৬ দফাকে বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয়। ৬ দফার মূল বক্তব্য ছিল—প্রতিরক্ষা ও পররাষ্ট্র বিষয় ছাড়া সব ক্ষমতা প্রাদেশিক সরকারের হাতে থাকবে। পূর্ব বাংলা ও পশ্চিম পাকিস্তানে দুটি পৃথক ও সহজ বিনিময় যোগ্য মুদ্রা থাকবে। সরকারের কর, শুল্ক ধার্য ও আদায় করার দায়িত্ব প্রাদেশিক সরকারের হাতে থাকাসহ দুই অঞ্চলের অর্জিত বৈদেশিক মুদ্রার আলাদা হিসাব থাকবে। পূর্ব বাংলার প্রতিরক্ষা ঝুঁকি কমানোর জন্য এখানে আধা-সামরিক বাহিনী গঠন ও নৌবাহিনীর সদর দপ্তর স্থাপন। ৬ দফাকে কীসের সঙ্গে তুলনা করা হয়?
প্রশ্নঃ ৬ দফাকে কীসের সঙ্গে তুলনা করা হয়?
১। ম্যাগনাকার্টা
২। বিল অব রাইটস
৩। অ্যাংলো-পর্তুগিজ চুক্তি
৪। প্যারিস চুক্তি
উত্তরঃ ৬ দফাকে ম্যাগনাকার্টা সঙ্গে তুলনা করা হয়।
Bangabandhu Sheikh Mujib Quiz (4th January 2021)
The 6 points are called the certificate of liberation of the Bengali nation. The main point of the 6-point statement was that all powers except defense and foreign affairs would be in the hands of the provincial government. East Bengal and West Pakistan will have two separate and easy exchangeable currencies. The responsibility for levying and collecting taxes and duties of the government will be in the hands of the provincial government and there will be separate accounts of foreign exchange earned in the two regions. To reduce the defense risk of East Bengal, paramilitary forces were formed and naval headquarters were set up here. What is 6 points compared to?
Q: What is the 6 points compared to?
1. Magna Carta
2. Bill of Rights
3. Anglo-Portuguese treaty
4. Treaty of Paris
Answer: 6 points are compared with what.