47th BCS Preliminary Question Solution 2024

42th BCS Preliminary Question Solution 2024, 42th BCS Question Paper, 42th Preliminary Question Answer, BCS MCQ Answer, BCS Job Circular, BCS Preliminary Examination, ৪২তম বিসিএস প্রশ্ন সমাধান, বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র, ৪২তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারী প্রশ্নের উত্তর।

42th BCS Exam

Today is held 42th BCS Preliminary examination. A large number of candidate attend in BCS examination. Total 200 Mark MCQ exam. A complete written test of 200 marks has been held. This includes Bangla, English, General Knowledge Bangladesh Affairs, General Knowledge International Affairs, Mental Ability, Mathematical Ability.

42th BCS Preliminary Question Solution 2024

1. What is the correct indirect form of: He said, “You had better con doctor”

(i) He advised him to see a doctor

(ii) He advised that he should see a doctor

(iii) He suggested that he had seen a doceen a doctor

(iv) He proposed to see a doctor

2. Identify the word that remains same in plural form:

(i) deer (ii) horse (iii) elephant iv) tiger

3. সঠিক বানান নয় কোনটি?

(ক) ধরণি (খ) মূৰ্ছা (গ) গুণ (ঘ) প্রানী

4. যদি ICE : COLDNESS হয়, তবে EARTH: ?

(ক) weight (খ) jungle (গ) sea (ঘ) Gravity
৫. নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সােমপুর বিহার’ এর প্রতিষ্ঠাতা কে?

(ক) গােপাল (খ) ধর্মপাল (গ) মহীপাল ঘ) বিগ্রহপাল

৬. IUCN এর কাজ হলাে বিশ্বব্যাপী-

(ক) পানি সম্পদ রক্ষা করা (খ) সন্ত্রাস দমন করা (গ) প্রাকৃতিক সম্পদ রক্ষা করা ঘ) পরিবেশ দূষণ রোধ করা

৭. কোন চুক্তির মাধ্যমে ইউরােপের “Thirty years war” এর সমাপ্তি ঘটে?

(ক) ডারসাই চুক্তি, ১৯১৯ ) খ) ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি (গ) প্যারসি চ (ঘ) লুজান চুক্তি, ১৯২৩

8. P(A) = 1/3; P(B) = 2/3; A ও B স্বাধীন হলে P (2) =কত ?

(ক) 3/4, (খ) 2/3 (গ) 1/3 (ঘ)1/4

9. Which word is correct?

(ক) Furnitures (খ) Informations (গ) sceneries (ঘ) Proceeds

10, মার্কিন-তালেবান ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়-

(ক) ২ মার্চ ২০২০ (খ) ২৫ জানুয়ারি ২০২০ (গ) ৩০ এপ্রিল ২২৭ ঘ) ২৯ ফেব্রুযারি ২০২০

11./ 5+8+11+14+———– ধারাটির কত তম পদ 302

(ক) 60 তম পদ (খ) 70 তম পদ (গ) 90 তম পদ (ঘ) 100 তম পদ
১২) ৩০ কি.মি. পথ পাড়ি দিতে জয়নুলের রনির থেকে ২ ঘন্টা সময় বেশি লেগেছে। জয়নল যদি তার গতি দ্বিগুণ কম পা সময় বেশি লেগেছে। জয়নল যদি তার গতি দ্বিগুণ করত তাহলে রনির থেকে ১ ঘন্টা সময় কম লাগত। জয়নুলের গতি কত ছিল?

(ক) ৪ কি.মি./ঘন্টা (খ) ৫ কি.মি./ঘন্টা (গ) ৬ কি.মি./ঘন্টা (ঘ) ৭.৫ কি.মি./ঘন্টা
13. বঙ্গলি উপভাষা অঞ্চল কোনটি?

(ক) নদীয়া (খ) ত্রিপুরা (গ) পুরুলিয়া (ঘ) বরিশাল।

(১৪. “D8Organization for Economic Cooperation” বা D8 এর দশম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? 00peration বা D8 এর দশম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?

(ক) অবুিজা (খ) ঢাকা (গ) তেহরান (ঘ) ইস্তাম্বুল
১৫. To doctor an animal means:

(ক) to treat it (খ) to sterilize it (গ) to poison it (ঘ) to cure

১৬. সবুজপত্র পত্রিকাটির সম্পাদক কে?

