BBS Question Solution 2024 – Bangladesh Bureau of Statistics Job Solution

BBS Exam Question Solution, BBS Junior Statistical Assistant Exam Question Solution 2024, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জুনিয়র পরিসংখ্যান সহকারী পদে পরীক্ষার প্রশ্ন সমাধান, http://www.bbs.gov.bd, Junior Statistical Assistant, Bangladesh Bureau of Statistics Exam, Job Exam 2024, Question Solution 2024, Bangladesh Bureau of Statistics (BBS) Exam.

Hello Friends! How are you? Hope you are well. Are you an examiner Bureau of Statistics Bureau? Are you looking for the exam question paper of Statistics Bureau? Then you have entered the right place. Here you will find the Junior Statistics Assistant examination questions Paper and BBS question solutions. The Bureau of Statistics job exam held on 3rd January 2024. So let’s show. The details are discussed below.

Office Assistant cum Computer Typist MCQ Answer

bbs1


bbs2

Bangladesh Bureau of Statistics Exam is held on 03 January 2024. A large number of candidates attend under 271 vacancies. The Bangladesh Bureau of Statistics (BBS) is the centralized official bureau in Bangladesh. By the way, In this article we discuss BBS Junior Statistical Assistant Exam Question Solution 2024. Bureau of Statistics is one of the biggest government organization in Bangladesh. However, our website question solution is one of the most important parts. Because every job examiner wants to get 100% correct answer. Through this job, however, unemployment will be eliminated.

Bangladesh Bureau of Statistics Exam Question Solution 2024

১। কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? উত্তরঃ পিশাচ˃ পিচাশ
ব্যাখ্যাঃ শব্দের মধ্যবর্তী দুটো ব্যঞ্জনধ্বনি অদলবদল হলে তাকে ধ্বনি বিপর্যয় বলে। যেমন, বাসক্˃ বাকস, রিকসা˃ রিসকা, পিশাচ˃ পিচাশ, লাফ˃ ফাল

২। ‘বিদ্ধজ্জন’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তরঃ বিদ্বৎ+জন

৩। কোনটি গ্রিক শব্দ নয়? উত্তরঃ ডেঙ্গু ( কোণ, কেন্দ্র, দাম শব্দগুলো গ্রিক থেকে বাংলা এসেছে)

৪. কোনটি পদাত্মক দ্বিরুক্তির উদাহরণ? উত্তরঃ হাতে হাতে

৫. প্রত্যেক পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে? উত্তরঃ দ্বন্দ্ব সমাস (দ্বন্দ্ব সমাসের প্রত্যেকটি সমস্যমান পদের অর্থ প্রাধান্য থাকে। যে সমাসে পূর্বপদ ও পরপদ উভয়েরই অর্থের প্রাধান্য থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে। )

৬. নিচের কোনটি তৎসম উপসর্গ অন্তর্ভুক্ত নয়, কিন্তু খাঁটি বাংলা উপসর্গ অন্তর্ভুক্ত? উত্তরঃ স

৭. “চিন্তা করো না, কালই আসছি”-বাক্যটি কোন বাক্যের? উত্তরঃ ঘটমান বর্তমান কাল

৮. “মেঘে বৃষ্টি হয়” – কোন কারকে কোন বিভক্তি? উত্তরঃ অধিকরণে সপ্তমী

৯. নিচের কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয়? উত্তরঃ অভিপ্রায়

১০. “নিখাদ” অর্থে “কাঁচা” শব্দের ব্যবহার কোনটি? উত্তরঃ কাঁচা সোনা

১১. ‘গৃধ্র’ শব্দের অর্থ কি? উত্তরঃ শকুন

১২. নিচের কোন বানান শুদ্ধ? উত্তরঃ চূর্ণবিচূর্ণ

১৩. শব্দের দ্বিরুক্তি কত প্রকার? উত্তরঃ ৩ প্রকার

১৪. নিচের কোনটি তৎসম শব্দ নয়? উত্তরঃ ঢাক

১৫. উপদেশাত্মক অনুজ্ঞা ভাবের উদাহরণ কোনটি? উত্তরঃ মানুষ হও

১৬. “সুচয়নী” কোন ধরনের গ্রন্থ? উত্তরঃ কবিতা সংকলন

১৭. “তত্ত্ববোধিনী” পত্রিকা কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তরঃ ১৮৪৩ (১ ভাদ্র, ১৭৬৫ শক) অক্ষয়কুমার দত্তের সম্পাদনায় তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয়।

১৮. “খেউর গাওয়া” বাগধারা অর্থ কি? উত্তরঃ গালাগালি করা

১৯. সুকান্ত ভট্টাচার্য কত সালে মৃত্যুবরণ করেন? উত্তরঃ ১৯৪৭

২০. নিচের কোনটি “কুহুক” সমার্থক শব্দ নয়? উত্তরঃ বচন

Bureau of Statistics MCQ Answer

৪১. বিচারকদের চাকরির বয়স ৬৭ বছর বিষয়টি সংবিধানের কত অনুচ্ছেদে উল্লেখ রয়েছে? উত্তরঃ ৯৬ (১)

৪২. সম্প্রতি যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কে রাশিয়া ভ্রমণ করেন? উত্তরঃ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক

৪৩. সম্প্রতি কোন দেশে বিদেশি মুদ্রার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে? উত্তরঃ আফগানিস্তান

৪৪. টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ এর দ্বিতীয় সেমিফাইনাল কবে অনুষ্ঠিত হবে? উত্তরঃ ১১ নভেম্বর

৪৫. দেশের মাথাপিছু আয় কোন প্রতিষ্ঠান প্রাক্কলন ও প্রকাশ করে? উত্তরঃ বিবিএস

৪৬. জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন অতিসম্প্রতি কোন শহরে শুরু হয়েছে? উত্তর: গ্লাসগো ,স্কটল্যান্ড

৪৭. সম্প্রতি বিশ্ব নেতৃবৃন্দ পৃথিবীর তাপমাত্রা কত ডিগ্রীর মধ্যে ধরে রাখার বিষয়ে একমত হয়েছেন ? উত্তরঃ ১.৫ ডিগ্রি সেলসিয়াস

৪৮. বাংলাদেশের করোনাভাইরাস এর প্রথম মৃত্যুর ঘটনা সংঘটিত হয়- উত্তরঃ ১৮ই মার্চ ২০২১

৪৯. আসামীর হাজতবাস কারাদণ্ড ভোগের সময় থেকে বাদ দেয়ার সাম্প্রতিক নির্দেশটি দিয়েছেন? উত্তরঃ আপিল বিভাগ

৫০. সম্প্রতি শাহ আমানত নামক ফেরিডুবি ঘটে- উত্তরঃ পাটুরিয়া ৫ নং ঘাটে

৫১. বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে মোট জ্বালানির শতকরা কত ভাগ নবায়নযোগ্য উৎস থেকে পেতে চায়? উত্তরঃ ৪০ ভাগ

৫২. প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদে নিয়োগের বয়সসীমা সর্বোচ্চ কত? উত্তরঃ

৫৩. চিকিৎসা বিজ্ঞানের মতে মানুষের স্বাভাবিক শ্রবণ ধারণ ক্ষমতা কত ডিবি?

৫৪. বঙ্গবন্ধু-১ কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের মধ্য দিয়ে কততম দেশ হিসেবে বাংলাদেশ নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ কারী দেশের তালিকায় যুক্ত হয় ? উত্তরঃ ৫৭ তম দেশ

৫৫. উইং কমান্ডার এম.কে. বাশার মুক্তিযুদ্ধের কততম সেক্টর প্রধান ছিলেন? উত্তরঃ ৬

৫৬. বিখ্যাত চিত্রকর্ম- তিন কন্যা এর শিল্পী কে? উত্তরঃ শিল্পী কামরুল হাসান

৫৭. ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য কোন যন্ত্র ব্যবহৃত হয়? উত্তরঃ ইনকিউবেটর

৫৮. বাংলাদেশের কোন বয়স গ্রুপের শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকাদান শুরু হয়েছে? উত্তরঃ ১২-১৭

৫৯. “Paris Agreement” কোন ধরনের চুক্তি? উত্তরঃ জলবায়ু সংক্রান্ত

৬০. “ঘুমধুম” সীমান্ত কোন বিভাগে অবস্থিত? উত্তরঃ চট্টগ্রাম ( নাইক্ষ্যংছড়ি, বান্দরবান)

BBS Statistical Assistant Question Bank

BBS Junior Statistical Assistant Exam Question Paper

BBS
bbs2

Junior Statistical Assistant Exam

Bangladesh Bureau of Statistics (BBS) announces the JSA examination date & time on their official website http://www.bbs.gov.bd. The Junior Statistical Assistant recruitment test is held on Friday at 10.00 A.m. 271 vacancy in Bureau of Statistics JSA Post. BBS exam has taken by IBA(Institute of Business Administration, University of Dhaka). The tests will be conducted in the MCQ method. The value of each MCQ question is 1. The Statistics of Bureau select only those candidates who can make the number up to 75%. So, candidates must be good preparation for this examination. So best of luck.

