Dife Question Solution 2024 – Department of Inspection for Factories and Establishments MCQ Solution

Dife Office Shohayok Question Solution is ready for download. On 10 March 2024 Department of Inspection for Factories and Establishments job Written (MCQ) test is held. About 10 thousand people attend on Kolkarkhana O Protisthan Poridorshon Odhidoptor job examination. In addition they successfully complete dife written exam. But it is a matter of sorrow that some candidates are little worry about his examination. In this case they want to ensure dife job question solution.  Therefore candidates search on google about dife full question solution. As a result we provide Dife MCQ solve.

Dife Exam Question Solution 2024

১। (ক) বাংলা ভাষার আদি নিদর্শন কী? উ. চর্যাপদ

(খ) ভাষা আন্দোলন ভিত্তিক রচিত একটি নাটকের নাম লিখুন। উ. কবর

(গ) “অসমাপ্ত আত্মজীবনী কে লিখেছেন? উ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

(ঘ) শেষের কবিতা’ কোন ধরনের সাহিত্য কর্ম? উ. উপন্যাস

(ঙ) ছন্দের যাদুকর বলা হয় কাকে? উ. সত্যেন্দ্রনাথ দত্ত

Kolkarkhana O Protisthan Poridorshon Odhidoptor Question Bank PDF

২। (ক) কন্যা শব্দের দুইটি প্রতিশব্দ লিখুন- উ. নন্দিনী, আত্মজা

(খ) সন্ধি বিচ্ছেদ করুনঃ উচ্ছৃঙ্খল  রত্নাকর-  উ. উৎ+শৃঙ্খল, রত্ন + আকর

(গ) অর্থ সহ বাক্য রচনা করুনঃ ইঁদুর কপালে- (মন্দ ভাগ্য) এতো কষ্ট করেও সুখের মুখ দেখলে না, তুমি আসলেই একটা ইঁদুর কপালে।

(ঘ) সকল পদার্থ ভক্ষণ করে যে তাকে এক কথায় কী বলে? – সর্বভুক

(ঙ) পারিভাষিক শব্দ লিখুনঃ Audit : Auction

Inspection for Factories and Establishments MCQ Question Solution

৩। ০৭ মার্চের ভাষণের তাৎপর্যের উপর কমপক্ষে ০৫ টি বাক্য লিখুন।

English: 20

৪। Fill in the blanks:

a) The patient … died before the doctor came Ans: had

(b) Look …. you leap. Ans: before

c) All that glitters …. not gold. Ans: is

d) You, he and …. are nominated for the meeting. Ans: I

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর প্রশ্ন সমাধান

৫। Translate into English:

a) আমি কি কাজটি করি? Ans: Do I do the work?

(b) T গুলোর মাথা কাটো। Ans: Cut the heads of the T’s

৬। Correct the sentences:

a) My father come home yesterday. Ans: My father came home yesterday

b) by The girl went out dances. Ans: The girl went out dancing

৭। Transform the sentences without changing the meaning:

a) He goes to school. Ans: Doesn’t he go to school?

(b) I love my mother. Ans: Don’t I love my mother?

৮। Write a short paragraph on “Padma Bridge” (minimum 4 sentences)-

dife.gov.bd Question Pattern & Mark Distributions

৭। ১০ টি সংখ্যার যোগফল ৪৬২। প্রথম ৪ টি সংখ্যার গড় ৫২ এবং শেষ ৫ টি সংখ্যার গড় ৩৮। পঞ্চম সংখ্যাটি কত? উ. ৬৪

৮। একটি শ্রেণির বেঞ্চে ৪ জন করে ছাত্র বসলে ৩ খানা বেঞ্চ খালি থাকে কিন্তু প্রতি বেঞ্চে ৩ জন করে ছাত্র বসলে ৬ জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেণির ছাত্র সংখ্যা কত? উ. ৬০

৯। ৫% বৃদ্ধিতে X এর বর্ধিত মান কত?

১০। ৭০ থেকে ৮০ এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি ও কী কী? ৩টি (৭১,৭৩,৭৯)

১১। সমকোণী ত্রিভুজ কাকে বলে? উ. যে ত্রিভূজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভূজ বলে।

১২। একটি সংখ্যার একক স্থানীয় মান a এবং দশক স্থানীয় মান b হলে সংখ্যাটি কত? উ. 10b+a / a+10b

১৩। ০.১ × ০.০১ × ০.০০১ = কত? উ. ০.০০০০০১

১৪। ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম কী? উ. ইউরিয়া

Dife Previous Year Question

১৫। হাকালুকি কী? উ. হাওর

১৬। মুক্তিযুদ্ধে কোন সেক্টরটি নৌ সেক্টর হিসেবে পরিচিত ছিল? উ. ১০ নং সেক্টর

১৭। বাংলাদেশের ‘White Gold’ হিসেবে পরিচিত কী? উ. চিংড়ি

১৮। এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশী নারীর নাম কী? উ. নিশাত মজুমদার

১৯। ভূমিকম্প নির্দেশক যন্ত্রের নাম কী? উ. রিখটার স্কেল

২০। বসফরাস প্রণালী কোন দুই মহাদেশকে বিভক্ত করেছে? উ. এশিয়া ও ইউরোপ

২১। RMG এর পূর্ণ রূপ কী? উ. Resource Management Group

২২। FIFA World Cup 2022 এর সেরা খেলোয়াড় কে? উ. লিওনেল মেসি

২৩। ILO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উ. জেনেভা, সুইজারল্যান্ড

Total Views: 34 ,

1 thought on “Dife Question Solution 2024 – Department of Inspection for Factories and Establishments MCQ Solution”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *