16th Preliminary test question solution

18th NTRCA Preliminary Question Solution 2024

18th NTRCA Preliminary Exam: 18t NTRCA Preliminary Exam Question Solution 2024. The question solution is School Level, School Level 2 and also College Level available here. শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারী পরীক্ষার নৈব্যেক্তিক প্রশ্নের সমাধান  We are trying to solve all MCQ Question for 18th NTRCA candidates.

18th NTRCA Preliminary

18th NTRCA Preliminary Exam Question Solution 2024: Today 18th NTRCA Preliminary Exam is held. NTRCA arranged 18th Preliminary exam. 18th Preliminary exam will be held on 30 August 2024. It is good news for candidates who apply for this. A large number of candidates attend the preliminary exam. It is an MCQ test Exam. Who is looking for 18 NTRCA MCQ Question Solution? Here the 18th preliminary exam questions solution. In the first place read the full article carefully.

In this article In the first place I discuss 18th preliminary exam questions solution. 18th preliminary exam will held 100 marks MCQ. In this post you can see 18th NTRCA Exam admit card, MCQ question solution, how many people attend exam, In particular the 18th NTRCA Preliminary exam date and time, the right number of per MCQ anser Coupled with wrong answer etc. So let’s see

Preliminary Exam Admit Card

Before entered exam hall download and collected admit card. Admit card is very important especially exam center.

16th-Preliminary

How to download Admit Card

  • Open Your Browser likewise Mozilla/Chrome
  • Type this address http://ntrca.teletalk.com.bd/admitcard/index.php
  • Select 18th NTRCA Exam (Preliminary)
  • Then type your USER ID and Password
  • After click the submit button
  • And print the admit card for examination

Admit Card Download

18th Preliminary Exam Date & Time

Generally complete the preliminary exam will be held on tomorrow. By the way the exam schedule here

18th Preliminary Exam Date & Time

  1. 1st Period of Exam
    1. Stage: School
    2. Exam Date: 30 August 2024
    3. Exam Day: Friday
    4. Time: 10 a.m. to 11 a.m.
  2. 2nd Period of Exam
    1. Stage: College
    2. Exam Date: 30 August 2024
    3. Exam Day: Friday
    4. Time: 3p.m. to 4 p.m.

Preliminary Exam Description

  • Exam Type: MCQ (Multiple Choice Question) Type
  • Question Quantity: 100
  • Right Answer Mark: 1
  • Wrong Answer Mark: 0.50
  • Exam Time: 1 Hour
  • Paper Check by: Optical Mark Readable Litho Code (OMR)
  • Exam Arranged By: Non-Government Teachers’ Registration & Certification Authority (NTRCA)
  • Pass Number: 40%
  • Examination Subject and Number distribution:
    SL NO Subject Name Number distribution
    01 Bangla 25
    02 English 25
    03 Math 25
    04 General Knowledge 25
                                                        Total= 100

18th NTRCA Preliminary Exam Questions Solution 2024

Here you can get all MCQ questions answer. It is 100% write answer. Incidentally if any question solve is wrong please forgive me. Candidates search on google 18th NTRCA question solutin become for the exam center. For those I upload the NTRCA Questions Solution.

18th NTRCA School Level 1 Exam Questions Solutions

1। বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে? – প্রমথ চৌধুরী

2। বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ কয়টি?- ৩ টি

3। নিচের কোনটি ‘ষত্ব বিধানের নিয়মে শুদ্ধ?- উত্তরঃ সবগুলো (মাস্টার, পোশাক, জিনিস, পোষ্ট মাস্টার)

4। ’দ্যুলোক’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?- দিব্ + লোক

5। সমাসবদ্ধ শব্দের সাধারণত ণ-ত্ব বিধান খাটে না, এর উদাহরণ- অগ্রনায়ক

6। পুকুরে মাছ আছে – এখানে পুকুর কোন অধিকরণ কারক?- ঐকদেশিক অধিকরণ

7। ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে- কৃৎ প্রত্যয়

8। ভাবে সপ্তমীর উদাহরণ কোনটি?- চন্দ্রোদয়ে কুমুদিনি বিকশিত হয়

9। ‘সন্মুখে অগ্রসর হয়ে অভ্য র্থনা – এক কথায় প্রকাশ করলে কী হয়?- প্রত্যুদ্গমন

10 পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ?- পর্তুগীজ

11। তামার বিষ বাগধারাটির অর্থ কী? – অর্থের কুপ্রভাব

12। গুণহীনের ব্যর্থ আস্ফালন-অর্থটি কোন প্রবাদে ব্যক্ত হয়েছে?- অসারের তর্জন-গর্জন সার

13। বিপরীতার্থে ‘পরা উপসর্গ যুক্ত শব্দ কোনটি?- পরাভব

14। বীণাপাণি সমস্ত পদটি কোন সমাস?- ব্যধিকরণ বহুব্রীহি

15। বাংলা বর্ণমালার উৎস কী?- ব্রাহ্মী লিপি

18। খ্রিস্টান কোন জাতীয় মিশ্র শব্দ?- ইংরেজী + বাংলা

17। Call it a day এর যথার্থ অনুবাদ কোনটি?

18। মরি! মরি! কী সুন্দর প্রভাতের রূপ”- এখানে অনম্বয়ী অব্যয় কিভাবে প্রকাশ পেয়েছে?- উচ্ছ্বাস

19। সম্বোধন পদের পরে যে চিহ্নটি ব্যবহৃত হয় তার নাম কী?- কমা

20। ”Book Post” এর পরিভাষিক রূপ কোনটি?- খোলাডাক

21। কোনটি দেশি শব্দের উদাহরণ? – গঞ্জ

22। কোনটি রূপ কর্মধারায় সমাস? – কাল স্রোত

23। উষ্ণীষ এর শব্দার্থ- পাগড়ি

24। নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ? – ক্ষুদ্রার্থে

25। শিরে সংক্রান্তি বাগধারাটির অর্থ কী? – আসন্ন বিপদ

26। He tried his best (negative)- He left no stone upturned.

 

Degree Result

27। She was used to—- the poor

28। Which is the noun of the word ‘brief’?

29। It was high time we —- our habits.

30। Curd is made—-milk

31। The Headmaster and the President of the school —-present in the last meeting

32। If he—-a human being, he would not have done this.

33। The antonym of the word benign’ is —-

34। do not —–what you can do today.

35। They tell us a tale about a fail. The word ‘tale is—

36। Move or die (simple)

37। Which one is correct?

38। The opposite word of sluggish is

75। বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে এর ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে?

76। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী? – পুন্ড্র

77। বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত? – অস্ট্রিক

78। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৬ দফা ঘোষণা করা হয় ১৯৬৬ সালের ফেব্রুয়ারি মাসে।

79। সংগ্রাম ও প্রত্যাশা কী? – বাংলাদেশ নৌবাহিনীরি দুটি যুদ্ধ জাহাজ

80। AIDS রোগের জন্য নিচের কোনটি ভাইরাসটি দায়ী। – HIV

81। কোথায় প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়? – সঠিক উত্তরঃ প্রথম প্যারিস এবং দ্বিতীয় সম্মেলন ডেনমার্কে।

82। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

83। ইউনেস্কার অন্যতম সম্মেলনে ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করা হয়? – ৩১তম

84। দুর্যোগ ব্যবস্থাপনায় সাফল্যের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোন সংস্থা পুরস্কৃত করে? – IFRC

85। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর উৎক্ষেপন দ্বারা বাংলাদেশ বিশ্বের কততম স্যাটেলাইট দেশ হিসেবে আত্নপ্রকাশ করে? – ৫৭তম দেশ

86। ২০১৯ সালের সার্ক সাহিত্য পুরস্কার লাভ করেন কে? – অধ্যাপক আনিসুজ্জামান (বাংলাদেশ)

87। বিশ্ব মানবাধিকার দিবস কবে? – ১০ ডিসেম্বর

88। SMS এর পূর্ণরূপ কী? – Short Message Service

89। বিগ এ্যাপেল কোন শহরের নাম? – নিউইয়র্ক

90। IMF এর সদর দপ্তর কোথায়? – ওয়াসিংটন ডিসি

91। শ্রীলংকার মুদ্রার নাম কী? – রুপী (শ্রীলংকান)

92। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? – কামরুল হাসান

93। UNESCO বাংলাদেশের কোন দরনের গানকে Heritage of Humanity (মানবক্তার ধারক) হিসেবে আখ্যায়িত করেছে? – বাউল গান

94। বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস প্রক্তনন কেন্দ্র কোনটি? – হালদা নদী

95। নাগরিকের প্রধান কর্তব্য হলো- রাষ্ট্রের প্রতি অনুগত্য প্রকাশ করা

96। প্রকৃতিতে সবচেয়ে বেশি পাওয়া যায় কোন ধাতু? – অ্যালুমিনিয়াম

97। গাড়ির ব্যাটারীতে ব্যবহৃত এসিড কোনটি? – H2SO4 (সালফিউরিক)

98। ফলকেটিং (Folketing) কোন দেশের আইনসভা? – ডেনমার্ক

99। বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে কী বলে? – এপিকালচার

100। কোনটি স্থানীয় সরকার নয়? – পল্লী বিদ্যুৎ

18th NTRCA School Level 2 Exam Questions Solutions

1. বাংলা সাধু ভাষার জনক কে? – ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর

2. কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট? – সাধু রীতি

3. ‘মেঘ’ শব্দের সমার্থক শব্দ কোনটি? – অমুদ

4. বিরাম চিহ্নের প্রবর্তক কে? – ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর

5. সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখাবার জন্য কোন চিহ্ণ ব্যবহৃত হয়? – হাইফেন

6. ‘খয়ের খাঁ’ বাগধারাটির অর্থ কী? – চাটুকার

7. “গঙ্গা” শব্দের সমার্থক শব্দ কোনটি? উত্তরঃ সবগুলোই (গোমতি, কাবেরী, কৃষ্ণবেণী)

8. ‘চন্দ্র’ শব্দের সমার্থক শব্দ কোনটি? – সোম

9. ‘নৈসর্গিক শব্দের বিপরীত শব্দ কোনটি? – কৃত্রিম

10. নিচের কোন বানানটি শুদ্ধ? – পিপীলিকা

11. কোন বানানটি শুদ্ধ? – সমীচীন

12. কোন বাক্যটি শুদ্ধ? – দারিদ্র্য আমাদের প্রধান সমস্যা

13. ‘তপোবন’ কোন সমাস? – চতুর্থী তৎপুরুষ

14. সন্ধির প্রধান কাজ কী? – ধ্বনি পরিবর্তন

15. সমাস গঠন প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাসনিস্পন্ন পদটির নাম কী? – সমস্যমান পদ

18. ‘তিলে তৈল হয়’ বাক্যে ‘তিল’ কোন কারক? – অপাদান কারক

17. ‘সিংহাসন’ কোন সমাস? – মধ্যপদলোপী কর্মধারয়

18. ‘রেলগাড়িটি স্টেশন ছেড়েছে’ বাক্যে স্টেশন’ কোন কারকে কোন বিভক্তি? – অপাদানে শূন্য

19. ‘মেঘের ধ্বনি এর বাক্য সংকোচন কোনটি? – জীমূতেন্দ্র

20. ‘সপ্তকান্ড রামায়ণ’ বাগধারাটির অর্থ কী? – বৃহৎ বিষয়

Primary Result 2024

21. ‘সিদুঁরে মেঘ’ বাগধারাটির অর্থ কী? – বিপদের আশঙ্কা

22. ‘লবণ’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? – লো+অন

23. নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ? – কুলটা

24. ‘কালসাপ’ কোন সমাস? – নিত্য সমাস (কাল তুল্য সাপ)

25. ‘Watery grave’ -এর অর্থ কী? – সলিল সমাধি

 

26. মানবজাতি এখন সংকটাপন্ন।

27. তার কোনো বন্ধু নাই বললেই চলে।

28. বিনয় মহত্ত্বের ভূষণ।

29. What is the antonym of ‘agile’?

30. The antonym of ‘optimism’ is-

31. What is the synonym of ‘alliance’?

32. The synonym of ‘annihilate’ is-

33. Verb from of ‘false’ is-

34. Adverb from of ‘heart’ is-

35. Adjective form of ‘courage’ is-

36. What is the verb from of ‘ability’?

37. It’s time you — your mistakes.

38. Jamal walks as if he — lame. – were

39. Uneasy lies the head that — a crown.

40. Read diligently lest you — fail in the examination.

41. PSC Result 2024

41. He — me while I was reading.

42. Corruption is one of the worst evils (Positive).

43. We should read books to gain knowledge (Make it complex).

44. ‘Please, keep quite,’. (Make it passive).

45. Trees are considered one of our best friends. (Make it active).

46. Cricket is a very qxciting game. (Make it Exclamatory).

47. The word ‘Banish’ means-

48. ‘a cock abd bull story’ means

49. ‘Big bug’ means-

50. ‘At a stretch’ means-

[LinkAds]

76. সর্বপ্রথম ‘বঙ্গ দেশের নাম পাওয়া যায় যে গ্রন্থে- ঐতরেয় আরণ্যক (বাংলা পাওয়া যায় আইন-ই আকবরী গ্রন্থে)

77. চাকমাদের বর্ষবরণ অনুষ্ঠানকে বলা হয়- বিজু

78. মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীন ছিল? – ২ নম্বর

79. জাপানের বৈদেশিক সাহায্য সংস্থার নাম কী? – জাইকা

80. বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? – মানিকগঞ্জ

81. SPARRSO কোন মন্ত্রনালয়ের অধীন? – প্রতিরক্ষা মন্ত্রণালয়

82. NATO কোন ধরনের জোট? – সামরিক জোট

83. ভারত ও আফগানিস্তানের মধ্যকার সীমানা চিহ্নিত লাইন- ডুরান্ড লাইন

84. ‘বাংলাদেশ স্কয়ার কোথায় অবস্থিত? – লাইবেরিয়া

85. বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়- ৫ জুন

86. সংবিধানের ১৫ নং অনুচ্ছেদের বিষয়বস্তু কী? – মৌলিক প্রয়োজনের ব্যবস্থা

87. বাংলাদেশে বয়স্ক ভাতা কার্যক্রম কবে প্রথম শুরু হয়? – ১৯৯৮

88. বাংলাদেশের জাতীয় স্বাস্থ্য নীতিমালা কবে প্রণীত হয়েছে? – ২০১১

89. ‘Seven Sister’ কোন দেশে অবস্থিত? – ভারত

90. আগরতলা মামলা প্রত্যাহার করা হয়- ২২ ফেব্রুয়ারি, ১৯৬৯

91. বাংলাদেশ সরকারি EPZ মোট কতটি? – ৮ টি

92. মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? – ক্যাপ্টেন এম মনসুর আলী

93. বাংলাদেশের প্রথম আদমশুমারী হয়- ১৯৭৪

94. সংবিধানে কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের উল্লেখ আছে- ১৩৭ নং

95. নবায়নযোগ্য শক্তি কোনটি? – সমুদ্রের ঢেউ

96. ইতিহাসের জনক কে? – হেরোডোটাস

97. টেকসই উন্নয়ন অভীষ্ট কবে গৃহীত হয়? – ২০১৫ , 25 শে সেপ্টেম্বর

98. ‘ওয়াটার লু’ যুদ্ধক্ষেত্র কোথায় অবস্থিত? – বেলজিয়াম

99. হাসপাতাল সমাজসেবা কার্যক্রম কোন মন্ত্রনালয়ের অধীনে পরিচালিত হয়? – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের

100. স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য ‘বীর প্রতীক’ উপাধি লাভ করেন কত জন? – ৪২৬ জন

18th Preliminary Exam Result

NTRCA will be published 18th Preliminary Exam Result on their official website. In comparison to the result will be published within 1/2 month.

In conclusion

Finally, I hope you can get your all information that what you want. By the way thank you for your Patience. Love our website together with bookmarks. My websit name is BDJOBRESULTS. Here, you can get all educational information, job circular, admit card etc. For the most part I want to try to upload all update news as soon as possible. Stay with us.

Total Views: 52 ,

2 thoughts on “18th NTRCA Preliminary Question Solution 2024”

  1. SSC Result is significant for who sat for the SSC or Dakhil or Vocational Examination in the year of 2020. In our counry Bangladesh, SSC or Secondary School Certificate examination is hard for a Secondary level students.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *