Bangabandhu Sheikh Mujib Quiz

ভাষণ দিতে যাওয়ার আগে শেখ মুজিবুর রহমানকে কথাগুলো বলেছিলেন কে?

বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ (৭ই মার্চ ২০২১)

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কিুইজ প্রকিযোগিতার আয়োজন করা রয়েছে। এই কুইজ ১০০ দিন ধরে চলবে। প্রিয় ডট কম এই কুইজ প্রতিযোগিতাটি পরিচালনা করছে। প্রতিদিন ১০০জন করে বিজয়ী হবেন এবং অনেক পুরুস্কার রয়েছে।

“তোমার মনে যে কথা আসবে তুমি সেই কথা বলবা, কারণ সারাজীবন সংগ্রাম তুমি করেছো, তুমি জানো কী বলতে হবে। কে কি বলল, সে কথা তোমার শোনার কোনো দরকার নেই।” ১৯৭১ সালের ৭ই মার্চের ভাষণ দিতে যাওয়ার আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কথাগুলো বলেছিলেন কে?

প্রশ্নঃ ১৯৭১ সালের ৭ই মার্চের ভাষণ দিতে যাওয়ার আগে শেখ মুজিবুর রহমানকে কথাগুলো বলেছিলেন কে?

“উত্তর পেতে নিচে ক্লিক করুন”

১। শেখ লুৎফর রহমান

২। শেখ সায়েরা খাতুন

৩। শেখ হাসিনা

৪। বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা

উত্তরঃ ১৯৭১ সালের ৭ই মার্চের ভাষণ দিতে যাওয়ার আগে শেখ মুজিবুর রহমানকে কথাগুলো বলেছিলেন বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা।

উত্তরটি সাবমিট করতে এখানে ক্লিক করুন এছাড়াও, আপনি কি জানেন যে শুধু মাত্র শেয়ার করেও আপনি প্রাইজ জিতে নিতে পারবেন। যতো বেশি শেয়ার ততো বেশি প্রাইজ। তাই আর দেরি না করে এখানে ক্লিক করে এখনই শেয়ার করুন

Bangabandhu Sheikh Mujib Quiz (7th March 2021)

A quiz competition has been organized on the occasion of the birth centenary of Bangabandhu Sheikh Mujibur Rahman. This quiz will last for 100 days. Priya.com is conducting this quiz competition. There will be 100 winners every day and there are many prizes.

“You will say whatever comes to your mind, because you have struggled all your life, you know what to say. You don’t need to hear who said what. ” Who said these words to Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman before going to give his speech on March 7, 1971?

Q: Who said the words to Sheikh Mujibur Rahman before going to give the speech on March 7, 1971?

“Click below to get the answer”

1. Sheikh Lutfar Rahman

2. Sheikh Sayera Khatun

3. Sheikh Hasina

4. Bangamata Begum Fazilatunnesa

Answer: Bangamata Begum Fazilatunnesa said the words to Sheikh Mujibur Rahman before going to give her speech on March 7, 1971.

Leave a Reply