবিধাজনক কেন? ব্যাখ্যা কর।
মূল্যায়ন নির্দেশক
১।
ক)
- পাঠ্যপুস্তকের আলােকে ধারণা প্রদান
- সঠিক ধারণা সাপেক্ষে সারের পরিমাণ নির্ণয়
খ)
- বিষয়বস্তুর ধারণা প্রদান
- পাঠ্যপুস্তক ও উদ্দীপকের আলােকে ব্যাখ্যা প্রদান
- বিষয়বস্তুর ধারণা ও উদ্দীপকের আলােকে সংশ্লেষণ/বিশ্লেষণ/সিদ্ধান্ত গ্রহণ
২।
- বিষয়বস্তু সম্পর্কে ধারণা
- ধারণা সুবিধাজনক কেন? তার ব্যাখ্যা প্রদান