ঈদ মোবারক শুভেচ্ছা, পিকচার, এসএমএস(SMS) ও স্ট্যাটাস ডাউনলোড ২০২৪

ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে সকল র্জীণতা ভুলে নতুন কে আগমন । ঈদের আগে আমরা পেয়ে থাকি রমজানের মাস ।যা সারা বছরের নোংরা কে মুছে ফেলে পবিত্র হওয়ার একটি মাস । এই এক মাস আমরা আল্লাহর ইবাদত করে নিজেদের ভুল গুলো কে সংশোধন করে নিয়ে থাকি । তারপর আসে আমাদের মাঝে এই পবিত্র ঈদ ।

সাধারণত ‍মুসলিম জাতির কাছে ধর্মীয় উৎসব প্রধানত দুটি । তার মধ্যে ঈদুল ফিতর একটি । এই ঈদ আসলে সকলেই আনন্দের জোয়ারে ভাসে । সবাই সবাইকে শুভকামনা জানিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করে থাকে ।

অনেকে ঈদের শুভেচ্ছা জানান কার্ড দিয়ে । আবার অনেকেই জানায় মোবাইলের এসএমএস, পিকচার বা স্ট্যাটাসের মাধ্যমে । আপনারা যারা ঈদের শুভেচ্ছা জানানোর জন্য নতুন নতুন ছন্দ, কবিতা, এসএমএস খুজছেন তারা আমাদের পেজ থেকে কপি করে খুব সহজেই আপন জনকে দিতে পারবেন । ঈদের শুভেচ্ছা জানানোর মাধ্যমে ঈদের আনন্দ আরো অনেক বেড়ে যায় ।

ঈদের শুভেচ্ছা

ঈদের অনন্দ ভাগাভাগি করে নেওয়ার একটি মাধ্যম হলো ঈদের শুভেচ্ছা । আপনারা আপনাদের প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে তাদেরকে কবিতা, ছন্দ, এসএমএস পাঠান । আমরা নিচে নতুন নতুন কিছু কবিতা, ছন্দ, এসএমএস শেয়ার করলাম :

ঈদের কবিতা

শুভক্ষণ, শুভদিন

মনে রেখ চির দিন

কষ্টগুলো দূরে রেখ

স্বপ্নগুলো পূরণ করো

নতুন ভালো স্বপ্ন দেখো

আমার কথা মনে রেখো ।

-ঈদ মোবারক ।।

 

মন চাইছে কারো

সাথে কথা বলি ।

মন চাইছে কোন

প্রিয়জনকে স্মরণ করি ।

ঈদ মোবারক বলার

সিদ্ধান্ত যখন নিলাম ।

ভাবলাম তোমাকে

দিয়েই শুরু করি ।

-ঈদ মোররক ।।

২০২৩ ঈদ মোবারক

ভোর হলো দোর খোল, চোখ মেলে দেখোরে

রোযা শেষ রোযা শেষ,

ঈদ চলে এলো রে।

নতুন জামা পড়বে,

হাসি খুশি থাকবে

ঈদ চলে এলো সবার দুয়ারে ।

শুভেচ্ছা রইলো সবাইকে

-ঈদ মোবারক ।।

 

ঈদ এলো বৃষ্টি এলো খুশির

দরবার মুক্ত হলো, ঈদের এখন

নতুন রূপ, বৃষ্টি হলো অপরূপ

তুমি আমার আপনজন তাই

তোমার ঈদের নিমন্ত্রণ

-ঈদ মোবারক ।।

     ঈদের ছন্দ

ছোট বড় সবার মনে

আমায় দেখার সাধ,

মেঘের পিছে লুকিয়ে আছি

আমি ঈদের চাঁদ।

 

বাকা চাঁদের হাসিতে,

দাওয়াত দিলাম আসিতে

আসতে যদি না পারও

ঈদ মোবারক গ্রহণ করো ।

 

আজি নতুন ঈদের চাঁদ উঠেছে

আকাশের গায়

তোরা দেখবি কারা আয়

আয় ছুটে আয় ।

 

নতুন সকাল নতুন দিন ,

শুভ হোক ঈদের দিন ।

নতুন রাত বাঁকা চাঁদ,

রঙিন হোক ঈদের রাত ।

ঈদের SMS

HI, SMS ! যার কাছে যাবি

যাকে পাবি , তাকেই আমার সালাম দিবে ।

লাল গোলাপের ভালবাসা দিয়ে EID

এর দাওয়াত জানায় দিবে …

আর মিষ্টি মিষ্টি করে বলবে

!!! ঈদ মোবারক বন্ধু !!!

Radhe Shyam Full Movie Hindi Dubbed

ঈদের মত আনন্দময় হোক

প্রতিটি দিন ।

সুন্দর হোক তোমার জীবন,

পূরণ হোক মনের সব চাওয়া

পাওয়া।।

ঈদ মুবারক ।।

 

এই sms এ যতটা শুভেচ্ছা

ধরানো যায়,

ততটাই পূর্ণ করে দিলাম

এই পবিত্র ঈদ দারুন

কাটুক তোমার ।

New Link Farzana Brownia Viral Video Bangladesh

”এই পবিত্র ঈদে আল্লাহ অপরিসীম

আর্শীবাদ তোমার উপর পড়ুক,”

তোমার জীবন সুখ,

আনন্দে পরিপূর্ণ থাকুক…

ঈদ মোবারক ।

Total Views: 78 ,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *