Bangabandhu Sheikh Mujib Quiz

কবে এই পাঁচ খুনির মৃত্যুদণ্ড কার্যকর হয়?

বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ (২রা মার্চ ২০২১)

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কিুইজ প্রকিযোগিতার আয়োজন করা রয়েছে। এই কুইজ ১০০ দিন ধরে চলবে। প্রিয় ডট কম এই কুইজ প্রতিযোগিতাটি পরিচালনা করছে। প্রতিদিন ১০০জন করে বিজয়ী হবেন এবং অনেক পুরুস্কার রয়েছে।

বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার বিরুদ্ধে ১৯৯৬ সালের ২রা অক্টোবর ধানমন্ডি থানায় একটি মামলা করা হয়। ১৯৯৮ সালের ৮ই নভেম্বর ১৫ জনকে মৃত্যুদণ্ড প্রদান করে রায় ঘোষিত হয়। এরপর দণ্ডিতরা আপিল বিভাগে আপিল করলে আপিল খারিজ করে ১২ জনের মৃত্যুদণ্ড বহাল রাখে আদালত। ২০১০ সালের ২রা জানুয়ারি আসামিদের রিভিউ পিটিশন দাখিল করলে ২৭শে জানুয়ারি আপিল বিভাগের ৪ জন বিচারপতি তা খারিজ করেন। পরবর্তী সময়ে সৈয়দ ফারুক রহমান, শাহরিয়ার রশিদ খান, একেএম মহিউদ্দিন আহমেদ, বজলুল হুদা, মহিউদ্দিন আহমেদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। কবে এই পাঁচ খুনির মৃত্যুদণ্ড কার্যকর হয়?

প্রশ্নঃ কবে এই পাঁচ খুনির মৃত্যুদণ্ড কার্যকর হয়?

“উত্তর পেতে নিচে ক্লিক করুন”

১। ২৮শে জানুযারি ২০১০

২। ১লা ফেব্রুয়ারি ২০১০

৩। ২১শে জানুয়ারি ২০১১

৪। ১২ইমার্চ ২০১০

উত্তরঃ ২৮শে জানুযারি ২০১০ এই পাঁচ খুনির মৃত্যুদণ্ড কার্যকর হয়।

উত্তরটি সাবমিট করতে এখানে ক্লিক করুন এছাড়াও, আপনি কি জানেন যে শুধু মাত্র শেয়ার করেও আপনি প্রাইজ জিতে নিতে পারবেন। যতো বেশি শেয়ার ততো বেশি প্রাইজ। তাই আর দেরি না করে এখানে ক্লিক করে এখনই শেয়ার করুন

Bangabandhu Sheikh Mujib Quiz (2nd March 2021)

A quiz competition has been organized on the occasion of the birth centenary of Bangabandhu Sheikh Mujibur Rahman. This quiz will last for 100 days. Priya.com is conducting this quiz competition. There will be 100 winners every day and there are many prizes.

A case was filed against Dhanmondi Police Station on October 2, 1996 against the murder of Bangabandhu and his family members. On November 8, 1996, 15 people were sentenced to death. After the convicts appealed to the Appellate Division, the court rejected the appeal and upheld the death sentence of 12 people. On January 2, 2010, a review petition was filed by the accused and on January 26, four judges of the Appellate Division dismissed it. Later, Syed Faruk Rahman, Shahriar Rashid Khan, AKM Mohiuddin Ahmed, Bazlul Huda and Mohiuddin Ahmed were executed. When are these five murderers executed?

Q: When are the five murderers executed?

“Click below to get the answer”

1. January 26, 2010

2. February 1, 2010

3. January 21, 2011

4. 12 March 2010

Answer: The death sentence of these five murderers was executed on January 26, 2010.

Leave a Reply