SHED Question Solution 2021

SHED Question Solution 2024 – Secondary and Higher Education Division Job Solution

SHED Question Solution 2024, Secondary and Higher Education Division Question Paper, SHED Exam Question Solution, SHED Question Paper, SHED Written Exam, SHED MCQ Exam, Secondary and Higher Education Division Preliminary Test, SHED Question Answer, SHED Exam Question With Answer, shed.gov.bd, shed.teletalk.com.bd, Secondary and Higher Education Division (SHED) Examination, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ চাকরি পরীক্ষা, এসএইচইডি প্রশ্ন সমাধান।

SHED Exam Question Solution 2024

Today is held Secondary and Higher Education Division job examination. A large number of candidate participate in this exam. It is a MCQ exam. SHED exam taken by Secondary and Higher Education Division. The test was held for 1 hour. The exam mark is 90. Bangla, English, Math & General Knowledge subject include in this exam. By the way who are looking for SHED question solution 2024 for them we share it in our website. So don’t waste your time get the SHED MCQ answer as soon as possible. 

SHED Question Paper

Secondary and Higher Education Division or SHED Question Paper is available here. After complete fisheries job examination we upload here SHED exam question paper. It is a good work. Because many time candidates want to check examination question paper. On the other hand when a new candidates prepare himself for examination he can check previous year question paper. By the way in this below we share SHED Question Solution 2024. If you want you can check it. In addition we provide SHED exam result 2024 in our website.

1

2

SHED Question Solution 2024

SHED Exam Question Solution is ready for check. After complete SHED job examination candidates are eagerly waiting for MCQ solution. Candidates are worried about their test. Think about how they answered correctly. The examiner searches the internet to find the answer to each question. But most of the time they fail. Examiners suffer from depression. In this case our expert team is coming to help them. When we get the question paper in hand, we immediately start working on its solution. We try our best to solution all question answer in short time. In addition we share it on our website as soon as possible. So my dear candidates

SHED Question Solution 2024 Office Assistant Cum Computer Typist

১. অর্থসহ বাক্য রচনা করুন।

ক) কৃষ্ণের জীব = (অতিশয় নিরীহ প্রাণী) – সুমন কৃষ্ণের জীবের মত জীবন যাপন করে।

খ) খড়ি পাতা = (খড়ি দিয়া গণনা করা/ জ্যোতিষের গণনা) = খড়ি পাতা না করে পরিশ্রম করুন তাহলে সাফল্য পাবেন।

গ) গঙ্গা জলে গঙ্গা পুজা = (কোনোরূপ আয়াস বা অর্থব্যয় না করে উদ্দেশ্য সিদ্ধ করা) = সুমন মাঝেমাঝে গঙ্গা জলে গঙ্গা পুজা করে।

ঘ) গন্ধমাদন বহিয়া আনা = (কাউকে কোন জিনিষ আনতে দিলে যদি একাধিক জিনিস টেনে আনে) = মার্জিয়া গন্ধমাদন বহিয়া আনাতে খুব পটু।

ঙ) ঘণ্টাগরুড়= (অকর্মণ্য লােক) = সুমনের মত ঘণ্টাগরুড় লোক আর দেখিনি।

২. শুদ্ধ করে লিখুন।

ক) পানিনি = পাণিনি

খ) ভগবত = ভগবদ

গ) মুর্ধন্য = মূর্ধন্য

ঘ) রুপসী =রূপসী

ঙ) লাঘবতা =লাঘব

৩. বঙ্গানুবাদ করুন।

Kazi Nazrul Islam is a poet of humanity. He is a rebel poet. He is a poet of love. He is a poet of beauty. He is a soldier poet. He is a poet of young or old aged persons irrespective of caste and creed. He is also my favorite poet.

কাজী নজরুল ইসলাম মানবতার কবি। তিনি বিদ্রোহী কবি। তিনি প্রেমের কবি। তিনি সৌন্দর্যের কবি। তিনি একজন সৈনিক কবি। তিনি ধর্ম বর্ণ নির্বিশেষে তরুণ বা বৃদ্ধদের কবি। তিনি আমারও প্রিয় কবি।

৪. বিপরীত শব্দ লিখুন।

ক) ক্ষিপ্র = মন্থর

খ) খেদ = আহ্লাদ

গ) চূর্ণ = অখণ্ড

ঘ) জ্বলন = নির্বাপণ

ঙ) জঙ্গম = স্থাবর

৫. রচনা লিখুনঃ সাইবার অপরাধ

“সাইবার ক্রাইম” বলতে ইন্টারনেট ব্যবহার করে যে অপরাধ করা হয়, তাকেই বোঝানো হয়েছে | উন্নত বিশ্বে সাইবার অপরাধকে অপরাধের তালিকায় শীর্ষে স্থান দেয়া হয়েছে | তৈরি করা হয়েছে সাইবার অপরাধীদের জন্য নতুন নতুন আইন | বর্তমান বিশ্বে বহুল আলোচিত কয়েকটি সাইবার ক্রাইম হলো – ১.সাইবার পর্ণোগ্রাফী ২. হ্যাকিং ৩. স্প্যাম ৪. বোমাবাজি ৫. এ্যাকশান গেম ইত্যাদি | বাংলাদেশে সাইবার ক্রাইমের পরিচিতি বা এ সংক্রান্ত অপরাধ দমনের জন্য সংশ্লিষ্ট আইনটি অনেকেরই জানা নেই | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ আমাদের এ বিষয়ে নির্দেশনা দেয় |

তথ্যপ্রযুক্তি আইন ২০০৬-এর ৫৬ ধারায় বলা হয়েছে,

(১) যদি কোনো ব্যক্তি জনসাধারণের বা কোনো ব্যক্তির ক্ষতি করার উদ্দেশ্যে বা ক্ষতি হবে মর্মে জানা সত্ত্বেও এমন কোনো কাজ করেন, যার ফলে কোনো কম্পিউটার রিসোর্সের কোনো তথ্যবিনাশ, বাতিল বা পরিবর্তিত হয় বা তার মূল্য বা উপযোগিতা হ্রাস পায় বা অন্য কোনোভাবে একে ক্ষতিগ্রস্ত করে |

(২) এমন কোনো কম্পিউটার সার্ভার, কম্পিউটার নেটওয়ার্ক বা অন্য কোনো ইলেকট্রনিক সিস্টেমে অবৈধভাবে প্রবেশ করার মাধ্যমে এর ক্ষতিসাধন করেন যাতে তিনি মালিক বা দখলদার নন, তাহলে তাঁর এই কাজ হবে একটি হ্যাকিং অপরাধ | কোনো ব্যক্তি হ্যাকিং অপরাধ করলে তিনি অনূর্ধ্ব ১০ বছর কারাদণ্ডে দণ্ডিত হবেন | এক কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত হতে পারেন বা উভয়দণ্ড দেওয়া যেতে পারে | তথ্যপ্রযুক্তি আইন ২০০৬-এর ৫৭ ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ওয়েবসাইটে বা অন্য কোনো ইলেকট্রনিক বিন্যাসে এমন কিছু প্রকাশ বা সম্প্রচার করেন যা মিথ্যা ও অশ্লীল বা সংশ্লিষ্ট অবস্থা বিবেচনায় কেউ পড়লে বা শুনলে নীতিভ্রষ্ট বা অসৎ হতে উদ্বুদ্ধ হতে পারে বা যার দ্বারা মানহানি ঘটে, আইনশৃঙ্খলার অবনতি ঘটে বা ঘটার সম্ভাবনা সৃষ্টি হয়, রাষ্ট্র বা ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ন হয় বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বা করতে পারে বা এ ধরনের তথ্যাদির মাধ্যমে কোনো ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে উস্কানি প্রদান করা হয়, তাহলে তার এই কাজ অপরাধ বলে গণ্য হবে |

বিভিন্ন ধরণের সাইবার অপরাধ:

হ্যাকিং: হ্যাকিং একটি প্রক্রিয়া যেখানে কেউ কোন বৈধ অনুমতি ছাড়া কোন কম্পিউটার বা কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে। যারা এ হ্যাকিং করে তারা হচ্ছে হ্যাকার। এরা যে সিস্টেম হ্যাকিং করবে ঐ সিস্টেমের গঠন, কার্য প্রনালী, কিভাবে কাজ করে সহ সকল তথ্য জানে।

স্প্যামিং: ইমেইল অ্যাকাউন্টে প্রায়ই কিছু কিছু অচেনা ও অপ্রয়োজনীয় ইমেইল পাওয়া যায় যা আমাদের বিরক্তি ঘটায়। এ ধরণের ইমেইলকে সাধারণত স্প্যাম বলে।

সাইবার হয়রানিঃ ইমেইল বা ব্লগ বা ওয়েবসাইট ব্যবহার করে হুমকি দেওয়া, ব্যক্তির নামে মিথ্যাচার বা অপপ্রচার, নারী অবমাননা, যৌন হয়রানি প্রভৃতি সাইবার হয়রানির অন্তর্ভুক্ত।

সাইবার আক্রমণঃ সাইবার আক্রমণ এক ধরণের ইলেক্ট্রনিক আক্রমণ যাতে ক্রিমিনালরা ইন্টারনেটের মাধ্যমে অন্য কারো সিস্টেমে বিনা অনুমতিতে প্রবেশ করে ফাই, প্রোগ্রাম বা হার্ডওয়্যার ধ্বংস বা ক্ষতিসাধন করে।

ফিশিং: লগ ইন বা অ্যাকসেস তথ্য চুরি বিশেষত ই-কমার্স বা ই-ব্যাংকিং সাইটগুলো ফিশারদের লক্ষ্যবস্তু হয়ে থাকে।

পাইরেসিঃ সদ্য প্রকাশিত জ্ঞান বা সিনেমার এমপিথ্রি বা মুভি ফাইল ইন্টারনেটে শেয়ার হওয়াকে পাইরেসি বলে।

ইংরেজি অংশ সমাধানঃ

৬. Fill in the gap with appropriate word(s):

a) It looks ………. she will start crying. উত্তরঃ like

b) I shall adhere ………. my plan. উত্তরঃ to

c) I wish I ………… a philosopher. উত্তরঃ were

d) The child cried for ……… mother. উত্তরঃ its

e) The man was accused … murder. উত্তরঃ of

৭. Write a short note on “Bangabandhu’s Speech of 7th March”

The 7 March Speech of Bangabandhu was a speech given by Sheikh Mujibur Rahman, the founding father of Bangladesh on 7 March 1971 to a gathering of over two million people. It was delivered during a period of escalating tensions between East Pakistan and the powerful political and military establishment of West Pakistan.

He announced a civil disobedience movement in the province, calling for “every house to turn into a fortress”. The speech inspired the Bengali people to prepare for a war of independence amid widespread reports of armed mobilisation by West Pakistan. The Bangladesh Liberation War began 18 days later, when the Pakistan Army launched Operation Searchlight against Bengali civilians, intelligentsia, students, politicians, and armed personnel.

In his historic address, Sheikh Mujib declared, ‘Ebarer Sangram Amader Muktir Sangram, Ebarer Sangram Swadhinatar Sangram’ (The struggle this time is for our emancipation, the struggle this time is for the independence). He made the clarion call to turn every home into a fortress of resistance against the Pakistani army.

Bengalis reacted with unprecedented rage after the then Pakistani military ruler Yahya Khan postponed the National Assembly session scheduled for March 1, 1971. Stunned by the treachery, Sheikh Mujib immediately launched an unprecedented non-cooperation movement dealing a crippling blow to the military rulers.

And on March 7, 1971, he gave the historic address at Suhrawardy Udyan, the then Race Course, which inspired the nation to fight for independence. The address reduced the governmental authorities in the then East Pakistan to useless showpieces as everything ran according to Mujib’s day-to-day edicts.

This continued until the military junta retaliated with the crackdown and the accompanying brutalities against the unarmed Bengalis on the fateful midnight of March 25, 1971 and the rest is history.

The historic March 7 speech of Mujib has been included in the memory of the World International Register, a list of world’s important documentary heritage maintained by UNESCO.

৮. Write down synonyms of the following words:

a) Velocity = Speed

b) Rudimentary = Basic

c) Cease = End

৯. Write down antonyms of the following words: .

a) Vice = virtue

b) Scanty =abundant

১০. Make sentences with the following phrases idioms with meaning in Bangla:

a) Add insult to = (কাটা ঘায়ে নুনের ছিটা) – Do not add insult to a helpless people.

b) Above one’s head = (বোঝা দুঃসাধ্য এমন) – The lecturer of English is going to above my head.

c) Get by heart = (মুখস্ত করা) = Do not get by heart all the mathematics.

d) Read between the lines = (তাৎপর্য বোঝা) – Please read between the lines to answer the question.

e) Maiden speech = (প্রথম বক্তৃতা) – Maiden speech is important for all politician of a party programme.

১১. Translate into English:

ক) তাঁর জন্য জায়গা করে দাও = Make room for him.

খ) সে কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেল = He found himself at his wit’s end.

গ) সুন্দরেরা যা করে তাই সুন্দর = Handsome is that handsome does.

ঘ) কর্তৃপক্ষ তাকে তিরস্কার করল = The authorities took him to task.

ঙ) নদীর তীরে এক কুটিরে তার বাস = He lives in a hut on the river bank.

গণিত অংশ সমাধানঃ

১২. এক ব্যক্তি কোনো দ্রব্যের ধার্যমূল্যের ৮% কমিশন দিয়েও ১৫% লাভ করে। যে দ্রবের ক্রয়মূল্য ২৮০ টাকা তাঁর ধার্যমূল্য কত?

সকল চাকরির পরীক্ষার সময়সূচী ও ফলাফল মোবাইলে Notification পেতে নিচের Android apps মোবাইলে রাখেন: Jobs EXam Alert

উত্তরঃ ৩৫০ টাকা

১৩. বার্ষিক শতকরা ১০% হারে ১০০০ টাকার ৩ বছর পর সরল ও চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য কত?

উত্তরঃ ৩১ টাকা

১৪. 1/√2, 1, √2 ….. ধারাটির 8√2 হবে?

উত্তরঃ ৯ তম পদ

১৫. 125 (√5)2x=1 হলে x এর মান কত?

উত্তরঃ -3

সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ

১৬. SPARRSO এর পূর্ণ রূপ কী? উত্তরঃ Bangladesh Space Research and Remote Sensing Organization

১৭. বাংলাদেশের মানচিত্র প্রথম কে আঁকেন? উত্তরঃ জেমস রেনেল

১৮. বাংলাদেশের জাতীয় সংগীতের ইংরেজি অনুবাদক কে? উত্তরঃ

১৯. মুজিবনগর স্মৃতি সৌধের স্থপতি কে? উত্তরঃ তানভীর কবির

২০. United Nations Environment Programme (UMEP) এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তরঃ নাইরোবি, কেনিয়া

২১. অসলো শান্তি চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয়?

উত্তরঃ প্রথম অসলো চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৯৩ সালে আর ২য় অসলো চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৯৫ সালে

২২. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে? উত্তরঃ ৪ (ক) অনুচ্ছেদে

২৩. UNODC এর পূর্ণরূপ লিখুন । উত্তরঃ United Nations Office on Drugs and Crime (এর সদর দপ্তর ভিয়েনা, অষ্ট্রিয়া)

২৪. INCB এর পূর্ণরূপ লিখুন । উত্তরঃ International Narcotics Control Board

২৫. ব্রিটেনের অর্থমন্ত্রীকে কী বলা হয়? উত্তরঃ চ্যান্সেলর অব এক্সচেকার

২৬. LAFTA এর পূর্ণরূপ লিখুন । উত্তরঃ Latin American Free Trade Association

২৭. মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য “প্রজন্ম” কোথায় অবস্থিত? উত্তরঃ কারমাইকেল কলেজ (রংপুর)

২৮. রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভের নাম কি? উত্তরঃ রক্ত সোপান

২৯. আন্তজাতিক অপরাধ ট্রাইবুনাল কবে প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তরঃ ২৫ মার্চ ২০১০

৩০. বাংলাদেশের সংবিধানে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন কোন সালে প্রথম যুক্ত হয়?

