NSI Exam Question Solution 2020

NSI Question Solution 2024 – National Security Intelligence MCQ Solution

Today NSI or National Security Intelligence Job Exam has held. A large number of candidate attended the exam. 1364 vacancy in National Security Intelligence Job Circular. After NSI Job Exam held many people want to solve their exam question paper. They search question solution on the website for them I upload the question solution on my website. So, read the full article carefully.

Are you looking NSI Job Exam Question Solution? Then you have entered the right place. NSI preliminary test held on Saturday, 28 September 2023 from 15.30 p.m. to 16.30 p.m. Here you can get the NSI Job Circular Examination Question Solution 2023. Also, check another post. Below the post link.

Related Post: NSI Job Circular 2020 | NSI Admit Card 2020 | NSI Exam Result 2020

Finally, In this article, I discuss NSI Job Exam Question Solution 2023. You can get all question solution as a perfect answer. In addition to you can get all important information about the National Security Intelligence Job Circular. Likewise, how to get NSI question solution? Question Mark Distribution, Negative mark of exam, Passing mark in the NSI exam, Question Type, Exam time, In conclusion, you can see the viva date of NSI Job Circular 2023. So let’s go

nsi1


nsi2
nsi3
nsi4
nsi5

NSI Exam Date & Time

Exam Date: 28 September 2023

Day: Satarday

Time: 3.30 p.m. to 4.30 p.m.

Center: Dhaka (Location post wise)

Post Name and Qty of NSI Job Circular

SL No Name of the Post QTY
01 Assistant Director 177
02 Field Officer 107
03 Computer Technician 1
04 Radio Technician 2
05 Accountant cum Cashier 1
06 Stenographer cum Computer Operator 8
07 Computer Operator 2
08 Junior Field Officer 122
09 Steno Typist cum Computer Operator 5
10 Assistant Librarian 1
11 Wireless Operator 103
12 Office Assistant 1
13 Office Assistant cum Computer Typist 96
14 Laboratory Assistant 1
15 Watcher Constable 689
16 Darkroom Assistant 1
17 Office Shohayak 77

In short Discription of Ansar VDP Job Circular

Recruitment Type: Government Job

Name of Company: National Security Intelligence (NSI)

Job Type: Permanent

Vacancy: 1395 Post

Job Catagory: 17

Age Limition: 18-30 Years

Education Qualification: See the job circular

District wise application: See the job circular

Official Website: https://pmo.gov.bd

Application Website: http://nsi.teletalk.com.bd/

National Security Intelligence Job Exam Question Solution

Here you can get NSI Exam Question Solution.

Assistant Director Exam Bangla Question Solution

1. নিচের কোন শব্দযুগল বিপরীতার্থক? – উন্মীলন- নিমীলন ( উন্মীলন অর্থ প্রকাশিত আর নিমীলন অপ্রকাশিত)

2. নিচের কোনটি ফারসি উপসর্গ? – কম

3. রাতে তারা দেখা যায়-এ বাক্যে “রাতে কোন কারকে কোন বিভক্তি? – অধিকরণে ৭মী ( এটি কালাধিকরণের উদাহরণ। যেমন প্রভাতে সুর্য ওঠে)

4. নাতিশীতােষ্ণ কোন সমাসের উদাহরণ? – নঞ তৎপুরুষ (ব্যাসবাক্যঃ নয় শীত নয় উষ্ণ)

5. নিচের কোনটির তৎপুরুষ সমাসের উদাহরণ? – সােনার তরী

6. কৃপাণ শব্দের সমার্থক শব্দ কোনটি? – তরবারি

7. বাবা শব্দটি কোন ভাষা থেকে এসেছে- তুর্কি

8. মৌন শব্দের বিপরীত শব্দ কোনটি? – মুখর

9. “Defendant”শব্দের বিপরীত শব্দ কোনটি? – বিবাদি (defendant এর অর্থ – সমর্থক, রক্ষক, প্রতিবাদী, আসামী, আসামি, বিবাদী, অভিযুক্ত ব্যক্তি)

10. হাড়ে বাতাস লাগা বাগধারাটির অর্থ কী? – কোনোটিই নয় (সঠিক অর্থ স্বস্তি পাওয়া)

11. উত্থাপন শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? – উৎ+স্থাপন

12. কুহক শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি? – কুহকিনী ( এটি নী, ঈনী-প্রত্যয় যােগে গঠিত ; যেমনঃ মায়াবীমায়াবিনী, কুহক-কুহকিনী, যােগী-যােগিনী, মেধাবী-মেধাবিনী, দুঃখী-দুঃখিনী)

13. নিচের কোন বানানে স্বভাবতই মূর্ধন্য হয়? – বাণ

14. কাঁদনা> কান্না কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ? – সমীভবন (দুটি ব্যঞ্জনধ্বনির একে অপরের প্রভাবে পরিবর্তিত হয়ে সমতা লাভ করলে তাকে সমীভবন বলে)

15. নিচের কোন শব্দটি সমাসের মাধ্যমে গঠিত হয়েছে? – আমরা (এটি একশেষ দ্বন্দ্বের উদাহরণ)

16. যুব সন্ধিক্ষণের কবি হিসেবে পরিচিত কে? – ঈশ্বরচন্দ্র গুপ্ত

17. বার্ধক্য তাহাই যাহা- পুরাতনকে ,মিথ্যাকে, মৃত্যুকে আঁকড়াইয়া পড়িয়া থাকে-অতিথি কাজী নজরুল ইসলামের কোন রচনার অংশ বিশেষ? – যৌবনের গান

18. নিচের কোন গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায় রচিত? – অতসী মামী

19. কবি জসীম উদ্দীন রচিত বিখ্যাত রুপাই কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া? – নকশী কাঁথার মাঠ

20. ঐতিহাসিক ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক কে ছিলেন? – চন্দ্রকুমার দে

Assistant Director Exam English Solution

Find Odd word:

Raucous (Dulcet=Mellifluous=Melodious=Harmonious)
Average (Magnificent=Glorious=Splendid=Outstanding)
Limpid (Obscure=Ambiguous=Wispy=Vague)
Significant (Paltry=Negligible=Immaterial= Trivial)
Consent (Discord=Conflict=Friction=Dispute)

Fill in the gap in the text (6-10)

Geological deposits of salt were formed millions of years ago, when what is now land, lay under the sea. It is hard to believe that salt is now such a cheap …….. (commodity), because centuries ago it was the commercial ……..(equivalent) of today’s oil. The men who mined salt became wealthy and, despite the risk, a job in a salt mine was highly ……..(coveted) . Nowadays, the specific micro climates in disused mines have been ……..(exploited) for the treatment of respiratory illnesses such as asthma, and the silent, dark surroundings in a mine are considered …….. in encouraging patients to relax.

Sentence Correction

There is no mother but loves her child- No error
I need to buy some equipment- No error
I would rather die than bribe- No error
The picture has hung on the wall- (Incorrect: has)
I prefer tea than coffee in the morning- (Incorrect- than)

Closest Meaning

Cats and dogs- heavily
looked into- investigate
deny- refuse
for good- forever
out of order- None

Assistant Director Exam Math Solution

41. ২ক2-১৬+৮=০ হলে ক এর সম্ভাব্য মানফলের যােগফল কত ? – ৮

42. একটি ঝুড়িতে রাখা আম কমলা ও লিচুর অনুপাত যথাক্রমে 2:3:2. ঝুড়ি থেকে কিছু আম সরানাে হলাে এবং নতুন কিছু কমলা ও লিচু রাখা হলাে। এতে করে ঝুড়িতে আম কমলা ও লিচুর অনুপাত যথাক্রমে 9:54. ঝুড়িতে পরবর্তীতে যােগ করা লিচুর সংখ্যা সর্বনিম্ন কত? – ২

43. আবুলের সাপ্তাহিক বেতন 16% বৃদ্ধি পেলে তিনি প্রতি মাসে ৪12 টাকা উপার্জন করতে পারেন যদি তার সাপ্তাহিক বেতন 10% বৃদ্ধি পেত, | তিনি প্রতি মাসে কত টাকা উপার্জন করতেন? – ৭৭০

44. একটি ঘনকের এক বাহুর দৈর্ঘ্য 3 মিটার হলে ঘনকের সমতলের ক্ষেত্রফল কত বর্গমিটার? – ৫৪

45. একটি ঘড়িতে যখন সকাল 10:12 তখন ঘন্টা 5 মিনিটের কাটার মধ্য কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? – ১২৬

46. একটি ক্লাসের n সংখ্যক ছাত্রের 50% বাংলা বিষয়ে পাস করেছে , অন্য একটি ক্লাসের 100 জন ছাত্রের 60% বাংলা বিষয়ে পাশ করেছে। দুই ক্লাসের মােট 55% ছাত্র বাংলা বিষয়ে পাশ করলে, দুই ক্লাসের মােট ছাত্র সংখ্যা কত ? – ২০০

47. X এর সকল মানের জন্য (nx+2) (bx+7) = 15×2+CX+14 এবং a+b=4 হলে, c এর মান কত হতে পারে? – ৩১, ৪১

48. একটি খাবারের দোকানে দুই ধরনের খাবার পাওয়া যায় যার মূল্য 35 টাকা ও 20 টাকা, একদিনে দুই ধরনের মােট 209 টি খাবার বিক্রি করে ৪365 টাকা পাওয়া গেলে, 65 টাকা মূল্যের খাবার কয়টি বিক্রি হয়েছিল? – ৯৩

49. আশা 300 টাকা কেজি দরে খেজুর বিক্রি করে আসাদের ত্রুটিপূর্ণ পাল্লা 900 গ্রামকে এক কেজি দেখায় । রমজান মাসে 10% মূল্য হ্রাসে | খেজুর বিক্রি করে কোন লাভ বা লােকসান না করলে খেজুর এর ক্রয় মূল্য কত টাকা? – কোনটিও নয়

50. সজিব তার বাসা থেকে 4 কিলােমিটার দূরে লােকালয়ে গিয়ে ফেরত আসলাে যাবার পথে তার 50 মিনিট সময় লাগলেও ফেরত আসার | সময় তার গতি 10% কমে গেলে দোকানে আসা যাওয়াতে সজীবের মত কত মিনিট লাগলাে? – ১০৬

51. 180 মিটার দীর্ঘ একটি ট্রেন 54 কিলােমিটার ঘন্টা বেগে 720 মিটার দীর্ঘ একটি টানেলে প্রবেশ করলে টানেলটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? – ৬০ সেকেন্ড

52. উত্তরঃ ১৪

53. দুটি ছক্কা একসাথে ফেলে প্রাপ্ত সংখ্যা দুটি যােগ করলে, যােগফল 10 হবার সম্ভাবনা কত? – কোনটিও নয়

54. যদি একটি সংখ্যা ক এর 120% অপর একটি সংখ্যা খ এর 80% হয় তাহলে (ক+খ) এর মান কত? – কোনটিও নয়

55. 5 লােক ও ৪ জন বালক একটি কাজ 10 দিনে শেষ করতে পারে। যদি ঐ কাজ 26 জন লােক ও 48 জন বালক 2 দিনে শেষ করতে পারে তাহলে 15 জন লােক ও 20 জন বালক ঐ কাজ কতদিনে শেষ করবে? – ৪ দিন

56. সেলিম 6% সরল সুদে 10000 টাকা বিনিয়ােগ করে আর কত টাকা 9% সরল সুদে বিনিয়ােগ করলে সে মােটের ওপর 7% হারে সুদ পাবে? – কোনটিও নয়

57. ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 6, ৪ ও 10 মিটার হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর মধ্যবিন্দু দুটির দূরত্ব কত মিটার? – ৪

58. আবুর মাসিক আয় বাবুর মাসিক আয় থেকে 40 শতাংশ বেশি এবং বদির মাসিক আই এর 7/8 অংশ। বাবুর মাসিক 5000 টাকা হলে তাদের তিনজনের মােট মাসিক আয় কত? – ২০০০০ টাকা

59. একটি কুরিয়ার সার্ভিস প্রথম 10 কেজি পণ্য পরিবহনের জন্য প্রতি কেজিতে 5 টাকা এবং 10 কেজির উপরে প্রতি কেজিতে 3 টাকা ফি | নেয়, 27 কেজি পণ্য পরিবহনে ফি কত হবে ? – কোনটিও নয়