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর (খ) শেখ ফজলুল করিম (গ) প্রমথ চৌধুরী (ঘ) মােহাম্ম /

১৭. বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী গঠিত?

(ক) ১৩৬ (খ) ১৩৭, (গ) ১৩৮ (ঘ) ১৪০

১৮. ১৯৪৮-১৯৫২ সালের সময় ভাষা দিবস’ হিসেবে কোন দিনটি পালন করা হতাে?

(ক) ২৫ শে জানুয়ারি (খ) ১১ ই ফেব্রুয়ারি (গ) ১১ ই মার্চ (ঘ) ২৫ শে এপ্রিল

১৯, বাংলাদেশের জাতীয় আয়ে কোন খাতে প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি?

(ক) কৃষি ও বনজ (খ) মৎস্য (গ) শিল্প, (ঘ) স্বাস্থ্য ও সামাজিক সেবা

২০) ১৯৭১ সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম ছিল-

(ক) জয় বাংলা (খ) বাংলাদেশ (গ) স্বাধীনতা (ঘ) মুক্তির ডাক *.

২১) ডারতে বছরের কোন দিনটি সিভিল সার্ভিস দিবস (Civil Service Day) হিসেবে পালিত হয়?

(ক) ২১ এপ্রিল (খ) ২ অক্টোবর (গ) ২৬ জানুয়ারি (ঘ) ১০ মে

২২. প্রতিবছর কোন তারিখে বাংলাদেশ জাতীয় জনসংখ্যা দিবস পালন করা হয়?

(ক) ২ ফেব্রুয়ারি (খ) ৮ ফেব্রুয়ারি (গ) ৮ মার্চ (ঘ) ৭ এপ্রিল

২৩. ‘বাবা’ কোন ভাষার অন্তর্গত শব্দ?

(ক) তৎসম (খ) তদ্ভব (গ) ফারসী (ঘ) তুর্কি

২৪. ১৯৭১ সালে ‘The Concert for Bangladesh’ কোথায় অনুষ্ঠিত হয়?

(ক) চট্টগ্রাম (খ) কলকাতা (গ) লণ্ডন (ঘ) নিউইয়র্ক

২৫) ঢাকা গেইট এর নির্মাতা কে?

(ক) শায়েস্তা খাঁ (খ) নবাব আবদুল গণি (গ) লর্ড কার্জন (ঘ) মীর জুমলা

২৬ মুক্তিযুদ্ধভিত্তিক নভেল কোনটি?

(ক) ক্রীতদাসের হাসি (খ) জীবন ও রাজনৈতিক বাস্তবতা (গ) কান্নাপর্ব (ঘ) প্রদোষে প্রাকৃতজন।

২৭ Sustainable Development Goals (SDG) কয়টি?

(ক) ১৩ টি (খ4৫ টি (গ) ১৭ টি (ঘ) ৩১ টি

২৮. শুদ্ধ বাক্য নয় কোনটি?

(ক) বিদ্বান হলেও তার কোনাে অহংকার নেই। (খ) ইশ! যদি পাখির মত পাখা পেতাম

(গ) অকারণে ঋণ করিও না (ঘ) হয়তাে সােহম আসতে পারে।

২৯.একটি চৌবাচ্চায় ৮০০০ লিটার পানি ধরে। চৌবাচ্চাটির দৈর্ঘ্য ২.৫৬ মিটার এবং প্রস্থ ১.২৫ মিটার। চৌবাচ্চাটির গভীরতা কত?

(ক) ১.৫ মিটার (খ) ২.৫ মিটার (গ) ৩ মিটার * (ঘ) ৩.৫ মিটার

৩০)The word “flying” in the sentence “Look at the flying bird” is

a : (7) gerund (5) participle (1) verbal noun 7 (ঘ) gerundial infinitive www.prebd.com

৩১ বাক্যের দুটি অংশ থাকে-

(ক) প্রসাদগুণ, মাধুর্যগুণ (খ) উপমা, অলংকার (গ) উদ্দেশ্য, বিধেয় (ঘ) সাধু, চলিত

৩২. Identify the determiner in the sentence “Bring me that book”

(ক) bring (খ) me that (গ) book
৩৩. কোন তারিখে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনরায় অারােপ করে?

(ক) ২০ আগস্ট ২০২০ (খ) ১৯ সেপ্টেম্বর ২০২০ (গ) ১৮ অক্টোবর ২০২০ (ঘ) ১৫ জুলাই ২০২০

(৩৪) নিচের ধারার শেষ সংখ্যা কত?৩, ৯, ২৭, ৮১, ….?

(ক) ২৪১ (খ) ২৪৩ (গ) ২৪৫ (ঘ) ২৪৭
৩৫) Global Vaccine Summit অনুষ্ঠিত হয়-

(ক) ৫ মে ২০২০ (খ) ৪ জুন ২০২০ (গ) ৬ জুলাই ২০২০ (ঘ) ৮ আগস্ট ১০১০

৩৬. WIPO এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?

(ক) জেনেভা (খ)রােম (গ) নিউইয়র্ক (ঘ) ওয়াশিংটন ডিসি

৩৭. “A Passage to India” is written by:

(ক) E.M. Forster (খ) Nirad C. Chaudhuri (গ) Rudyard Kipling (ঘ) Walt Whitman
38. সপতন আন্দোলনের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেন?

(ক) ১৯৭২, কায়রাে (খ) ১৯৭৪, নয়া দিল্লী (গ) ১৯৭৫, বেলগ্রেড বঙ্গবন্ধু

38. কত সালে এবং কোন শহরে জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেন?

(ঘ) ১৯৭৩, আলজিয়ার্স।

৩৯ বাংলাদেশের ছয় ঋতুর সঠিক অনুক্রম কোনটি?

(ক) গ্রীষ্ম, বর্ষা, বসন্ত, হেমন্ত, শীত ও শরৎ (খ) বর্ষ
(ঘ) গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত Ca৪ ডিসেম্বর ২০২০ এ অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে কয়টি সমঝােতা স্মারত,
40) টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়?

(ক) ৩টি (খ) ৫ টি (গ) ৭ টি (ঘ) ৯ টি (88. logy=-2হলে x এর মান কোনটি ? (ক) 3 (খ) 2 (গ); (ঘ) – ৪২. কার্টাগেনা প্রটোকল কোন সালে স্বাক্ষরিত হয়? (ক) ২০০০ সালে (খ) ২০০১ সালে (গ) ২০০৩ স
০০০ সালে (খ) ২০০১ সালে (গ) ২০০৩ সালে (ঘ) ২০০৫ সালে ৪৪, “কিত্তনখোলা’ নাটকটির বিষয়- (ক) যন্ত্রণাদগ্ধ শহরজীবন (খ) সিগ্ধ-শ্যামল প্রকৃতির রূপ (গ) লাে
দেশবিভাগজনিত জীবন যন্ত্রণা

৪৪. কোনটি “Bretton Woods Institutions” এর অন্তর্ভুক্ত ?

(ক) IDB (খ) IMF (গ) WTO

(৪৫) টাকায় ৩টি এবং টাকায় ৫ টি দরে সমান সংখ্যক আমলকি ক্রয় করে এক ব্যক্তি টাকায় ৪টি করে ও কাম ৪াট করে আমলকি বিক্রয় করলেন।। ঐ ব্যক্তির শতকরা কত লাভ বা ক্ষতি হলাে তা নির্ণয় করুন।

(ক) ৪.২৫%লাড (খ) ৫.২৫%ক্ষতি (গ) ৬.২৫%ক্ষতি (ঘ) ৭.২৫%লাড /৪৬, সম্প্রতি (সেপ্টেম্বর ২০২০)

46. কোন অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মাঝে এ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজান ও আমেনিয়ার মাঝে সংঘর্ষ হয়?

(ক) আর্টসখ প্রজাতন্ত্র (খ)নগর্নো-কারাবাখ (গ) ইয়েরেভান (ঘ) নাকাচােন ছিটমহল।

৪৭. উদ্বাসন শব্দের অর্থ কী?

(ক) বাসভূমি থেকে বিতাড়িত হওয়া (খ) বাসভূমির সম্মুখস্থ ভূমি (গ) অজ্ঞাত তিন sh স্নিগ্ধ-শ্যামল প্রকৃতির রূপ (গ) লােকায়ত জীবন-সংস্কৃ

42th BCS Preliminary Question Paper

42-bcs-1

42-bcs-2

42-bcs-3

42th BCS Answer

42-ans-1
42-ans-2
42-ans-3
42-ans-4
42-ans-5
42-ans-6

Last Thoughts

42th BCS Exam Result not publish yet. So wait a little while until publish BCS Result. When Bangladesh Public Service Commission publish 42th BCS Result then we share it in our website as soon as possible.

Total Views: 22 ,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *