Class 9 Physics 5th Week Assignment Answer 2023

Class 9 Physics 5th Week Assignment Answer, 5th Soptaher Podartho Biggan Assignment Somadhan, নবম শ্রেণীর ৫ম সপ্তাহের পদার্থ বিজ্ঞান সমাধান। 2nd Physics Assignment Solution 5th Week For Class Nine. Assignment Task 2.

Class 9 Physics 5th Week Assignment Questions & Solutions

Class 9 Physics 5th Week Assignment

নির্ধারিত কাজ- ২

অধ্যায় ও বিষয়বস্তুর শিরােনাম

পঞ্চম অধ্যায়: পদার্থের অবস্থা ও চাপ

এ্যাসাইনমেন্ট / নির্ধারিত কাজ (প্রশ্নের ওপর ক্লিক করলে উত্তর পাওয়া যাবে)

২। 400cm3 আয়তনের একটি বস্তুর বাতাসের ওজন 19.6 N। পানিতে নিমজ্জিত করলে বস্তুটির ওজন হয় 15.68N। পরীক্ষণীয় স্থানের অভিকর্ষজ ত্বরণ, g = 9.8m/s2

(ক) প্যাসকেলের সূত্র বিবৃত কর।

(খ) নির্দিষ্ট গভীরতায় চাপ তরলের প্রকৃতির উপর নির্ভরশীলব্যাখ্যা কর।

(গ) উদ্দীপকের বস্তুটির ঘনত্ব নির্ণয় কর।

(ঘ) উদ্দীপকের তথ্যটি আর্কিমিডিসের নীতিকে সমর্থন করে কিনাগাণিতিক বিশ্লেষণসহ মতামত দাও।

মূল্যায়ন নির্দেশক

(ক) প্যাসকেলের সূত্রটি সঠিকভাবে লিখতে পারা।

(খ) সঠিক সূত্রের আলােকে ব্যাখ্যা করতে পারা।

(গ) সঠিক সূত্র লিখে বস্তুটির ঘনত্ব নির্ণয় করতে পারা।

(ঘ) উদ্দীপকের আলােকে বস্তু কর্তৃক হারানাে ওজন ও অপসারিত তরলের ওজন নির্ণয়পূর্বক সঠিক মতামত প্রদান করতে পারা।

Leave a Reply