BBS Post Name & Qty

Serial Number Post Name Vacancy
01 Thana statistician 21
02 Statistics investigator 69
03 Statistical Assistant 168

04

Junior Statistical Assistant

271

05 Enumerator 09
06 Steno Typist Cum Computer Operator 08
07 Technical Operator 02
08 Junior operator 03
09 Computer Typist 13
10 Data Entry Operator 58
11 Bookbinder 01
Total Vacancy: 593

BBS Job Circular 2017

BBS Exam Question Solution

Junior Statistical Assistant Question Solution

Bangladesh Bureau of Statistics (BBS) Job Circular examination all information are given below. Bangladesh Bureau of Statistics (BBS) Job Circular has published on different categorizes post. After completing BBS examination candidate waiting for question solution. For them, we solve all MCQ question answer in this post. If you are interested to check your Junior Statistical Assistant exam question paper then check it below. Thank you for read my article.

English Part Solution

1. Fill in the blank: He is Callous —–his studies.

Ans: to
2. Which one is the correct spelling?

Ans: accessible

3. Khadija prefers mutton—-beef.

Ans: to

4. Who is the author of “India wins freedom”?

Ans: Abul Kalam Azad

5. What is the adjective of the “Heart”?

Ans: Heartening

6. Which is the correct sentence?

Ans: He is a perfect judge.

7. What kind of noun is ‘girl?

Ans: on man Noun

8. ‘By and large’ means?

Ans: mostly

9. What is the verb form of the word ‘Habit’?

Ans: Habituate

10. She told me his name after he—–.

Ans: had left SS.

11. T.S Eliot was born in?

Ans: USA
12. The man was accused ……murder?

ans: to
13. The antonym of ‘scarcity’ is?

Ans: Abundance

14. Mamtaz was married ——Shahajan. Ans: to

15. translate into English- ‘‘সে সাঁতার দিয়ে নদী পার হলো’

Ans: She swam across the river

16. The synonym of ‘prohibit’-Ans: ban

17. What you(to do) last night?

Ans: did you do

18.The author of “A Farewell to Arms’ is-

Ans: Ernest Hemingway

19. which one is the reflexive pronoun?

Ans: myself

20. ‘Maiden speech’ means?

Ans: first speech

General Knowledge

২১. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন তারিখে ছয় দফা কর্মসূচি ঘােষণা করেন?

উত্তরঃ ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি

২২. সরকার কর্তৃক কোন বছরকে ‘মুজিব বর্ষ ঘােষণা করা হয়েছে?

উত্তরঃ ২০২০

২৩. SDG এর Goal সংখ্যা কয়টি?

উত্তরঃ ১৭ টি

২৪. কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় কত বছর পর পর?

উত্তরঃ ৪ বছর

২৫. ইউনেস্কোর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?

উত্তরঃ প্যারিস

২৬. জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? উত্তরঃ মাইনুল হােসেন

২৭. বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হবে?

উত্তরঃ ২০২১ সালে (১৯৭১-০২ = ৫ বছর)

২৮. বাংলাদেশের খেতাবপ্রাপ্ত বীর বিক্রম কতজন?

উত্তরঃ ১৭৫ জন ২৯. বাংলাদেশের মানুষের গড় আয়ু কত?

উত্তরঃ ৩০. UNDP এর ইংরেজি পূর্ণরূপ কি? ও wited to s Delon Programme

৩১. বাংলাদেশে বর্তমানে বিভাগ এর সংখ্যা কয়টি?

উত্তরঃ ৮ টি

৩২. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?

উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

৩৩. সৌদি আরবের রাজধানীর নাম কি? উত্তরঃ রিয়াদ

৩৪. বাংলাদেশে কত বছর পর পর আদমশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয়?

উত্তরঃ ১০ বছর

৩৫. দেশের সংবিধান কোন তারিখ হতে কার্যকর হয়?

উত্তরঃ ১৬ ডিসেম্বর ১৯৭২

Math Part Solution

৫৬. বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ ৭০ ডিগ্রি হলে বিপরীত কোনটির মান কত?

উত্তরঃ ১১০০

৫৭. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দেড় গুন। ক্ষেত্রটির ক্ষেত্রফল ৯৬ বর্গ মিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য কত?

উত্তরঃ ১২ মিটার

৫৮. দুইটি সংখ্যার বিয়ােগফল তাদের যােগফলের ১/৩ অংশ। সংখ্যা দুটির অনুপাত কত?

উত্তরঃ ২:১

৫৯. বার্ষিক শতকরা ৬ টাকা হার সুদে কত সময়ে ৪৫০ টাকা সুদ আসলে ৫৫৮ টাকা হবে ?

উত্তরঃ ৪ বছর ৬০. নিচের ভগ্নাংশ গুলির মধ্যে কোনটি ক্ষুদ্রতম ঃ ৫৯

৬১. পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর। আবার পিতা, মাতা ও ১ পুত্রের বয়সের গড় ৩৬ বছর পুত্রের বয়স কত?

উত্তরঃ ১৮ বছর

৬২. একটি দ্রব্য ৫০০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করা হলাে বিক্রয় মূল্য ১০% কম হলে কত লাভ হতাে?

উত্তরঃ ১০০ টা।

৬৩. 2x-3y=5 হলে 4x-6y= কত? ৬৪. a: b=4:7 এবং b:c=5:6 হলে . b:c= কত?

উত্তরঃ 20:35 : 12

৬৫. ১ থেকে ৪৯ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলাের গড় কত?

উত্তরঃ ২৫ ৬৬.

৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেল করলে পাশের হার কত?

উত্তরঃ ২৮%

৬৭. ত্রিভুজের বৃহত্তম বাহু সংলগ্ন কোণদ্বয়? উত্তরঃ সূক্ষ্মকোণ

৬৮. (a-2b)^3 এর মান কত?

উত্তরঃ a3-8b3-6a2b+12ab2

৬৯. x-1/x=2 হলে x4+1/x4= কত?

উত্তরঃ 34

৭০.১ ইঞ্চি = কত সেন্টিমিটার?

উত্তরঃ ২.৫৪ সেন্টিমিটার

Bangla Part Solution

৩৬. সংবিধানের সন্ধি বিচ্ছেদ কোনটি?

উত্তরঃ সম্ + বিধান

৩৭. সঠিক বানান কোনটি?

উত্তরঃ পিপীলিকা

৩৮. মণিকাঞ্চন যােগ এর সমার্থক বাগধারা কোনটি?

উত্তরঃ সােনায়-সােহাগা

৩৯. যে ভূমিতে ফসল জন্মায় না এক কথায় কি হবে?

উত্তরঃ উষর

৪০.সাপের খােলস কে এক কথায় কি বলে?

উত্তরঃ নির্মোক

৪১. ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?

উত্তরঃ ধ্বনি

৪২. জসীমউদ্দীনের শ্রেষ্ঠ কাহিনী কাব্য কোনটি?

উত্তরঃ নকশী কাঁথার মাঠ

৪৩, ক্রীতদাসের হাসি উপন্যাসের লেখক কে?

উত্তরঃ সমান।

৪৪. বিদ্রোহী কবিতাটি নজরুলের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

উত্তরঃ অগ্নিবীণা।

৪৫. ব্যাঙের সর্দি বাগধারাটির কি?

উত্তরঃ অসম্ভব ঘটনা

৪৬. বাংলা ব্যঞ্জনবর্ণ কয়টি?

উত্তরঃ ৩১ টি

৪৭. ভানুসিংহ ঠাকুরের পদাবলী এর রচয়িতা কে?

উত্তরঃ রবীএলাম

৪৮. গঠন অনুসারে বাক্য কত প্রকার?

উত্তরঃ

৪৯. বেগম রােকেয়ার রচনা কোনটি?

উত্তরঃ মতিচুর।

৫০. যাযাবর এর বিপরীতার্থক শব্দ কোনটি?

উত্তরঃ স্থায়ী ৫১. কপােল শব্দের অর্থ কি?

উত্তরঃ গাল

৫২. জনৈক শব্দের সন্ধি বিচ্ছেদ?

উত্তরঃ জন + এক

৫৩. উপস্থিত বুদ্ধি আছে যার-

উত্তরঃ প্রত্যুৎপন্নমতি

৫৪. মাছের মা বাগধারার অর্থ-

উত্তরঃ নিষ্ঠুর।

৫৫. বাংলা লিপির উৎস কি?

উত্তরঃ ব্রাহ্মী লিপি

“পরীক্ষা প্রশ্ন সমাধান চলছে কিছুক্ষণের মধ্যেই সমাধান দেওয়া হবে”

The End

Finally, I think I can success to solve all question answers of the BBS Junior Statistical Assistant Examination. If you face any problem then please comment on us. https://bdjobresults.com is an educational website. Here you can get all kinds of educational information. For any kind of important information please visit our website regularly. All the time we try to give better service. Thank you for support us. If you need more information about BBS then please comment on us.

Total Views: 63 ,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *