EEDMOE Question Solution 2024, Education Engineering Department Question Answer, EEDMOE MCQ Answer, Education Engineering Department Written Exam, EEDMOE Exam Syllabus & Previous Question PDF, EEDMOE Question Paper, EEDMOE Exam Question Solution 2024. শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চাকরির পরীক্ষা প্রশ্ন সমাধান, ইইডিএমওই পরীক্ষা প্রশ্ন পত্র, ইইডিএমওই এমসিকিউ উত্তর।
Education Engineering Job Circular
EEDMOE Question Answer 2024
Education Engineering Department Question Solution 2024 is running successfully. You all have already taken part in one of your most desired job exams of the Education Engineering Department. Hopefully, the EEDMOE exam question was as your expectation. However, many of you are probably looking for the EEDMOE exam question solution. But the truth is that you may find out a lot of solutions to your EEDMOE exam question. You all know that not all of them are reliable. Considering the fact, we have come up with the most reliable and correct EEDMOE exam question solution in this article. So let us get started to match your answer with this.
Education Engineering Department Exam Info
Today is held EEDMOE job examination. Education Engineering Department is one of the biggest and popular government organization in Bangladesh. In this case they need more manpower for their services. A few day ago Education Engineering Department was publish a large number vacancy job circular on their official website EEDMOE.gov.bd and daily newspaper. It was a great news for all Bangladeshi job seeker. Then candidate planing for online application. After successfully complete EEDMOE Teletalk online application all candidate eagerly waiting for Education Engineering Department admit card & exam date. Finally EEDMOE authority announce the exam date & time. In addition they are arrange a MCQ/Written examination.
Shiksha Prokoushol Odhidoptor MCQ Answer
১। ১ মিটার = কত? উত্তর: ৩৯.৩৭ ইঞ্চি
২। ১৫২১ এর বর্গমূল কত? উত্তর: ৩৯
৩। ৯৭২ কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? উত্তর: ৩
৪। তামা, দস্তা ও রূপা মিশিয়ে তৈরি একটি গয়নার তামা ও দস্তার অনুপাত ১:২ এবং দস্তা ও রূপার অনুপাত ৩:৫। ১৯ গ্রাম ওজনের গয়নায় কত গ্রাম রূপা আছে? উত্তর: ১০ গ্রাম
৫। নিচের কেনটি মৌলিক সংখ্যা নয়? উত্তর: ৫১
৬। একজন মাছ বিক্রেতা প্রতি হালি ইলিশ ১৬০০ টাকায় কিনে প্রতিটি মাছ ৩৫০ টাকায় বিক্রয় করলো। তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো? উত্তর: ১২.৫০% ক্ষতি
৭। ৬০ মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘণ্টায় ৪৮ কি.মি। রেল লাইনের পাশে একটি খুঁটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? উত্তর: ৪.৫ সেকেন্ড
৮। -36a3z3y2– কে -4ayz দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে? উত্তর: 9a^2yz^2
৯। p–1/p=8 হলে p2+1/p2 এর মান কত? উত্তর: 66
১০। গ.সা.গু দ্বারা কি বোঝায়? উত্তর: গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক
১১। 6a^3b^2c এবং 9a^4bd^2 এর ল.সা.গু. কত? উত্তর: 18a^4b^2cd^2
১২। ক্রিকেট খেলায় নাঈম ও আফিফের মোট রান সংখ্যা 58। নাঈমের রান আফিফের রান সংখ্যার দ্বিগুণের চেয়ে 5 কম। ঐ খেলায় আফিফের রান সংখ্যা কত? উত্তর: 21
১৩। a–1/a=5 হলে a^3+1/a^3 এর মান কত? উত্তর: 140
১৪। শতকরা বার্ষিক কত মুনাফায় ৩০০০ টাকায় ৫ বছরের মুনাফা ১৫০০ টাকা হবে? উত্তর: ১০%
১৫। একটি ত্রিভুজক্ষেত্রের ভূমি ও উচ্চতা যথাক্রমে ৪ সে.মি. ও ৭ সে.মি.। ত্রিভুজক্ষেত্রের ক্ষেত্রফল কত? উত্তর: ১৪ বর্গ সেমি
১৬। একটি ত্রিভুজের দু’টি কোণের মান 45 ডিগ্রি ও 60 ডিগ্রি হলে ত্রিভুজটি অপর কোণের মান কত? উত্তর: 75 ডিগ্রি
১৭। 65 ডিগ্রি এর পূরক কোণ কত? উত্তর: 25 ডিগ্রি
১৮। একটি সূক্ষকোণী ত্রিভুজের ক্ষেত্রে নিচের কোন তথ্যটি সঠিক? উত্তর: তিনটি কোণই সূক্ষ্মকোণ
১৯। নিচের কোনটি সামন্তরিক নয়? উত্তর: ট্রাপিজিয়াম
২০। বৃত্তের বৃহত্তম জ্যা হলো বৃত্তের – উত্তর: ব্যাস
Today Government Exam Question Bank
২১। সমাস নিষ্পন্ন পদকে কি বলা হয়? উত্তরঃ সমস্তপদ
২২। বসন্তে কোকিল ডাকে- এ বাক্যে বসন্তে কোন কারক? উত্তরঃ অধিকরণ কারক
২৩। ক্ষুধার্ত এর সন্ধি বিচ্ছেদ কি? উত্তরঃ ক্ষুধা + ঋত
২৪। সঞ্চয় এর সন্ধি বিচ্ছেদ কি? উত্তরঃ সম্ + চয়
২৫। ‘যে উপকারীর উপকার স্বীকার করে না’ এর এক কথায় প্রকাশ হলো- উত্তরঃ কৃতঘ্ন
২৬। ঢাকের কাঠি বাগধারার অর্থ হলো- উত্তরঃ তোষামুদে
২৭। তিমির শব্দের বিপরীত শব্দ কি? উত্তরঃ আলো
২৮। দেহ শব্দের বিপরীত শব্দ কি? উত্তরঃ তনু
২৯। কর্তা শব্দের স্ত্রী লিঙ্গ কি? উত্তরঃ কর্ত্রী
৩০। নিচের কোন বানানটি অশুদ্ধ- উত্তরঃ উজ্জল [সঠিক উজ্জ্বল]
৩১। ‘চাঁদ, দই, হাতি’- এগুলো কোন প্রকারের শব্দ? উত্তরঃ তদ্ভব
Education Engineering Full MCQ Question Solved
৩২। মহাপ্রাণ ধ্বনির উদাহরণ কোনটি? উত্তরঃ ছ
৩৩। নিজের কবিতাগুলোর মধ্যে কোনটি কাজী নজরুল ইসলাম রচিত নয়? উত্তরঃ আসমানী
৩৪। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ কোনটি? উত্তরঃ ২৫ বৈশাখ
৩৫। পল্লীকবি জসীম উদদীন রচিত কাব্যগ্রন্থ কোনটি? উত্তর: রাখালী
৩৬। মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ ‘হাঙ্গর নদী গ্রেনেড’ কে লিখেছেন? উত্তর: সেলিনা হোসেন
৩৭। ‘বাংলাদেশ স্বপ্ন দ্যাখে’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে? উত্তর: শামসুর রাহমান
৩৮। ভাষা আন্দোলনভিক্তিক নাটক ‘কবর’ এর রচয়িতা কে? উত্তর: মুনীর চৌধুরী
৩৯। শিশুতোষ গ্রন্থ ‘ইতল বিতল’ কে লিখেছেন? উত্তর: সুফিয়া কামাল
৪০। ‘সাহিত্য সম্রাট’ বলা হয় কাকে? উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
EEDMOE Office Sohayok Exam Question 2024
৪১। ঢাকা- জলপােইগুড়ি রুটে চালু হওয়া ট্রেনের নাম কী? উত্তর: মিতালী
৪২। ২২তম ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২ সালের কত তারিখে অনুষ্ঠিত হবে? উত্তর: ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর
৪৩। বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? উত্তর: বুড়িগঙ্গা
৪৪। NAM প্রতিষ্ঠিত হয় কত সালে? উত্তর: 1961 সালে
৪৫। জাপানের পতাকার রং কী? উত্তর: সাদা ও লাল
৪৬। স্যাটেলাইট সমৃদ্ধ দেশগুলোর মধ্যে বাংলাদেশ কততম? উত্তর: ৫৭ তম
৪৭। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণকে কেন্দ্র করে নির্মেয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র? উত্তর: তর্জনী
৪৮। বাংলাদেশের সংবিধানের মোট অনুচ্ছেদ কয়টি? উত্তর: ১৫৩
৪৯। কোন আমলে প্রাচীন বাংলার গৌরব মসলিন কাপড় ঢাকায় তৈরি হত? উত্তর: মুঘল আমলে
৫০। নৃশংস ঐতিহাসিক জেলহত্যার ঘটনা ঘটে কোন সালের কত তারিখে? উত্তর: ৩ নভেম্বর ১৯৭৫ সালে
Today Office Sohayak MCQ Answer
৫১। What did you eat for ——– breakfast this morning? উত্তর: none
৫২। Iron is ———- useful metal. উত্তর: a
৫৩। Water has no colour- এখানে ‘Water’ কোন ধরণের Noun? উত্তর: Material Noun
৫৪। The bail has already been ———–. উত্তর: rung
৫৫। নিচের কোন শব্দটি Plural? উত্তর: princes [Singular prince]
৫৬। We need as ——– people as possible. উত্তর: many
৫৭। Which one is the opposite gender of ‘poet’? উত্তর: poetess
৫৮। ‘She has been sick since last week’ – এটি কোন Tense এর উদাহরণ? উত্তর: Present perfect tense
৫৯। The greater the demand, ———- the price. উত্তর: the higher
৬০। নিচের কোনটি Adverb? উত্তর: wisely
৬১। The teacher is popular ———–his students. উত্তর: with
৬২। The mother was anxious ——–the safety of her son. উত্তর: about
৬৩। I always take an umbrella ———– it rains. উত্তর: in case
৬৪। Our boss makes us ———– very hard. উত্তর: work
৬৫। Singular form of ‘agenda’ is উত্তর: agendum
৬৬। আমরা বিষয়টি আলোচনা করব- এর ইংরেজি অনুবাদ কোনটি? উত্তর: We shall discuss the matther.
৬৭। ‘Provoke’ এর বিপরীত শব্দ নিচের কোনটি? উত্তর: soothe
৬৮। ‘Emancipate’ অর্থ- উত্তর: to set free
৬৯। ‘Bounce back’ অর্থ- উত্তর: recover
৭০। ‘Obligate’ এর Adjective form কোনটি? উত্তর: obligatory
Office Assistant Question Paper
EEDMOE Exam Marks Distribution
Know about job exam in details before participate job examination. I think it is helpful for you. This will help you to understand how you should prepare Total Marks: 100, Total Time: 1 hour, Subject Marks Bangla 25, English 25, Mathematics 25, General Knowledge 25.
Education Engineering Department Question Bank PDF
১. যদি a=√3+√2 হয়, তবে a3+1/a3 এর মান কত হবে? উত্তরঃ 18√3
২. একটি দ্রব্য ৩৬ টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হলো, ৭২ টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত? উত্তরঃ ৪৮ টাকা
৩. 5√5এর 5 ভিত্তিক লগ কত? উত্তরঃ 3/2
৪. একটি ত্রিভুজের ভুমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সে.মি. বেশি। ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল 810 বর্গ সে.মি. হলে এর উচ্চতা কত? উত্তরঃ 27 সে.মি
৫. কোন ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য 8√2 সে.মি. হলে ঘনকটির আয়তন কত? উত্তরঃ 512 ঘন সে.মি
৬. আনিস তার বেতন থেকে প্রথম মাসে 1200 টাকা সঞ্চয় করেন এবং পরবর্তী প্রতিমাসে এর পূর্ববতী মাসের তুলনায় 100 টাকা বেশি সঞ্চয় করেন। তিনি 18 তম মাসে কত টাকা সঞ্চয় করেন? উত্তরঃ 2900 টাকা
৭. 4% হার মুনাফায় কোন টাকায় 2 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 টাকা হলে মুলধন কত? উত্তরঃ ৬২৫ টাকা
৮. y2-4ax=0 সমীকরণটি নীচের কোনটি নির্দেশ করে? উত্তরঃ প্যারাবোলা [পরাবৃত্ত]
৯. একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত? উত্তরঃ 5.5 মিটার
১০. cos^-1x+cos^-1y=π/2 হলে x2+y2= কত? উত্তরঃ 1
EEDMOE Previous Year Question & Answer
১১. একটি নৌকৈা দাঁড় বেয়ে স্রোতের অনুকূলে ঘন্টায় 15 কি.মি. এবং স্রোতের প্রতিকুলে যায় ঘন্টায় 5 কি.মি.। নৌকৈায় বেগ কত? উত্তরঃ ঘণ্টায় 10 কি.মি
১২. দুটি সংখ্যার অনুপাত ৫:৮। উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২:৩ হয়। সংখ্যা দুইটি কি কি? উত্তরঃ ১০ ও ১৬
১৩. x-1/x=4 হলে x4+1/ x4 এর মান কত? উত্তরঃ 322
১৪. কোন বৃত্তের 10 সে.মি দীর্ঘ একটি জ্যা কেন্দ্র হতে 12 সে.মি দূরে অবস্থিত। বৃত্তটির ব্যাসার্ধ কত সেন্টিমিটার? উত্তরঃ ১৩ সেন্টিমিটার
১৫. ক, খ ও গ একজাতীয় রাশি। ক : খ, খ : গ = 6 : 7 হলে ক : খ : গ = কত? উত্তরঃ 9 : 12 : 14
Bangla Part
১৬. “তিনি রোজ সকালে দুই কিলোমিটার হাঁটতেন” – এ বাক্যে ক্রিয়ার কাল কোনটি? উত্তরঃ নিত্যবৃত্ত অতীত
১৭. দুষ্পাচ্য এর সন্ধি বিচ্ছেদ হলো? উত্তরঃ দুঃ+পাচ্য
১৮. সঞ্চয়িতা ও সঞ্চিতা গ্রন্থ দুটি কার লেখা? উত্তরঃ প্রথমটি রবীন্দ্রনাথ ঠাকুরের, দ্বিতীয়টি কাজী নজরুল ইসলামের
১৯. বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি? উত্তরঃ ভদ্রার্জুন
২০. পল্লীকবি জসীম উদদীন রচিত গ্রন্থ নয় কোনটি? উত্তরঃ মায়াকাজল [মায়াকাজল সুফিয়া কামালের লেখা]
২১. সত্য > সইত্য – ধ্বনির পরিবর্তনে এটি কিসের উদাহরণ? উত্তরঃ অপিনিহিতি
২২. তৎসম উপসর্গযোগে গঠিত শব্দ কোনটি? উত্তরঃ অভিমুখ
২৩. নীচের কোনটি উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ? উত্তরঃ জলদ
২৪. “মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন” – এখানে কিংবা হলো? উত্তরঃ বিয়োজক অব্যয়
২৫. কোনটি যোগরূঢ় শব্দের উদাহরণ? উত্তরঃ মহাযাত্রা
২৬. নীচের কোন বাক্যে ব্যতিহার কর্তা রয়েছে? উত্তরঃ রাজায়-রাজায় লড়াই
২৭. এ জিনিস বেশিদিন টেকে না- এ বাক্যটি কোন বাচ্য? উত্তরঃ কর্মকর্তৃবাচ্যে
২৮. প- বর্গের বর্ণসমূহ কোন ধরণের বর্ণ? উত্তরঃ ওষ্ঠ্য বর্ণ
২৯. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ‘বিদ্যাসাগর’ উপাধি দেয় কোন প্রতিষ্ঠান? উত্তরঃ সংস্কৃত কলেজ
৩০. রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গ্রন্থসমূহের মধ্যে নীচের কোনটি নাটক? উত্তরঃ মালিনী
৩১. কাজী নজরুল ইসলাম ও মুজাফফর আহমদের যুগ্ম সম্পাদনায় প্রকাশিত সংবাদপত্র কোনটি? উত্তরঃ নবযুগ
৩২. যিনি ন্যায় শাস্ত্রে পণ্ডিত- এর এক কথায় প্রকাশ হলো: উত্তরঃ নৈয়ায়িক
৩৩. নীচের কোন বানানটি অশুদ্ধ? উত্তরঃ অপরাহ্ন [সঠিক অপরাহ্ণ]
৩৪. ’পাথার’ শব্দের প্রতিশব্দ হলো- উত্তরঃ সমুদ্র
৩৫. ময়ূর ভট্ট, রূপরাম চক্রবর্তী, শ্যামপণ্ডিত, সীতারাম দাস প্রমুখ কবিদের সৃষ্টি কোন কাব্য? উত্তরঃ ধর্মমঙ্গল
General Knowledge Part
৩৬. ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থটি প্রকাশিত হয় কত সালে? উত্তরঃ ২০১২
৩৭. বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী? উত্তরঃ পুণ্ড্র
৩৮. জাতিসংঘের কোন সংস্থা বাংলাদেশের সাথে যৌথভাবে মুজিববর্ষ পালনের ঘোষণা দেয়? উত্তর: ইউনেস্কো
৩৯. ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয় কত তারিখ? উত্তরঃ ১২ ডিসেম্বর
৪০. ‘উয়ারি বটেশ্বর’ কি? উত্তরঃ প্রাচীন জনপদ
৪১. স্বাধীন বাংলাদেশ এর পতাকা কত তারিখ প্রথম উত্তোলন করা হয়? উত্তর: ২ মার্চ
৪২. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কতটি তারকা চিহ্ন রয়েছে? উত্তর: ৪টি
৪৩. WTO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর: জেনেভা [সুইজারল্যান্ড]
৪৪. যুক্তরাষ্ট্রকে ’স্ট্যাচু অব লিবার্টি’ উপহার দেয় কোন দেশ? উত্তর: ফ্রান্স
৪৫. এশিয়া ও ইউরোপকে সংযোগকারী পৃথিবীর একমাত্র শহর কোনটি? উত্তর: ইস্তাম্বুল
৪৬. আধুনিক অলিম্পিকের প্রচলন হয় কোথায়? উত্তর: গ্রীস
৪৭. পরবর্তী বিশ্বকাপ ফুটবল কোন মহাদেশে অনুষ্ঠিত হবে? উত্তর: এশিয়া [কাতার ২০২২]
৪৮. ‘আলিবাবা’ কোন দেশ ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান? উত্তর: চীন
৪৯. ‘TCP’ দিয়ে কোনটি বোঝানো হয়েছে? উত্তরঃ প্রটোকল
৫০. প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে? উত্তরঃ ClipBoard
English Part
৫১. He runs fast. Here the word ‘fast’ is- উত্তরঃ Adverb
৫২. Down went the Titanic. The word ‘down’ is- উত্তরঃ Adverb
৫৩. Only Subarna can do this. Make it Negative without changing the meaning. উত্তরঃ None but Subarna can do this.
৫৪. He lives opposite _____ the market. উত্তরঃ to
৫৫. I want my breakfast- উত্তরঃ served
৫৬. Seeing is- উত্তরঃ believing
৫৭. Kamal entered the room, sat and ____ his book. উত্তরঃ opened
৫৮. ‘Boot leg’ means- উত্তরঃ smuggle
৫৯. What is the correct synonym of ‘Abolish’? উত্তরঃ cancel
৬০. ‘লোকটি মরমর অবস্থা’। Translate it into English. উত্তরঃ The man is about to die.
৬১. ‘তেল পানিতে ভাসে’। Translate it into English. উত্তরঃ Oil floats on water.
৬২. The idioms ‘put up with’ means- উত্তরঃ tolerate
৬৩. “To get along with’ means- উত্তরঃ to adjust
৬৪. When he is pragmatic, he is being- উত্তরঃ practical
৬৫. Could you tell me—–. উত্তরঃ where he is?
৬৬. He is ___ FRCS. উত্তরঃ an
৬৭. The verb of the word “Strong” is উত্তরঃ strengthen
৬৮. The antonym of ‘Patriot’ is উত্তরঃ traitor
৬৯. In spite of my request, he didn’t… উত্তরঃ give in
৭০. Choose the correct spelling. উত্তরঃ proprietor
Education Engineering Department Question Paper
Question Paper is one of the most important part in every examination. It is a exciting moment when you get the question paper in the examination hall. Then we check the question paper carefully if the questions are easy then we are happy otherwise it feels bad. Even then we try to answer all the questions. However today is held Education Engineering Department examination. After successfully complete EEDMOE exam we collect the question paper. Then we share it in our website If you are looking for the Education Engineering Department Question Paper then you are in the right place. Here we upload EEDMOE Question Paper 2024 as a JPEG image file. Click on the image and save it on your device.
Read More: EEDMOE Exam Result
EEDMOE Question Pattern & BPS Question Solution 2024
However the question pattern of the EEDMOE Exam Question is the MCQ type. You have to answer the question on different subjects such as Bangla, English, Mathematics, and General Knowledge. The question of the EEDMOE exam is not that much tough. If you can keep your head cool and have a little regular practice, you will be yourself able to get the EEDMOE Exam Question solution easily. However, if you cannot, we are here to help you out with the solutions.
EEDMOE Question Solution 2024 All Post
EEDMOE Question Solution 202 is available here. If you have already attended the EEDMOE job exam and searching for EEDMOE Job Exam Question Solution 2024, then you have come to the right place. We will provide EEDMOE Question Solution so that you can assure the answers and prepare for the next exam. If you are worried about your performance in the EEDMOE exam and confused about the right answers, don’t worry. We are here to provide the question solution for you. Our expert team has cracked the questions and made it easy for you to check the answers online.
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর পরীক্ষার প্রশ্ন সমাধান
Finally we hope that the EEDMOE Exam Question Solution 2024 that we have provided was very much helpful for you. The best part of our solution is that you can rely on all the answers with confidence. So don’t get confused with the answer of others, rather be relaxed by our solution. We hope you all have done well in the EEDMOE exam. if you wanna ask any question? Please comment bellow this post or send message our official facebook page or group. We will reply as soon as possible. At last Thanks for connect with us and visited our website.
What is the question pattern for the post-Accountant? Who is taking the exam? Can you tell me the subjects that I need to follow?