BPSC Senior Staff Nurse Exam Question Solution 2024 – Nursing & Midwifery MCQ Solution

Recently one of the largest government job exam is held. For which many students were eagerly waiting. It is BPSC Senior Staff Nurse examination. Test dates for Corona were canceled several times. Which hindered the preparation of the students. All the students are very happy to finally be able to successfully participate in the exam. Many students from Bangladesh participated in the Senior Staff Nurse examination. However, getting tested in this epidemic of corona was a challenge to the BPSC authority.

BPSC Senior Staff Nurse Exam Question Solution 2024

Even after that, all the students were allowed to participate in the examination in compliance with the hygiene rules. Anyway hope all the students gave good test. Many students are very worried after taking the test. To find out how many questions they have answered correctly, they search the questions on Google. This makes it very difficult for them to get the right answer. Today we are going to discuss BPSC Senior Staff Nurse Question Solution 2024 to alleviate this problem of students. So let’s get started without delay.

Recommend for you: Senior Staff Nurse Result

Senior Staff Nurse MCQ Solution

At present, nurses are playing the biggest role in providing improved services in the health sector of the country in this difficult situation. They are working day and night in the service of the people. Even then the number of patients in the country is increasing to such an extent that nurses are failing to provide their desired services. As a result, the Department of Health has decided to hire new nurses. Most nurses will be recruited this year. By the way All the students who applied for the post of Senior Staff Nurse have completed the examination.

After the end of the exam, the examinees take the help of different websites to find the correct answer to each question. The chase is quite embarrassing. Because candidates are happy to get all the questions answered in one place. Usually written test of BPSC Senior Staff Nurse is held. A total of 100 MCQ exams are held. In addition we share Senior Staff Nurse Question paper in our website. So you can check it from our website.

সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ

১। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে? উত্তরঃ পঞ্চম তফসিলে

২। রাষ্ট্র কয়টি উপাদান নিয়ে গঠিত? উত্তরঃ ৪টি

৩। বাংলাদেশের সংবিধান দিবস কবে? উত্তরঃ ৪ঠা নভেম্ভর

৪। বাংলাদেশে এ পর্যন্ত জনশুমারি হয়েছে- উত্তরঃ ৬ বার (সর্বশেষ ১৫–২১ জুন ২০২২ সালে]

৫। ঘাতক-দালাল নির্মূল কমিটি গঠিত হয়- উত্তরঃ ১৯৯২ সালে

৬। দ্য কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের- উত্তরঃ নিউইয়র্কে

৭। বাংলাদেশের একমাত্র দ্বি-বার্ষিক পরিকল্পনার মেয়াদ- উত্তরঃ ১৯৭৮-১৯৮০ সাল

৮। ফরাসি বিপ্লব সংঘটিত হয় কত সালে? উত্তরঃ  ১৭৮৯ সালে

৯। টিপাইমুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তরঃ মণিপুর

১০। শিল্প বিপ্লব কোন দেশে শুরু হয়? উত্তরঃ ইংল্যান্ডে

১১। ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তরঃ প্যারিস

১২। ‘সিন্দুরী’বাংলাদেশের কীসের নাম? উত্তরঃ আলু

১৩। সুন্দরবনের প্রধান বৃক্ষ কী কী? উত্তরঃ সুন্দরী ও গরান

১৪। ভিটামিন ‘বি’- এর অভাবে- উত্তরঃ বেরি বেরি রোগ হয়

১৫। রান্নার কাজে ব্যবহৃত সিলিন্ডার গ্যাস (LPG) এর প্রধান উপাদান- উত্তরঃ বিউটেন

১৬। “বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন” একটি- উত্তরঃ সংবিধিবদ্ধ সংস্থা

১৭। সার্কের (SAARC) কোন সদস্য দেশের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি? উত্তরঃ বাংলাদেশ

১৮। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীকে কে নিয়োগ প্রদান করেন? উত্তরঃ রাষ্ট্রপতি

১৯। মাতৃতান্ত্রিক পরিবার- উত্তরঃ খাসিয়াদের

২০। বিশ্ব ব্যাংকের অঙ্গ সংগঠন নয় কোনটি?  উত্তরঃ IFAD

ইংরেজি অংশ সমাধানঃ

২১। Identify the correct sentence: উত্তরঃ He came home yesterday.