উত্তরঃ ১৯৭৩ সালে (১৯৭২-এর সংবিধানে ৩০০ নির্বাচনী এলাকায় প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে ৩০০ সদস্য নির্বাচিত হওয়ার বিধান করা হয়। তখন একটি উপধারায় এ ঘোষণাও দেওয়া হয় যে ‘সংবিধান প্রবর্তন হইতে ১০ বৎসরকাল অতিবাহিত হওয়ার অব্যবহিত পরবর্তীকালে সংসদ’ ভেঙে না যাওয়া পর্যন্ত ১৫টি আসন কেবল নারী সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে)

৩১. জলবায়ু পরিবর্তন মোকাবেলায় Green Climate Fund বিশ্বের দরিদ্র দেশ গুলোর জন্য কি পরিমান অর্থ মঞ্জুর করেছে? উত্তরঃ ১০০ বিলিয়ন ডলার

৩২. কোন সংকটকে কেন্দ্র করে ১৯৫০ সালে শান্তির জন্য ঐক্য প্রস্তাব জাতিসংঘের মাধ্যমে পেশ করা হয়?

উত্তরঃ কোরীয় সংকট

৩৩. Long walk to freedom কার আত্মজীবনী? উত্তরঃ নেলসন ম্যান্ডেলা (Nelson Mandela)

৩৪. CEDAW এর পূর্ণ রূপ কী? উত্তরঃ Convention on the Elimination of All Forms of Discrimination Against Women

৩৫.পাবলো পিকাসো কোন ঘটনার প্রতিক্রিয়ায় গোয়ের্নিকা ছবিটি আঁকেন?

উত্তরঃ স্পেনের গৃহ যুদ্ধ [এটি স্পেনীয় গৃহযুদ্ধের সময় এপ্রিল ২৬, ১৯৩৮ সালে স্পেনীয় জাতীয়তাবাদী বাহিনীর নির্দেশে জার্মান এবং ইতালীয় যুদ্ধ বিমান কর্তৃক উত্তর স্পেনের বাস্ক কান্ট্রি গ্রাম গের্নিকায় বোমাবর্ষণের প্রতিক্রিয়ায় প্রকাশ হিসেবে তৈরি হয়েছে।]

SHED Question Solution 2024 (Office Shohayak)

১) অর্থসহ বাক্য রচনা করুন:

ক) কলমির ঝাড় খ) কচুবনের কালাচাঁদ গ) কাক ভূমন্ডা | ঘ) কলি ফেরানাে ও) কুনকি হাতি

২) শুদ্ধ করে লিখুন:
ক) সসুল | খ) সিংহানি গ) সৌহাদ্যতা ঘ) পিতাহীন

3) Fill in the gap with appropriate preposition:
a) Bread is usually made …… wheat.

b) He is absorbed ……. thought.
c) Please leave the key …… the reception

d) The speaker failed to …. the crowd.

৪) ইংরেজিতে অনুবাদ করুন:

a) আমরা বিষয়টি আলােচনা করব

b) শব্দটি কেটে দাও

c) এখন আমার হাত খালি

5) Write down a synonym of “Amenable”

6) Write down an antonym of “Equivocal”
7) What is the meaning of Swan Song”

৮) -দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা ৮ মিনিটে পূর্ণ হয়। নল দুটি খুলে দেয়ার ৪ মিনিট প্রর প্রথম নলটি বন্ধ করে দেয়াতে চৌবাচ্চাটি পূর্ণ হতে আরাে ৬ মিনিট লাগল। প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে?

৯) x-x+1 = 0 হলে x + ১ = ?

সাধারণ জ্ঞান

10) অসলাে শান্তি চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয়?

১১) UNODC এর পূর্ণরূপ লিখুন।

১২) স্বাধীনতার ঘােষণাপত্র কবে গৃহীত হয়?

১৩) নবাব সিরাজ-উদ-দৌলার পিতার নাম কি?

১৪) আনুষ্ঠানিকভাবে দুই জার্মানি কবে একত্রিত হয়?

১৫) মুক্তিযুদ্ধের সময় ‘মুজিব নগর” কত নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিলাে?

১৬) United Nations Environment Programme (UNEP) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

১৭) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কয়টি তফসিল আছে।

১৮) ব্রিটেনের অর্থমন্ত্রীকে কি বলা হয়?

১৯) কোন দেশকে “রেইনবাে নেশন” বলা হয়?

Last Thoughts

Finally we are happy to give you SHED Question Solution 2024. This is a great achievement for us. Our expert team is always ready for help anybody. We always try to give the highest service and will continue to do so in the future. But one condition is that you will always be with us. BDJobResult is an educational website. Here you can get all update news. However, if you found any mistake in this solution then inform us. We solve our mistake as fast as possible. Above all thank you for reading my article. At last say good bye.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *