যারা ক্যারিয়ার শিক্ষা এ্যাসাইমেন্টের সমাধান খুজছেন তাদের জন্য আমাদের এই পোষ্ট। ১০ম সপ্তাহের ৯ম শ্রেণির এ্যাসাইনমেন্ট ২০২১ চলমান রয়েছে। বেশ কয়েকবার লকডাউনের জন্য এ্যাসাইমেন্ট স্থগিত ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়। তারপরও এক এক করে এইভাবেই ৯টি সপ্তাহ শেষ করে শিক্ষার্থী। সম্প্রতি প্রকাশিত হয় ৯ম শ্রেণি ১০ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট। যেখানে ক্যারিয়ার শিক্ষা বিষয় নিয়ে প্রশ্ন করা হয়েছে। আশা করি ৯ম শ্রেণির শিক্ষার্থীদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। যেসকল শিক্ষার্থীরা ক্যারিয়ার শিক্ষা বিষয়টি নিয়ে চিন্তিত তাদের জন্য আমাদের নমুন উত্তর গুলো দেওয়া রয়েছে। যাতে করে আপনি ৯ম শ্রেণির ক্যারিয়ার শিক্ষা ১০ম সপ্তাহের এ্যাসাইমেন্টটি খুব সহজে উত্তর করে দ্রুত জমা দিতে পারেন। নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।
১০ম সপ্তাহের ৯ম শ্রেণির এ্যাসাইনমেন্ট ২০২১
এ্যাসাইমেন্ট বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত বিষয়। প্রতিটি শিক্ষার্থীকে বাধ্যতামূলক এ্যাসাইমেন্ট করতে বলা হয়েছে। যারা এ্যাসাইমেন্টে অংশগ্রহণ করবে না তাদের পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করা হবে না। তাই সকলের অংশগ্রহণ করা অতি জরুরি। এ্যাসাইমেন্ট খুবই সহজ একটা বিষয়। আপনার পাঠ্য বিষয়ের ভেতর থেকে প্রশ্ন করা হয় এবং সেগুলোর উত্তর লিখে আপনাকে জমা দিতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী এটি কয়েক সপ্তাহ চলমান থাকবে।
৯ম শ্রেণি ১০ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট ক্যারিয়ার শিক্ষা
ক্যারিয়ার শিক্ষা অ্যাসাইনমেন্ট
- বিষয়ঃ ক্যারিয়ার শিক্ষা, এ্যাসাইনমেন্ট নং-১
- অধ্যায় ও শিরােনামঃ প্রথম অধ্যায়: আমি ও আমার ক্যারিয়ার
- পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তুঃ • ক্যারিয়ারের ধারণী • ক্যারিয়ারের বিকাশ • ক্যারিয়ার শিক্ষার গুরুত্ব • আমি, আমার শিক্ষা ও ক্যারিয়ার • কর্মজগৎ ও আমি • আমার আগ্রহ, যােগ্যতা ও মূল্যবােধ • আমার যােগ্যতা ও দক্ষতা • কর্মক্ষেত্রে মুল্যবােধ • আমার স্বপ্নের ক্যারিয়ার
১০ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ
৩। তুমি ভবিষ্যতে কী হতে চাও? কেন? তােমার ভবিষ্যৎ স্বপ্ন পূরণে কী কী যােগ্যতা অর্জন করতে হবে বলে তুমি মনে কর তা লিপিবদ্ধ কর।
নির্দেশনা
১। ক) প্রয়ােজনে পাঠ্যপুস্তকের সাহায্য নিতে বলুন। খ) এ্যাসাইনমেন্টটি শিক্ষার্থীদের বুঝিয়ে বলুন এবং নির্ধারিত সময়ে জমা নিন।
২। ক) বিষয়বস্তু সম্পর্কে ধারনা দিয়ে নির্দেশনা প্রদান করুন। খ) এ্যাসাইনমেন্টটি নির্ধারিত সময়ে জমা নিন।
৩। (ক) পাঠ্যপুস্তকের সাহায্য নিতে বলুন। খ) এ্যাসাইনমেন্টটি শিক্ষার্থীদের বুঝিয়ে বলুন এবং নির্ধারিত সময়ে জমা নিন।
৯ম শ্রেণির এ্যাসাইনমেন্ট ক্যারিয়ার শিক্ষা ১০ম সপ্তাহ ২০২১ উত্তর
মূল্যায়ন রুব্রিক্স
অতি উত্তম ঃ
১। লেখায় নিজস্বতা ও সৃজনশীলতা প্রকাশ।
২। ধারাবাহিকভাবে গুছিয়ে লিখতে পারা।
৩। বাক্য গঠন ও বানান ঠিক থাকা।
উত্তম ঃ
১। লেখায় নিজস্বতা ও আংশিক সৃজনশীলতা প্রকাশ।
২। ধারাবাহিকভাবে গুছিয়ে লিখতে পারা।
৩। বাক্য গঠন ও বানান ঠিক থাকা।
ভালাে ঃ
১। লেখায় নিজস্বতা ও আংশিক সৃজনশীলতা প্রকাশ।
২। ধারাবাহিকভাবে আংশিক গুছিয়ে লিখতে পারা।
৩। বাক্য গঠন ও বানান আংশিক অশুদ্ধ।
অগ্রগতি প্রয়ােজন ঃ
১। লেখায় নিজস্বতা ও সৃজনশীলতার অভাব।
২। ধারাবাহিকভাবে গুছিয়ে লিখতে না পারা।
৩। বাক্য গঠন ও বানান অশুদ্ধ।
শেষ কথা
ধন্যবাদ যারা গুরুত্ব সহকারে আমাদের এই আর্টিকেলটি পড়েছেন এবং সমাধানটি সংগ্রহ করেছেন। আশা করি সকলে আমাদের সমাধানটি পেতে আনন্দিত হয়েছেন। সমাধানে যদি কোন ভুল থাকে তাহলে আমাদের জানাবেন আমরা দ্রুত সেটি নিয়ে কাজ করবো। পরবর্তী এ্যাসাইমেন্টটি পেতে আমাদের সাথে থাকুন।