বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ (১লা জানুয়ারি ২০২১)
‘অসমাপ্ত আত্মজীবনী’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক রচনা। ২০১২ সালের জুন মাসে গ্রন্থটি প্রকাশিত হয়। এ পর্যন্ত ইংরেজি, উর্দু, জাপানি, চীনা, আরবি, ফরাসি, হিন্দি, তুর্কি, নেপালি, স্পেনীয়, অসমীয়া ও রুশ ভাষায় গ্রন্থটি অনূদিত হয়েছে। ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থটির ভূমিকা লিখেছেন কে?
প্রশ্নঃ অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটির ভূমিকা লিখেছেন কে?
১। শেখ হাসিনা
২। সজীব ওয়াজেদ জয়
৩। সায়মা ওয়াজেদ পুতুল
৪। শেখ রেহানা
উত্তরঃ অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটির ভূমিকা লিখেছেন শেখ হাসিনা।
Bangabandhu Sheikh Mujib Quiz (15th December 2020)
‘Unfinished Autobiography’ is an autobiographical work of Bangabandhu Sheikh Mujibur Rahman. The book was published in June 2012. So far, the book has been translated into English, Urdu, Japanese, Chinese, Arabic, French, Hindi, Turkish, Nepali, Spanish, Assamese and Russian. Who wrote the introduction to the book ‘Unfinished Autobiography’?
Q: Who wrote the introduction to the unfinished autobiography?
1. Sheikh Hasina
2. Sajib Wazed Joy
3. Saima Wazed doll
4. Sheikh Rehana
Answer: Sheikh Hasina wrote the introduction of the unfinished autobiography.