মনে কর, তুমি মাহিন/মােহনা! তােমার খেলার সাথী সাজিদ/সাজেদা করােনা ভাইরাসে আক্রান্ত হলে। তােমার মনের অবস্থা জানিয়ে বন্ধু নাফিস/নাফিসাকে একটি চিঠি লেখ। Class 7 Bangla 6th Week Assignment Answer. সপ্তম শ্রেণীর বাংলা ষষ্ঠ সপ্তাহের এসাইনমেন্ট এর সমাধান।
৭ম শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের বাংলা ব্যকরণ এসাইনমেন্টে একটি চিঠি লিখতে দেওয়া হয়েছে।
প্রশ্নে বলা হয়েছে,
মনে কর, তুমি মাহিন / মােহনা! তােমার খেলার সাথী সাজিদ / সাজেদা করােনা ভাইরাসে আক্রান্ত হলে। তােমার মনের অবস্থা জানিয়ে বন্ধু নাফিস / নাফিসাকে একটি চিঠি লেখ।
চিঠি
চারঘাট-রাজশাহী।
০৪-১২-২০২০
প্রিয় নাফিস,
প্রতি ও শুভেচ্ছা নিও। আশা করি স্রষ্টার কৃপায় বাসার সবাইকে নিয়ে ভালোই আছো। অনেক দিন তোমার কোনো চিঠি পাইনি। যে মূহূর্তে তোমাকে চিঠি লিখছি সেই মুহূর্তে আমি খুবই মর্মাহত ও মানসিক ভাবে কষ্টে আছি। তুমিও জেনে খুবই মর্মাহত হবে জানি তাও বলছি। আমার ছোটবেলায় সহপাঠও ও খেলার সাথি মাজিদ করোনা পজেটিভ হয়েছে। আজই তার রিপোর্ট এসেছে। গত কয়েকদিন ধরে তার জ্বর ও কাশি ছিল। ডাক্তারের পরামর্শে সরকারি হাসপাতালে নমুনা পরীক্ষা করতে দিয়েছিল। পরীক্ষায় তার রিপোর্ট পজেটিভ আসে। ডাক্তার বাসাতে থেকেই চিকিৎসা নিতে বলেছেন। তার পরিবারের সবাই এই নিয়ে দুঃশ্চিতায় আছে। আমার ছোট বেলার খেলার সাথী হয়েও তার কাছে যেতে পারছিনা বা তার সেবা করতে পারছিনা। ডাক্তার নিয়ম মেনে ঔষধ সেবন ও স্বাস্থ্যবিধি মেনে চলতে বলেছেন। তার জন্য স্রষ্টার কাছে আমিও তার দ্রুত আরোগ্য প্রার্থনা করছি। তুমিও দোয়া করো। তোমার বাবা
মাকে সাজিদের সুস্থতার জন্য দোয়া করতে বলো।
আজ আর নয়। ভালো থেকো স্বাস্থ্যবিধি মেনে চল আর সর্বধা মাস্ক পরিধান কর। তোমার আব্বা আম্মাকে আমার সালাম জানিও। তোমার উত্তরের অপেক্ষায় থাকলাম।
ইতি
তোমার বন্ধু যাহিন
ডাক টিকেট | |
প্রেরক | প্রাপক |
মোঃ মাহিন চারঘাট, রাজশাহী ৬২৭০ | মোঃ নাফিস মোঃ ইদ্রিস আলী ঠিকানা |
Class 7 Bangla 6th Week Assignment Answer