জাতকের গঠন শৈলী লিখ। Write the structure style of the child. Class 7 Buddhism 5th Week Assignment Answer, 5th Soptaher Boddho Dhormo Assignment Somadhan, সপ্তম শ্রেণীর ৫ম সপ্তাহের বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা সমাধান। 3rd Buddhism and Moral Education Assignment Solution 5th Week For Class Seven. Assignment Task 2.
এ্যাসাইনমেন্ট প্রশ্ন:
সংক্ষিপ্ত উত্তর দাও:
৩. জাতকের গঠন শৈলী লিখ।
উত্তর: জাতকের গঠনশৈলী বিশ্লেষণ করলে দেখা যায়, প্রত্যেকটি জাতক প্রধানত তিনটি অংশে বিভক্ত।
ক) প্রত্যুৎপন্ন বস্তু।
খ) অতীত বস্তু বা মূল আখ্যান।
গ) সমবধান।
প্রত্যুৎপন্নবস্তু: জাতকের প্রথম অংশের নাম প্রত্যুৎপ্রস্তু। একে বর্তমান কথাও বলা হয়। এই অংশেবুদ্ধ কার উদ্দেশ্যে, কী উপলক্ষে কাহিনীটি বলেছিলেন তার বর্ণনা রয়েছে। এই অংশটিকে জাতকের উপক্রমনিকা বা ভূমিকাও বলা হয়।
অতীতবস্তু: জাতকের দ্বিতীয় অংশ হলো অতীত বস্তু। এই অংশে ভগবান বুদ্ধের অতীত জন্মবৃত্তান্ত এবং সে সময়কার বিভিন্ন ঘটনাবলি বর্ণিত আছে। এই অংশটিই প্রকৃত জাতক কাহিনী। তাই একে মূল আখ্যায়িকাও বলা হয়।
সমবধান: জাতকের তৃতীয় অংশের নাম সমবধান। জাতক কাহিনীতে বর্ণিত পাত্র এবং গৌতম বুদ্ধ যে অভিন্ন তা প্রদর্শন করাই এই অংশের উদ্দেশ্য। এই অংশকে সমাধানও বলা হয়।
Class 7 Buddhism 5th Week Assignment Answer