Class 9 Accounting 6th Week Assignment Question & Solution
অধ্যায় ও বিষয়বস্তুর শিরােনাম
সপ্তম অধ্যায়: খতিয়ান
অষ্টম অধ্যায়: নগদান বই
এ্যাসাইনমেন্ট / নির্ধারিত কাজ ৩
ক) নিম্নলিখিত লেনদেনগুলাে হতে সংশ্লিষ্ট খতিয়ানগুলাে চলমান জের ছকে প্রস্তুত কর।
শ্রাবণী ট্রেডার্স ২০২০ সালের ১ জুন নগদ ৫০,০০০ টাকা ব্যবসায়ে বিনিয়ােগ করে।
জুন–৫, পণ্য বিক্রয় ধারে ১,৩০,০০০ টাকা
জুন-১০, দেনাদার হতে আদায় ১,০০,০০০ টাকা
জুন–২০, অতিরিক্ত মূলধন আনা হলাে ২০,০০০ টাক
খ) নিম্নলিখিত লেনদেনগুলাে দ্বারা জেরিন এন্টারপ্রাইজের দু’ঘরা নগদান বই প্রস্তুত কর।
[Ad]২০২০ জুলাই-১, হাতে নগদ ৮০,০০০ টাকা ও ব্যাংক উদ্বৃত্ত ১,০০,০০০ টাকা
জুলাই-২, নগদে পণ্য ক্রয় ২০,০০০ টাকা
জুলাই-৪, চেকের মাধ্যমে পণ্য বিক্রয় ৬০,০০০ টাকা
জুলাই–১০, ব্যাংক হতে উত্তোলন ২৫,০০০ টাকা
জুলাই-১৫, চেক দ্বারা আসবাবপত্র ক্রয় ৪০,০০০ টাকা
জুলাই–২০, ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায় ৫০,০০০ টাকা
জুলাই-২৫, চেকের মাধ্যমে দেনা পরিশােধ ২০,০০০ টাকা
মূল্যায়ন নির্দেশক
ক) খতিয়ানের সঠিক ছক ও শিরােনামসহ প্রতিটি লেনদেনের পােস্টিং এবং জের নির্ণয়ের সঠিকতা বিবেচনা করে দক্ষতা যাচাই এবং মন্তব্য প্রদান।
খ) দু’ঘরা নগদান বইয়ের ছক ও শিরােনামসহ প্রতিটি লেনদেনের পােস্টিং এবং জের নির্ণয়ের সঠিকতা যাচাই এবং মন্তব্য প্রদান।