
Class 9 Physics 6th Week Assignment Question & Solution

অধ্যায় ও বিষয়বস্তুর শিরােনাম
ষষ্ঠ অধ্যায়: বস্তুর উপর তাপের প্রভাব
এ্যাসাইনমেন্ট / নির্ধারিত কাজ ৩
৩। 120°c তাপমাত্রার একখন্ড বস্তুর ভর 50gm। বস্তুটিকে একটি 50gm ভরের অ্যালুমিনিয়ামের ক্যালােরিমিটারে 20°c তাপমাত্রার 150gm পানিতে ছেড়ে দেয়ার পর মিশ্রণের তাপমাত্রা 30°c পাওয়া গেল। বস্তুটির আপেক্ষিক তাপ 1500Jkg-1 K-1 এবং অ্যালুমিনিয়ামের আপেক্ষিক তাপ 900Jkg-1 K-1।
খ. মাটির কলসিতে পানি ঠান্ডা থাকে কেন? ব্যাখ্যা কর।
গ. বস্তু কর্তৃক বর্জিত তাপ নির্ণয় কর।
ঘ. উপরােক্ত তথ্যগুলাে ক্যালরিমিতির মূলনীতিকে সমর্থন করে কিনা- গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
মূল্যায়ন নির্দেশক
ক. তাপ ধারণ ক্ষমতার সংজ্ঞা সঠিকভাবে লিখতে পারা।
খ, সুপ্ততাপের আলােকে সঠিকভাবে ব্যাখ্যা করতে পারা।
গ. সঠিক সূত্র লিখে বস্তুর বর্জিত তাপ নির্ণয় করতে পারা।
ঘ. উদ্দীপকের আলােকে গৃহিত তাপ ও বর্জিত তাপ নির্ণয়পূর্বক সঠিক মতামত প্রদান করতে পারা।