DGDA Question Solution 2024 – Directorate General of Drug Administration MCQ Solution

06 November 2024 at 9.00 A.M Directorate General of Drug Administration Office Assistant cum Computer Operator post written exam is held. Contrary to the limited number of DGDA jobs, candidates from different parts of Bangladesh take the MCQ exam in Dhaka. Candidates complete the DGDA Written exam by wearing the mask in compliance with the hygiene rules.

DGDA Result

Osud Prosason Odhidoptor Question Paper

However, after a long wait, the candidate is finally happy that the Drug Administration job test has finally been held. After the end of the exam, the examiner have two needs, one is the Question Solution, other is the results. So today in this article we will discuss the recently held Directorate General of Drug Administration job test Question Solution. On the other hand, the correct answer to each MCQ question of DGDA exam has been shared.

Directorate General of Drug Administration Question Bank

Due to the Corona situation, all government job examinations in the country were closed for a long time. Eventually the situation became somewhat normal and various institutions decided to take their postponed tests. One of which is the Directorate General of Drug Administration. November 06 2024 Drug Administration Examinations for various posts are held. Examiners often ask questions about government jobs.

১। বাংলা সাহিত্যের আদি কবি কে?

উত্তরঃ (গ) লুইপা

২। মাঝি, আমাশয়, বালতি – এগুলো কেনা ভাষা থেকে এসছে?

উত্তরঃ (ক) পর্তুগিজ

৩। ‘নন্দিত’’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?

উত্তরঃ (ঘ) নিন্দিত

৪। ‘গগন’ শব্দের অর্থ কী?

উত্তরঃ (খ) আকাশ

৫। রবিন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরষ্কারে ভূষিত হন।

উত্তরঃ (ঘ) ১৯১৩

৬। স্বাধীন বাংলাদেশের মুজিবনগর সরকারের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?

উত্তরঃ (খ) শেখ মুজিবুর রহমান

৭। বিভিন্ন অঞ্চলের মুখের ভাষাকে কি বলে?

উত্তরঃ (ঘ) উপভাষা

৮। কোন বানানটি শুদ্ধ?

উত্তরঃ (ক) নিশীথ

৯। ‘যে নারী প্রিয় কথা বলে’ এক কথায় কী হবে-

উত্তরঃ (গ) প্রিয়ংবদা

১০। ‘চকলেট’ কোন দেশের শব্দ?

উত্তর: (ঘ)মেক্সিকো

১১। ‘অলস’ এর বিশেষ্য পদ কোনটি

উত্তরঃ (ক) অলসতা (খ) আলস্য

১২। ‘একাত্তরের ডায়েরী’ গ্রন্থের রচয়িতা কে?

উত্তরঃ (ঘ) সুফিয়া কামাল

১৩। “চাচা কাহিনী” গ্রন্থের লেখক কে?

উত্তরঃ (গ) সৈয়দ মুজতবা আলী

১৪। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস ‘আলালেল ঘরের দুলাল’ কবে প্রকাশিত হয়?

উত্তরঃ (গ) ১৮৫৮ সালে

১৫। মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক কোনটি?

উত্তরঃ (ঘ) পায়ের আওয়াজ পাওয়া যায়

১৬। ‘চলচ্চিত্র’ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

উত্তরঃ (গ) চলৎ+চিত্র

১৭। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?

উত্তরঃ (গ) কামরুল হাসান

১৮। বাংলা ছোট গল্পের জানক কাকে বলা হয়?

উত্তরঃ (খ) রবীন্দ্রনাথ ঠাকুর

১৯। “গণকবর” শব্দে ‘গণ’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

উত্তরঃ (ঘ) বহুবচন অর্থে

২০। অপ্রতুল শব্দের অর্থ কি?

উত্তরঃ (গ) অপর্যাপ্ত

To this end, we share the Directorate General of Drug Administration’s previous year question banks. Hopefully, taking a look at the DGDA Question Banks, you will be able to gain a thorough knowledge of the type of question. On the other hand, it is known that Drug Administration is likely to get 30 percent common from the previous year’s questions. In addition, candidates have curiosity about mark distribution. Therefore we are ready to answer all the questions. In this article all issues are discussed smoothly.

DGDA Question Pattern

The authorities usually conduct the examination within half a month of the completion of the online application as opposed to the recruitment notification. On the other hand, the notice of examination is published on the official website. In addition, the applicant’s mobile number is sent via USER ID and Password SMS. However, now the question is how is the type of question for the Directorate General of Drug Administration exam. Usually the question papers of government job exams are very complicated. Due to which if your preparation is not good then you will fail to pass the exam. There will be questions in the Drug Administration exam from Bangla, English, Math and General Knowledge subjects.

Drug Administration MCQ Question Solution 2024

DGDA Question Paper is available here. We collect the question paper from the examiner after the examination. Our team is always ready to solve the Drug Administration question paper. Our team of experienced faculty members completed the DGDA (Directorate General of Drug Administration) MCQ solution in a short time. On the other hand, we update it on the webpage.

২১। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?

উত্তরঃ (ঘ) সৈয়দ মাইনুল হোসেন

২২। হেলসিংকি কোন দেশের রাজধানী?

উত্তরঃ (খ) ফিনল্যান্ড

২৩। মুক্তিযুদ্ধে মুজিবনগর কোন সেক্টরের অধীনে ছিল?

উত্তরঃ (খ) ৮

২৪। মুক্তিযুদ্ধ ভিক্তিক ‍উপন্যাস ‘আগুনের পরশমণি’ কার রচনা?

উত্তরঃ (গ) হুমায়ুন আহমেদ

২৫। টেকসই উন্নয়ন লক্ষ্যে (SDG) যে কয়টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে?

উত্তরঃ (খ) ১৭

২৬। আইন প্রণয়নে ক্ষমতা –

উত্তরঃ (ঘ) জাতীয় সংসদের

২৭। দেশের প্রথম ঔষধ শিল্প পার্ক কোথায় স্থাপিত হচ্ছে?

উত্তরঃ (ক) গজারিয়া

২৮। বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়?

উত্তরঃ (ঘ) ১০ ডিসেম্বর

২৯। স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধীতে ভূষিত করা হয়েছে?

উত্তর: (গ) ২ জন

৩০। WHO এর সদর দপ্তর কোথায়?

উত্তরঃ (ক) জেনেভা

৩১। The Boy (play) Football.

উত্তরঃ (খ) Plays

৩২। How nice ___ bird.

উত্তরঃ (ক) the

৩৩। He joined____ army.

উত্তরঃ (গ) the

৩৪। I have (eat) rice.

সকল চাকরির পরীক্ষার সময়সূচী ও ফলাফল মোবাইলে Notification পেতে নিচের Android apps মোবাইলে রাখেন: Jobs EXam Alert

উত্তরঃ (গ) eaten

৩৫। ___ I done the work?

উত্তরঃ (ক) have

৩৬। The Scissors___blunt.

উত্তরঃ (খ) Are

৩৭। Teacher said, “The earth__ round the sun”

উত্তরঃ (খ) Moves

৩৮। I have been living in dhaka___2000.

উত্তরঃ (খ) Since

৩৯। Fed is the past from of the verb.

উত্তরঃ (ঘ) Feed

৪০। I have —-headache.

উত্তরঃ ঘ.no articale

DGDA MCQ Answer

৪১। The patient (die) before the doctor came.

উত্তরঃ গ.had died

৪২। He talks as if he ( to do) mad.

উত্তরঃ খ.were

৪৩। How many paras are in a Paragraph?

উত্তরঃ ক.one

৪৪। Which one of the following is abstract noun?

উত্তরঃ গ.chilldhood

৪৫। What is the verb of the word shortly?

উত্তরঃ গ.shorten

৪৬। The man divided his lands—his sons.

উত্তরঃ ক.among

৪৭। Water can be changed—- vapour.

উত্তরঃ খ.into

৪৮। What is the correct spelling?

উত্তরঃ ক. Shakespeare

৪৯। He is the (bad) boy in the class.

উত্তরঃ গ.worst

৫০। Man is—-architect of his own fate.

উত্তরঃ ক.the

৫১। দুুটি সংখ্যার অনুপাত ৫ঃ৪ এবং তাদের ব্যবধান ১৫। ছোট সংখ্যাটি কত?

উত্তরঃ (ঘ) ৬০

৫২। নিচের কোনটি অমূলদ সংখ্যা?

উত্তরঃ (ঘ) 2

৫৩। তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার যোগফল ৩০ হলে এদের মধ্যে বড় সংখ্যাটি কত?

উত্তরঃ (ঘ) ১১

৫৪। নিচের কোনটি মৌলিক সংখ্যা?

উত্তরঃ (গ) ২

৫৫। একটি সুষম পঞ্চভুজের প্রত্যেকটি কোণের মান কত হবে?

উত্তরঃ (ক) ১০৮ ডিগ্রি

৫৬। ৭ বছর আগে পুত্রের বয়স পিতার বয়সের ১/৫ অংশ ছিল। বর্তমানে তাদের বয়সের অনুপাত ১ঃ৩ হলে ৭ বছর পর পুত্রের বয়স কত হবে?

উত্তরঃ (ক) ২১ বছর

৫৭। মিরাজের মাসক বেতন রনির মাসিক বেতনের দ্বিগুণ এবং রনির মাসিক বেতন আকাশের মাসিক বেতনের ২৫%। তাদের মোট মাসিক বেতন ৪৯,০০০ টাকা হলে রনির মাসিক বেতন কত?

উত্তরঃ (গ) ৭,০০০ টাকা

৫৮। ১ গজ = কত ফুট?

উত্তরঃ (খ) ৩ ফুট

৫৯। টাকায় ৫টি দরে ক্রয় করে ৪টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

উত্তরঃ (ক) লাভ ২৫%

৬০। বার্ষিক ১০% মুনাফায় ১০,০০০ টাকায় ২ বছরে চক্রবৃদ্ধি মুনাফা কত?

উত্তরঃ (গ) ২,১০০ টাকা

৬১। কোনো শহরের বর্তমান জনসংখ্যা ৬৪ লক্ষ। শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে ২৫ হলে, ২ বছর পর ঐ শহরের জনসংখ্যা কত হবে?

উত্তরঃ (খ) ৬৭,২৪,০০০ জন

৬২। একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ৩ মিটার, প্রস্থ ২ মিটার ও উচ্চতা ৪ মিটার, এতে কত লিটার পানি ধরবে?

উত্তরঃ (ঘ) ২৪,০০০ লিটার

৬৩। একটি কোণ ৩০ ডিগ্রি হলে এর সম্পূরক কোণ কত হবে?

উত্তরঃ (ঘ) ১৫০ ডিগ্রি

৬৪। x + y = 7 এবং xy=15 হলে, x2+y2 এর মান কত?

উত্তরঃ (ক) 19

৬৫। x-1/x=3 হলে, x2+ 1 /x2 এর মান কত?

উত্তরঃ (ক) 11

৬৬। ২ জন ব্যক্তির ২ পৃষ্ঠা টাইপ করতে ১ দিন সময় লাগলে ৫ জন ব্যক্তির ৫ পৃষ্ঠা টাইপ করতে কতদিন সময় লাগবে?

উত্তরঃ (গ) ১ দিন

৬৭। একটি আয়তাকার জমির দৈর্ঘ্য ৪০ মিটার এবং প্রস্থ ৩০ মিটার হলে এর ক্ষেত্রফল কত?

উত্তরঃ (ঘ) ১২০০ বর্গমিটার

৬৮। a+b=3 এবং ab=2 হলে, a3+b3 এর মান কত?

উত্তরঃ (গ) 9

৬৯। ৭০ টাকার ১৫০% কত?

ক. ৭ টাকা খ. ৭০ টাকা

উত্তরঃ (ঘ) ১০৫ টাকা

৭০। ২, ৬ এবং ল.সা.গু কত?

উত্তরঃ (খ) ৩০

Last Words

Coming to the end of the article, we learned that you are happy with the solution to the Directorate General of Drug Administration question. Our experienced team has tried to answer each question correctly. Therefore you can take DGDA MCQ Answer without any hesitation. On the other hand, if you have any feedback about Drug Administration Written Solution, you can let us know. Stay with us, visit our webpage regularly.

Total Views: 80 ,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *