স্বশিক্ষা অর্জনে বই পড়ার গুরুত্ব

Class 9 Bangla Assignment Answer, Government Assignment, Bangla Assignment, DHSE Gov bd Assignment, বাংলা এ্যাসাইমেন্ট, ৯ম শ্রেণির এ্যাসাইমেন্ট, ৯ম শ্রেণির বাংলা এ্যাসাইমেন্ট সমাধান, এ্যাসাইমেন্ট ১০০% সঠিক উত্তর, 1st Week Class 9 Bangla Assignment Answer 2021, Class 9 Bangla Assignment Solution (1st Week) DSHE Assignment 2021

কোভিড-১৯ পরিস্থিতিতে ২০২১ শিক্ষাবর্ষের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ ও মূল্যায়ন নির্দেশ শ্রেণি: ৯ম

Assessment-Concept

Assignment Info

Answer

  • এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ: ০১
  • অধ্যায় ও বিষয়বস্তুর শিরােনাম: গদ্য (প্রবন্ধ)
  • পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তু: বই পড়া প্রথম চৌধুরী
  • এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ: অনুচ্ছেদ রচনা: “স্বশিক্ষা অর্জনে বই পড়ার গুরুত্ব”
  • নির্দেশনা: ‘বই পড়া’ প্রবন্ধটির আলােকে শিক্ষার্থীরা অনুচ্ছেদটি রচনা করবে। প্রয়ােজনে বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি’ বই থেকে অনুচ্ছেদ লেখার নিয়ম অনুসরণ করবে।

1st Week Class 9 Bangla Assignment Answer 2021

1-page-019

প্রশ্ন: স্বশিক্ষা অর্জনে বই পড়ার গুরুত্ব

Solve-Share

উত্তরঃ নিচের ৯ম শ্রেণির বাংলা ১ম সপ্তাহের এ্যাসাইমেন্ট এর ১০০% সঠিক সমাধান দেওয়া হলো।

সুশিক্ষা মাত্রই স্বশিক্ষা। একজন মানুষ প্রথম শিক্ষা পেয়ে থাকে তার মায়ের থেকে বা পরিবারের থেকে।ে তারপর শুরু হয় লেখাপড়া ও বইপড়া। বই পড়ার মাধ্যমেই একজন মানুষ সুশিক্ষাই গড়ে ওঠে। বই পড়ার গুরুত্ব অপরিসীম। বই জ্ঞান বিস্তারের উপকরণ। মানব সভ্যতার ইতিহাসে বই এক অনন্য মহৎ সৃষ্টি মানুষের জীবনকে জ্ঞান কর্মে পুন্যে পবিত্রতায় ভরিয়ে তুলতে বিই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শিক্ষা সংস্কৃতির বিস্তারে বই ই একমাত্র মাধ্যম। সভ্যতার আগ্রগতির সঙ্গে সঙ্গে মানুষের শিক্ষা ও সংস্কৃতির ও অগ্রগতি ঘটে। বই পড়াও সভ্যতার সাথে মিশে রয়েছে। বই পড়ার আনন্দের চেয়ে মহৎ মিশে রয়েছে। বই পড়ার আনন্দের চেয়ে মহৎ আনন্দ আর নেই। বই চোখ ও মনের সংমিশ্রণে মস্তিকের সাহায্যে পড়তে হয়। পড়াশোনা না করলে জ্ঞান অর্জন করা যায় না। বই জ্ঞানের ভান্ডার। বই খুললে জ্ঞানের ভান্ডার ও খোলা হয়।

বই সম্পর্কে মনীষীদের কথা: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন “ধন বল, আয়ু বল” অন্যমনষ্ক ব্যক্তি ছাতা বল সংসারে কিচু মরণশীল পদার্থ আছে বাংলা বই হচ্ছে সকলের সেরা।” ক্লোরফম জন রামকিন বলেছেন যদি বইটা পড়ার মত তবে তা কেনার মত বই। ডিমসেস্ট স্ট্যারেট বলেছেন আমরা যখনই বই সংগ্রহ করি তখন আমরা আনন্দসই সংগ্রহ করি। পিয়ারসন স্মিথ বলেছেন যে বই পড়ে না তার মধ্যে মযাদা বোধ জন্মায় না। চালর্স ল্যাম্ব বলেছেন বই পড়তে যে ভালোবাসে তার শত্রু কম।

বই পড়া: সৈয়দ মুজতবা আলী বলেছেন পৃথিবীর আর সব সভ্য জাতি যতই চোখের সংখ্যা বাড়াতে ব্যস্ত আমরা ততই আরব্য উপন্যাসের একচোখা দৈত্যের মত ঘোঁও ঘৌও করি আর চোখ বাড়বার কথা তুলতেই চোখ রাডাই। চোখ বাড়াবার পন্থাটা কি? প্রথমত বই পড়া এবং তার জন্য দরকার বই পড়ার প্রবৃত্তি। সত্যি কথা এই যে বই পড়ার প্রচন্ড ইচ্ছে না থাকলে হাতের কাছে বই থাকলেও পড়তে ইচ্ছা করেনা। বই মানুষেকে অমরত্ব দেয়। বই মানুষের সুনাম বৃদ্ধি করে। বইয়ের সাহায্যে জ্ঞানের রাজ্যে ভ্রমণ করে। বই মানুষের কাছে অতীত, বর্তমান ও ভবিষ্যতের সেতু। বই পড়ে পৃথিবীর এক স্থান থেকে অন্য স্থানে এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ না করলেও সব কিছু দেখতে ও জানতে পারে। বইয়ের সাহায্যে মানুষ কল্পনার রাজ্যে যথেচ্ছা ভ্রমণ করতে পারে। বইয়ের সাথে সম্পর্ক মানুষের অনেক দিনের। বই মানুষের বিশ্বস্ত বন্ধু। বই পড়লেই মানুষের জ্ঞানের ভান্ডার পূর্ণ হয়। একটি মানুষকে স্বশিক্ষা ও সুশিক্ষায় পরিণত করতে বই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

মূল্যায়ন রুব্রিক্স

অতি উত্তম

১. বিষয়বস্তুর সঠিকতা ও ধারাবাহিকতা;
২. পাঠ্যপুস্তকের সাথে সঙ্গতিপূর্ণ;
৩. লেখায় লক্ষণীয় মাত্রায় নিজস্বতা ও সৃজনশীলতা;

উত্তম

১. বিষয়বস্তুর সঠিকতা ও ধারাবাহিকতা;
২. পাঠ্যপুস্তকের সাথে সঙ্গতিপূর্ণ;
৩. লেখায় আংশিক নিজস্বতা ও সৃজনশীলতা;

ভালাে

১. বিষয়বস্তুর সঠিকতা থাকলে ও ধারাবাহিকতার অভাব;
২. পাঠ্যপুস্তকের সাথে আংশিকভাবে সঙ্গতিপূর্ণ;
৩. লেখায় সামান্য মাত্রায় নিজস্বতা ও সৃজনশীলতা;

অগ্রগতি

১. বিষয়বস্তুর সঠিকতা থাকলেও প্রয়ােজন ধারাবাহিকতার অভাব;
২. পাঠ্যপুস্তকের সাথে সঙ্গতিপূর্ণ নয়;
৩. লেখায় নিজস্বতা ও সৃজনশীলতার অভাব;

DSHE Assignment 2021

Leave a Reply