২২। Do not laugh at the lame man. The passive form of this sentence is – উত্তরঃ Let not the lame man be laughed at.

২৩। The antonym of the word ‘transitory’ is – উত্তরঃ Permanent

২৪। A person who writes about his own life. Writes – উত্তরঃ an autobiography.

২৫। সে কি গতকাল বাড়ি এসেছে? The correct translation of this sentence is – উত্তরঃ  Did he come home yesterday?

২৬। ‘At sixes and sevens’ means – উত্তরঃ  in a confused state

২৭। The synonym for ‘patient’s is – উত্তরঃ Calm

২৮। ‘Do call a taxi’ what kind of sentence is this? উত্তরঃ Imperative

২৯। Choose the correctly spelt word: উত্তরঃ Gonorrhoea

৩০। Use the right form of verb: I wish I (be) a great businessman. উত্তরঃ were

৩১। Which one is an example of a positive degree? উত্তরঃ much

৩২। Nursing is a noble profession, In this sentence ‘nursing’ is used as a/an -উত্তরঃ Gerund

৩৩। Fill in the blanks with appropriate word/phrases (33-38):

He lives– honest means. উত্তরঃ by

৩৪। Dhaka is becoming one of the — cities in Asia.উত্তরঃ busiest

৩৫। He insisted — my going there. উত্তরঃ on

৩৬। You had better — home. উত্তরঃ go

৩৭। My daughter goes to ____ university everyday. উত্তরঃ No article

৩৮। One should take care of ____ health. উত্তরঃ one’s

৩৯। Pick the correctly written possessive case. উত্তরঃ Girls’ college

৪০। Which of the following is written by Shakespeare? উত্তরঃ The Tempest

বিজ্ঞান/বিষয়ভিত্তিক অংশ সমাধানঃ

৪১। বাংলাদেশে মাতৃমৃত্যুর প্রধান কারণ? উত্তরঃ প্রসবজনিত রক্তক্ষরণ [প্রায় ৩১%]

৪২।  CHOLECYSTECTOMY অপারেশনে যে অঙ্গটি অপসারণ করা হয়? উত্তরঃ Gall Bladder

৪৩। Vital Statistics বলতে কোন পরিসংখ্যানকে বোঝায়? উত্তরঃ জনসংখ্যার জন্ম-মৃত্যু ইত্যাদি

৪৪। বৃক্কের একক হলো – উত্তরঃ নেফ্রন

৪৫। রক্তচাপ মাপার জন্য কোন যন্ত্রটি ব্যবহৃত হয়? উত্তরঃ স্ফিগমোম্যানোমিটার

৪৬। মানবদেহে কয় জোড়া AUTOSOME আছে? উত্তরঃ ২২ জোড়া

৪৭। ডেঙ্গু রোগটি (DENGUE) কোন মশার মাধ্যমে ছড়ায়? উত্তরঃ Aedes Aegypti

৪৮। কোন ভিযটামিনের অভাবে Night blindness হয়? উত্তরঃ Vitamin A

৪৯। মানবদেহের রক্তে মূলত কয় ধরনের কোষ থাকে? উত্তরঃ ৩ ধরনের

৫০। নিচের কোনটি Reducing Sugar? উত্তরঃ গ্লুকোজ

৫১। নিচের কোন হরমোনের অভাবে Diabetes mellitus হয়? উত্তরঃ ইনসুলিন

৫২। সংক্রামক ব্যাধি কোনটি? উত্তরঃ এইডস

৫৩। আয়োডিনের অভাবে কোন রোগ হয়? উত্তরঃ গলগণ্ড

৫৪। ক্যামোথেরাপীতে নিচের কোন ঘটেনা? উত্তরঃ রক্তশূন্যতা দেখা দেয়

৫৫। সবচেয়ে Common type of annemia কোনটি? উত্তরঃ Iron Deficiency Anaemia

৫৬। Fetus এর Commonest presentation কোনটি? উত্তরঃ Cephalic

৫৭। রোগ নির্ণয়ে আলট্রাসনোগ্রাম থেকে এক্স রে কার্যকর কোনটিতে? উত্তরঃ Gall Bladder Stone [পিত্তথলির পাথর]

৫৮। নিম্নলিখিতদের মধ্যে সারা বিশ্বে মহিলাদের সর্বাধিক ক্যান্সার কোনটিতে? উত্তরঃ জরায়ু

৫৯। APGAR SCORE এটি কাদের জন্য scoring system? উত্তরঃ নবজাতক

৬০। ANALGESIC বলতে কোন ঔষধকে বোঝায়? উত্তরঃ যা ব্যথা সারায়

৬১। মানবদেহে সবচেয়ে লম্বা Bone কোনটি? উত্তরঃ  FEMUR [ফিমার]

৬২। BELL’S PALSY কোন Nerve injury হলে হয়? উত্তরঃ FACIAL

৬৩। Normal PH of human blood is -উত্তরঃ 7.35 – 7.45

৬৪। COVID-19 রোগটি নিচের কোনটি? উত্তরঃ PANDEMIC

৬৫। CPR দেয়ার সময় Chest compression এর Effectiveness চেক করবার জন্য কোন Pulse feel করা হয়? উত্তরঃ Carotid Pluse

৬৬। কোন 1vSolution এ মানব শরীরের মত একই Osmolarity? উত্তরঃ Isotonic

৬৭। Eclampsia হলে Convulsion control  করার জন্য সবচেয়ে ভালো Injection- উত্তরঃ MAGSULPH

৬৮। কোন ভিটামিনের অভাবে RICKET রোগ হয়? উত্তরঃ Vitamin D

৬৯। মানবদেহের Normal temperature কত? উত্তরঃ 98.4 °F (৯৮.৪ ডিগ্রি ফারেনহাইট)

৭০। মানবদেহের Largest Artery কোনটি? উত্তরঃ AORTA

৭১। Red blood cell এর Life span কত দিন? উত্তরঃ ১২০ দিন

৭২। স্বাভাবিক Pulse rate কোনটি? উত্তরঃ ৭২ মিনিট

৭৩। নিচের কোনটি Obstetric emergency? উত্তরঃ Post-partum Haemorrhage

৭৪। Ectopic pregnancy তে ভ্রুণের অবস্থান নিচের কোনটিতে হতে পারে? উত্তরঃ Fallopian tube

৭৫। নিচের কোনটি Fungal infection? উত্তরঃ Ring worm

৭৬। Exclusive breast feeding বলতে কয় মাসের জন্য বোঝায়? উত্তরঃ ৬ মাস

৭৭। জন্মনিয়ন্ত্রন পদ্ধতির মধ্যে কোনটি হরমোন হয়? উত্তরঃ COPPER-T

৭৮। Nosocomial infection এর উৎস কোনটি? উত্তরঃ হাসপাতাল

৭৯। ‘Plaster of peris’ কোথায় ব্যবহৃত হয়? উত্তরঃ হাড়ভাঙার চিকিৎসায়

৮০। নিচের কোন খাবার থেকে বেশি ক্যালরি পাওয়া যায়? উত্তরঃ স্নেহ জাতীয় পদার্থ

বাংলা অংশ সমাধানঃ

৮১। চর্যাপদ বাংলা ভাষায় রচিত এটি প্রথম প্রমাণ করেন- উত্তরঃ ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়

৮২। কবি কঙ্কন কার উপাধি? উত্তরঃ মুকুন্দরাম চক্রবর্তী

৮৩। ‘কবর’ নাটকটির রচয়িতা- উত্তরঃ মুনীর চৌধুরী

৮৪। কোন বইটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়? উত্তরঃ শেষ বিকেলের মেয়ে [জহির রায়হান]

৮৫। কাজী নজরুল ইসলাম যে কবিতা রচনা করার জন্য কারাবরণ করেন? উত্তরঃ আনন্দময়ীর আগমনে

৮৬। মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস ‘মা’ রচনা করেন? উত্তরঃ  আনিসুল হক

৮৭। ‘আমার দেখা নয়াচীন’ এর প্রকাশকাল- উত্তরঃ ২০২০, ফেব্রুয়ারি

৮৮। ‘হ্ণ’ যুক্ত ব্যঞ্জনের বিশ্লিষ্ট রূপ হলো? উত্তরঃ  হ্+ ণ

৮৯। ‘জিহ্বা’ শব্দের উচ্চারণ? উত্তরঃ জিউভা

৯০। ‘একাত্তরের দিনগুলি’ রচনা করেন? উত্তরঃ জাহানারা ইমাম

৯১। ‘নয়নতারা’ গল্পের রচয়িতা? উত্তরঃ  সৈয়দ ওয়ালীউল্লাহ

৯২। ‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি/সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। চরণদ্বয়ের লেখক কে?

উত্তরঃ মদনমোহন তর্কালঙ্কার

৯৩। ‘কাজ শব্দের তৎসম রূপ? উত্তরঃ সঠিক উত্তর নাই [সঠিক কার্য]

৯৪। কোন বানানটি শুদ্ধ? উত্তরঃ শ্বশুর

৯৫। ‘যদ্যপি আমার গুরু’ প্রবন্ধ গ্রন্থটির রচয়িতা? উত্তরঃ আহমদ ছফা

৯৬। নিচের যে শব্দটিতে স্বভাবতই ‘ণ’ হয়েছে? উত্তরঃ সঠিক উত্তর নাই। অপশনের কোনটিতেই স্বভাবতই ‘ণ’ হয়নি।

৯৭। ‘লুঙ্গি’ শব্দটি এসেছে যে ভাষা থেকে- উত্তরঃ বর্মি

৯৮। আকাশ শব্দের সমার্থক শব্দ? উত্তরঃ অন্তরীক্ষ

৯৯। ‘Surgeon’ এর পরিভাষা? উত্তরঃ শল্য চিকিৎসক

১০০। ‘গৌরচন্দ্রিকা’ বাগধারটির অর্থ- উত্তরঃ ভূমিকা

Nursing & Midwifery Question Pattern

Many people often ask questions about the mark distribution of the Senior Staff Nurse Exam. The quality and type of Senior Staff Nurse exam questions were discussed for all the students. Generally Bengali English Mathematics General Knowledge International Affairs Recent questions are asked. The value of each question is number one. On the other hand, if you answer a question incorrectly, 0.5 mark will be deducted. So be careful in this case. Try not to make as many mistakes as possible and give the correct answer. Try again later if you do not know the answer to your question. Always try to answer common and simple questions

BPSC Senior Staff Nurse Question Paper

BPSC Senior Staff Nurse Question Paper is available here. After successfully complete nurse examination many students wait for the question paper. Also next year students gain ideas by looking at the Senior Staff Nurse questionnaire. So that they can prepare better. I hope the question paper of senior staff nurse will be useful for everyone. We have uploaded the question paper image file so that everyone can understand and download the question method. You can download it without any hassle with a high quality image.

SSN-1


SSN-2
SSN-3

BPSC Senior Staff Nurse Question Solution 2024

The main topic of our discussion today is Senior Staff Nurse Exam Question Solution 2024. Hopefully all the students are eagerly waiting for the question to be solved. So let’s see the solution to the question without wasting time. Our experienced team has tried to answer each question correctly and accurately. Even then, if any question is answered incorrectly, you can let us know. On the other hand, if you find this post useful, don’t forget to share. Everyone will find a solution to your senior staff nurse question through a share of yours.

সিনিয়র স্টাফ নার্স পদের (MCQ) পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান

All students are warned not to contact anyone for the position of Senior Staff Nurse through any kind of transaction in this regard. If you have the qualifications and if you have passed the test well then you will definitely achieve success. Anyway if anyone has any questions about BPSC Senior Staff Nurse you can share with us we are waiting for your question. If you get a wrong answer to a question, you can let us know in the comment box.

We will try to give the correct answer by checking and sorting it. Remember people can only be wrong so there was a request to look at it with a look of forgiveness. Finally thank you all very much for being with us. Hopefully the results of the Senior Staff Nurse exam will be released. Stay with us to get results. Work for the country with pride by joining the Senior Staff Nurse position. The role of a nurse is very important to make the country tax free. Above all, there was deep respect for all women.

Total Views: 79 ,

3 thoughts on “BPSC Senior Staff Nurse Exam Question Solution 2024 – Nursing & Midwifery MCQ Solution”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *