Class 8 Math 6th Week Assignment Answer (ষষ্ঠ শ্রেণীর ৬তম সপ্তাহের অংক / গণিত এসাইনমেন্ট সমাধান, সকল প্রশ্নের উত্তর) is available here. Get Class Eight Gonit, Ongko, Six soptaher Somadha.
Class 8 Math 6th Week Assignment Question & Solution
Class 8 Math 6th Week Assignment has been published today on the Internet. The questions are mentioned below for you. The solution to the question is attached to the link size. You can easily get the solution by clicking on the question.
অধ্যায় ও বিষয়বস্তুর শিরােনাম
ষষ্ঠ অধ্যায়:
- দুই চলকবিশিষ্ট সরল সমীকরণের সমাধান।
- লেখচিত্রের সাহায্যে সরলসহ সমীকরণের সমাধান।
নবম অধ্যায়:
- সমকোণী ত্রিভুজ।
- পিথাগােরাসের উপপাদ্য।
অষ্টম অধ্যায়:
- চতুর্ভুজের প্রকারভেদ।
- চতুর্ভুজের ক্ষেত্রফল।
- চতুর্ভুজ অঙ্কন।
দশম অধ্যায়:
- বৃত্ত সম্পর্কিত আলােচনা।
- বৃত্তের ক্ষেত্রফল।
- বেলন বা সিলিন্ডারের ক্ষেত্রফল।
এ্যাসাইনমেন্ট / নির্ধারিত কাজ ৩
সৃজনশীল প্রশ্ন:
ক. প্রদত্ত তথ্যের আলােকে দুইটি সমীকরণ গঠন কর।
খ. প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করে, তাদের দুইজনের বর্তমান বয়স নির্ণয় কর।
গ. ‘ক’ হতে প্রাপ্ত সমীকরণদ্বয় লেখের সাহায্যে সমাধান করে, ‘খ’ এর উত্তরের সত্যতা যাচাই কর।
সংক্ষিপ্ত প্রশ্ন: ক
১. পিথাগােরাসের উপপাদ্যটি বিবৃত কর?
২. একটি সমকোণী ত্রিভুজের একটি বাহু ও অতিভুজের অনুপাত 5:13 হলে, অপর বাহু কত?
৩. কোন ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যের এমনভাবে অনুপাত লিখ, যা দ্বারা একটি সমকোনী ত্রিভুজ আঁকা সম্ভব?
৪. ABC ত্রিভুজের AB2 = BC2 + CA2 হলে, কোন কোণটি সমকোণ হবে?
সংক্ষিপ্ত প্রশ্ন: খ
১. আয়ত এবং আয়তক্ষেত্রের মধ্যে পার্থক্য কোথায়?
২. ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লিখ।
৩. ঘনক আর ঘনবস্তুর মধ্যে পার্থক্য কোথায়?
৫. একটি চতুর্ভুজ আঁকতে কমপক্ষে কয়টি অনন্য নিরপেক্ষ উপাত্তের প্রয়ােজন?
৬. যে কোন সরলরেখা একটি বৃত্তকে সর্বাধিক কয়টি বিন্দুতে ছেদ করতে পারে?
৭. একটি চাকার ব্যাসার্ধ 34 সে.মি. হলে, চাকাটি একবার ঘুরলে কত সে.মি, দূরত্ব অতিক্রম করবে?
সৃজনশীল প্রশ্ন: ০৩
১. কোনাে বর্গের পরিসীমা 12 সে.মি. এবং একটি আয়তের বাহুর দৈর্ঘ্য 2 সে.মি.।
খ. অঙ্কনের বিবরণসহ উদ্দীপকের আলােকে বর্গটি আঁক।
গ. ‘খ’ তে অঙ্কিত বর্গের কর্ণকে উদ্দীপকের আয়তের কর্ণ ধরে, আয়তটি আঁক। (অঙ্কনের বিবরণসহ)
মূল্যায়ন নির্দেশক
১. দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ গঠন করে বাস্তব সমস্যার সমাধান করতে পারা।
সংক্ষিপ্ত প্রশ্ন: ক
- পিথাগোরাসের সূত্র ব্যবহার করতে পারা।
সংক্ষিপ্ত প্রশ্ন: খ
- বিভিন্ন ধরনের চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারা।
- বেলন ও বৃত্তের সংক্রান্ত সমস্যা সমাধান করতে পারা।
৩. তথ্য ও উপাত্তের মাধ্যমে বর্গ ও আয়ত নির্ণয় করতে পারা।