60. Q এর মান কত হলে 4Y2-2y+16 একটি পূর্ণবর্গ হবে? – ১৬

Assistant Director Exam GK Solution

61. আদরেল জ্ঞরম্ভিরন্থপতি কে? – আজিজুল জলিল পাশা

62. স্বাধীনতার ঘােষণাপত্র সংবিধানের কততম সংশােধনীতে সংযােজিত হয়? – ১৫ তম

৬৩. বাংলাদেশে সবচেয়ে বেশি ঋণ গ্রহণ করে নিচের কোন সংস্থাটি থেকে? – IDA ( International Development Association)

৬৪. ‘বার্ডি’ ও ‘বগি’ শব্দ দুটি কোন খেলার সাথে সম্পর্কযুক্ত? – গলফ

৬৫. বাংলাদেশ পাট ও ছত্রাকের জীবনরহস্য উন্মােচনের স্বীকৃতি লাভ করে কোন প্রতিষ্ঠান এর কাছ থেকে? – WIPO ( World Intellectual Property Organization)

৬৬. দেশের প্রথম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস টার্মিনাল কোথায় স্থাপিত হয়েছে? – মহেশখালী

৬৭. সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? – ঢাকা

National Security Intelligence MCQ Answer

৬৮. “জাতীয় মূল্য সংযােজন কর দিবস” কত তারিখে উদযাপিত হয়? – ১০ ডিসেম্বর

৬৯, আমাজন বনভূমি কোন ধরনের বনভূমি? – গ্রীষ্মমণ্ডলীয় ঘনবর্ষণ বনাঞ্চল

৭০. সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ দ্বারা ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে? – ৪১ নং

৭১. নিচের কোন দেশটি মিলেনেশিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত? – ফিজি (মিলেনেশিয়া : পুর্ব তিমুর • ফিজি • পাপুয়া নিউগিনি • সলােমন দ্বীপমালা • ভানুয়াতু)

৭২. শিল্পোন্নত দেশগুলাের সংগঠন জি-7 এ কোন দেশটি একবার যােগদান করে পরে আবার বের হয়ে গেছে? – রাশিয়া

৭৩. এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় দেশ সমূহের পল্লী উন্নয়নে গঠিত সংগঠন CIRDAP নিচের কোন প্রতিষ্ঠানটির উদ্যোগে গঠিত হয়? – Food and Agriculture Organization (FAO)

৭৪.ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণের জন্য নিচের কোন সনদ স্বাক্ষরিত হয়? – কিয়ােটো প্রটোকল

৭৫, প্রাচীনকালে বাণিজ্যে ব্যবহৃত সিল্ক রুটের পূর্বপ্রান্ত কোথায় এসে শেষ হয়েছে? – চীন

৭৬. সাবেক সােভিয়েত ইউনিয়ন হতে আলাদা হওয়া মুসলিম প্রজাতন্ত্র কোনটি? – তাজিকিস্তান

৭৭. ঐতিহাসিক ”ফ্রিডম স্কয়ার” কোন শহরে অবস্থিত? – কোনটিও নয় (সঠিক হবে তিবলিশ, জর্জিয়া)

৭৮. নিচের কোনটি ওপেন সাের্স অপারেটিং সিস্টেম – Ubuntu

৭৯, একদিনের আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপে এক ইনিংসে দলীয় সর্বনিম্ন রান করেছেন কোন দেশ? – কোনটিও নয় (সঠিক উত্তর কানাডা, রানঃ ৩৬)

৮০. নিচের কোন বাংলাদেশী চলচ্চিত্র নির্মাতা অস্কার পুরস্কার লাভ করেছেন? – কোনটিও নয়

In conclusion

https://bdjobresults.com is a helpful website. Here you can get all kind of exam question solution, job circular notice, admit card, admission information, all examination result, routine, scholarship etc. So please stay with us for update news and information. In short request that bookmark my website.

Contract Us

Facebook: www.facebook.com/BDJobResults

Website: https://bdjobresults.com

Total Views: 22 ,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *