SRDI Question Solution 2024

১. বাক্য শুদ্ধ করে লিখুন।

(ক) দুর্বিসহ বানানটি অধিকাংশ ব্যাক্তি ভুল লেখে = দুর্বিষহ বানানটি অধিকাংশ ব্যক্তি ভুল লেখে।

খ) আকণ্ঠ পর্যন্ত ভোজন ভাল নয়। = আকন্ঠ ভোজন ভাল নয়।

২. প্রত্যয় বিশ্লেষণ করুন।

(ক) গম্য = গম + য

খ) জমকাল = জমক + আল

৩. কারক ও বিভক্তি নির্ণয় করুন।

(ক) বেলা যে পড়ে এল জলকে চল। = নিমিত্তার্থে কারকে ৪র্থী বিভক্তি বা সম্প্রদান কারকে ৪র্থী বিভক্তি

(খ) গল্পটা সবাই জানে। = কর্ম কারকে শূন্য বিভক্তি

৪. শব্দের অর্থসহ বাক্য রচনা করুন।

(ক) চিনে জোঁক = নাছোড়বান্দা = চিনে জোঁকের মত লেগে থাকুন, সাফল্য আসবেই।

(খ) খাবি খাওয়া = হিমশিম খাওয়া = নিত্যপণ্যের দাম বৃদ্ধির জন্য সাধারণ চাকুরীজীবী খাবি খাওয়া শুরু করেছে।

৫. এক কথায় প্রকাশ লিখুন।

(ক) মাটি দিয়ে তৈরী = মৃন্ময়

(খ) সমুদ্রের ঢেউয়ের শব্দ = কল্লোল

৬. ব্যাসবাক্যসহ সমাসের নাম লিখুন।

(ক) বনস্পতি = বনের পতি = ষষ্ঠী তৎপুরুষ সমাস

(খ) বহুব্রীহি = বহু ব্রীহি (ধান) আছে যার = বহুব্রীহি সমাস

৭. শব্দগুলো কোন দেশি নির্ণয় করুন। 

(ক) আজগুবি = উর্দু ভাষার

(খ) ডেঙ্গু = স্প্যানিশ ভাষার

৮. সমোচ্চারিত শব্দের অর্থ লিখুন।

(ক) অন্যান্য, অন্যোন্য

অন্যান্য = ভিন্ন ভিন্ন

অন্যোন্য = পরস্পর

(খ) অশ্ব, অশ্ম

অশ্ব = ঘোড়া

অশ্ম = পাথর

১. ভাবসম্প্রসারণ লিখুন।

(ক) বার্ধক্য তাহাই-যাহা পুরাতনকে, মিথ্যাকে, মৃত্যুকে আঁকড়াইয়া পড়িয়া থাকে।

মূলভাবঃ সাধারণত বয়সের মাপকাঠিতে তারুণ্য ও বার্ধক্যের পরিমাপ করা হলেও বার্ধক্যের প্রকৃত নির্ধারক বয়স নয়। কেবল বয়সের আধিক্যেই মানুষ বৃদ্ধ হয় না।
সম্প্রসারিত ভাবঃ এ পৃথিবীতে এমন অনেক তরুণ আছে যারা বয়সে তারুণ্যের অধিকারী হয়েও আচার-আচরণে, অন্ধ-বিশ্বাসে ও কর্মবিমুখতায় বৃদ্ধের সমতুল্য। পক্ষান্তরে, এমন অনেক বৃদ্ধ রয়েছেন যারা মনের দিক থেকে তারুণ্যের তেজোদীপ্ততায় ভরপুর। সুতরাং, যারা গতানুগতিক ভাবধারা ও জরাজীর্ণ পুরাতনকে, কুসংস্কারকে, মিথ্যাকে আঁকড়ে ধরে দিনাতিপাত করে তারা যে বয়সেরই হোক না কেন তারা বৃদ্ধ। এরা জীবনের মোহমায়ায় তারুণ্যের শঙ্কাহীন অভিযানে অংশগ্রহণ করে না। সমাজ ও সংস্কৃতির যুগোপযোগী পরিবর্তনকে এরা স্বাগত জানাতে জানে না। নব সূর্যের সোনালী ঊষা এদের কাম্য নয়। তাই এরা প্রত্যুষেও দ্বার রুদ্ধ করে নিদ্রায় আচ্ছন্ন থাকে, অর্থাৎ নতুন সংস্কারকে এড়িয়ে চলে। নতুনের কেতন উড়িয়ে ভুবন জয়ের পথে পাড়ি জমাতে পারে না। আধুনিকতার সাথেতাল মেলাতে অক্ষম। এরা শতাব্দীর অগ্রযাত্রায় আগুয়ান জনতার কাফেলায় কুচকাওয়াজ করতে জানে না, তারা আলোর পিয়াসী নয় বরং বিভিন্ন কুসংস্কারে বিশ্বাসী। কোন ঝুঁকিপূর্ণ কাজে তারা যেতে নারাজ
উপসংহারঃ তাই তারা সৃষ্টি সুখের উল্লাসে মেতে উঠে না, বয়স তাদের যাই হোক তারা বাধ্যক্যের কংকালমূর্তি।

SRDI Exam Question Solution 2024

1. Write a paragraph: “Karnafuli Tunnel.”

Karnaphuli Tunnel is also known as Bangabandhu Sheikh Mujibur Rahman Tunnel. Karnaphuli Tunnel is an underwater expressway tunnel in the port city of Chittagong, Bangladesh under the Karnaphuli River. The length of the entire route is 9.39 kilometers (5.83 miles), with the tunnel making up 3.32 kilometers (2.06 miles) of the length. The cost of the project is estimated at US$1.1B, of which around half is financed by the Exim Bank of China. The Bangabandhu Tunnel is the first underwater road tunnel in South Asia. It is expected to improve the Dhaka–Chittagong–Cox’s Bazar highway network. On 28 October 2023, Sheikh Hasina inaugurated the Bangabandhu Tunnel which was made available for traffic from 6 am the next day. The tunnel has been built following the “one city two towns” model like Shanghai in China. The tunnel connects the Chattogram port city on the north end of the Karnaphuli with Anwara upazila on the south of the river. Economists and businesspeople say the tunnel will be a game changer in turning Chattogram into a logistic hub by connecting two major economic corridors on its two sides, including Dhaka-Chattogram and Chattogram-Cox’s Bazar highways

2. Translate into English:

(i) আমি আর চলতে পরি না।

Answer: I cannot walk anymore.

(iii) সে না হেসে পারল না।

Answer: He cannot but laugh.

(ii) দশের লাঠি একের বোঝা।

Answer: Many a little makes a mickle.

(iv) দেখতে দেখতে সময় চলে যায়।

Answer: Time flies.

3. Change the sentences

(i) He is a meritorious boy (Complex).

Answer: He is a boy who is meritorious.

(ii) Everybody will admit that I am right. (Negative)

Answer: Nobody will deny I am right.

(iii) Iron is the most useful of all metals (Comparative).

Answer: Iron is more useful than any other metal/ all other metals.

(iv) You should do the work. (Imperative).

Answer: Do the work.

4. Make sentences with meaning: 

(i) Apple of discord = বিবাদের বিষয় = His maternal property is the apple of discord among the brothers.

(iii) Cry in the wilderness = অরণ্যে রোদন = I was like the voice crying in the wilderness.

(ii) Bird’s eye view =সামান্য ধারণা = From the helicopter, you’ll have a bird’s-eye view of the Dhaka city. 

(iv) For good =চিরতরে=Kamal left the country for good.

5. Fill in the Blanks:

(i) Iron is——useful metal.

Answer: a

(ii) Man should not be slave——his passion.

Answer: of

6. Write the meaning of the words.

(i) Bitch, Beach

Bitch = দুশ্চরিত্রা স্ত্রীলোক

Beach = সৈকত

(ii) Scene, Sin

Scene = দৃশ্য

Sin = পাপ

Soil Resource Development Institute Job Solution

১. একটি চৌবাচ্চায় দু’টি নল দ্বারা পানি প্রবেশ করতে পারে। প্রথম নলটি ৯ ঘণ্টায় এবং দ্বিতীয় নলটি ১২ ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ করতে পারে। উভয় নল দ্বারা কয়েক ঘণ্টা পানি প্রবেশ করার পর প্রথম নলটি বন্ধ করে দেয়া হয়। দ্বিতীয় নলটি

উত্তরঃ ৪৪/৭ ঘণ্টা

২. x^3 + 1/(x^3) = 183 একটি বীজগাণিতিক সমীকরণ হলে

ক. দেখান যে, x^6 – 183x^3 + 1 = 0

খ. প্রমাণ করুণ যে, x = 3 + 2

১. সার্ক কৃষি কেন্দ্র (SAC) কোথায় অবস্থিত?

উত্তরঃ ঢাকা 

২. মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কত নম্বর সেক্টরের অধীনে ছিল?

উত্তরঃ ৮ নং সেক্টর 

৩. “আমি হিমালয় দেখিনি, আমি শেখ মুজিবকে দেখেছি” উক্তিটি কার?

উত্তরঃ ফিদেল ক্যাস্ত্রো

৪. BIOS-এর পূর্ণরূপ কি?

উত্তরঃ Basic Input Output System

৫. দোয়েল চত্তরের স্থপতি কে?

উত্তরঃ আজিজুল জলিল পাশা

৬. ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত পূর্ণদের্ঘ্য চলচ্চিত্রের নাম কি?

উত্তরঃ চিরঞ্জীব মুজিব

৭. “সবকটা জানালা খুলে দাও না” গানটির রচয়িতা কে? –

উত্তরঃ নজরুল ইসলাম বাবু

৮. রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র কোন উপজেলায় অবস্থিত?

উত্তরঃ পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায়

৯. ব্রাজিলের রাষ্ট্রভাষা কি?

উত্তরঃ পর্তুগিজ

১০. মে দিবস কত তারিখে অনুষ্ঠিত হয়?

উত্তরঃ পহেলা মে

১১. ভূটানের মুদ্রার নাম কি?

উত্তরঃ গুলট্রাম

১২. বিশ্বের দীর্ঘতম নদের নাম কি?

উত্তরঃ নীলনদ

১৩. ২০২৬ সালে ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে?

উত্তরঃ কানাডা, মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র

১৪.কোন সাল থেকে বাংলা সন চালু হয়?

উত্তরঃ ১৫৫৬ সাল

১৫. দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সমুদ্র বন্দরের নাম কি?

উত্তরঃ সিঙ্গাপুর

Total Views: 40 ,